নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

সম্পদ সুরক্ষায় রাষ্ট্রের দায়বদ্ধতা

২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৯

---------------------------------

রাষ্ট্র আমার কাছে হিসেব চাওয়ার আগেই আমি আমার দৃশ্যমান সম্পদের হিসেব খুলে মেলে ধরতে চাই যেন একজন যোগ্য নাগরিকের মর্যাদাটুকু রাষ্ট্রের কাছ থেকে আমি দাবি করতে পারি।

এখানে এমনও কিছু লোক আছে যারা এখনো জানে না যে, রাষ্ট্রের অস্তিত্বের স্বার্থেই রাষ্ট্রের যোগ্য নাগরিকদের অর্জিত বৈধ সম্পদকে পাহারা দেওয়া রাষ্ট্রের কর্তব্য।

হিসেবের বাইরের সম্পদগুলো রাষ্ট্রের সম্পদ হিসেবেই গণ্য এবং রাষ্ট্রকে দেখিয়ে না-দেওয়া পর্যন্তই ওগুলো লুটতরাজের মাধ্যমে হাতবদল করানো সম্ভব।

যারা জানে তারাই জানে যে, হিসেবের বাইরের কোনো সম্পদের কোনো ক্ষতি হ’লে পরে, কোনো ব্যক্তিমালিককে ঐ ক্ষতি পুষিয়ে দিতে কোনো রাষ্ট্রই কখনো দায়বদ্ধ নয়।



গণকরণিক : আখতার২৩৯ রঙ্গপুর : ২৪/০৩/২০১৪খ্রি:

জনগণের চাহিদাপত্র, ১৩/১১/২০১৩, বাংলাদেশ

ছিঃছিঃক্যামেরা

পূর্বপ্রস্তুতি : ১১(এগারো)

যেখানে যখন যা’ যোজনীয়

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩১

ঢাকাবাসী বলেছেন: রাস্ট্র যখন তার দায়িত্বটুকু করেনা তখন নাগরিক কতৃক তার দায়িত্ব করার প্রশ্নই আসেনা!

২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৬

করণিক আখতার বলেছেন: *****
হিসেব চাওয়ার পরেও যারা হিসেব দেখাতে পারে না, তারা যোগ্য নাগরিক হিসেবে গণ্য হ’তে পারে না। তবে, তাদের প্রতি দয়া করাটাও রাষ্ট্রের কর্তব্য। তাদের বৈধ সম্পদ কখনো অবৈধ দখলদারেরা দখলে নিলে, রাষ্ট্রই ওগুলোকে দখলমুক্ত করার দায়ভার বহন করে। এটুকু না-করলে কোনো রাষ্ট্রই এজগতে টিকে থাকতে পারতো না। অযোগ্য নাগরিকেরা নিজেদের বৈধ সম্পদের হিসেব আগেভাগেই রাষ্ট্রকে দিতে প্রস্তুত থাকে না, তারা রাষ্ট্রের দয়ার অপেক্ষাতেই থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.