নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

ভারত দর্শন : জ্যৈষ্ঠ-১৪২১

১৯ শে মে, ২০১৪ রাত ৮:০৩

ভারত দর্শন : জ্যৈষ্ঠ-১৪২১

---------------------------

ভারত দর্শনে আজ যেন এমনটাই দেখা যাচ্ছে যে, জনসাধারণকে অচেতন ভেবে গণতন্ত্রকে ডিঙিয়ে পরিবার-তন্ত্র কখনো অসহনীয় আধিপত্যের বাড়াবাড়িতে মত্ত হ’লে পরে, জনগণ তখন নির্বোধ সেজে সহ্য করতে পারে না, কিম্বা দম্ভ প্রদর্শনকারী পারিবারিক দলোগণের সংশোধনের প্রতীক্ষায় জনসাধারণ অনন্তকাল ধৈর্য ধ’রে থাকতে পারে না।

ভারতের জাগ্রত গণমালিক তথা জনসাধারণ তাদের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশে, এমনকী কট্টরপন্থীদেরকেও সাময়িকভাবে সহ্য করার ঝুঁকি নিয়েছে। নরেন্দ্র মোদির মতো এমন একজনকে তারা তুলে এনেছে, যে কিনা শালীন ভাষায় কথা বলার প্রশিক্ষণটুকুও পেয়ে আসেনি। নির্বাচনের মাধ্যমে তাকেই বেছে নিয়ে ভারতবাসীরা পরিবারতন্ত্রের প্রতি বেশিরভাগ মানুষের ঘৃণার ঘনত্ব মেপে বিশ্ববাসীকে দেখাতে পেরেছে। এ যেন গণতন্ত্রের আবরণে পরিবারতন্ত্র চালানোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদের চেয়েও বেশি কিছু,- আজকের ভারত দর্শনে দেখা যাচ্ছে, পরিবারতান্ত্রিকতার মিশ্রণে নষ্ট যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রে, রাষ্ট্রের জনগণের চেপে রাখা পবিত্র আক্রোশের বহিঃপ্রকাশের বিশাল এক নিদর্শন।

-‘ওহে ব্যক্তি, জানিয়ে দাও তোমার বংশ-পরিচয় মুক্তমনে’--

বর্তমান বিশ্বে কাউকে যদি এভাবে বলা হয়, তবে ঐ ব্যক্তিও সসম্মানে প্রকাশ্যে শুনিয়ে যেতে বাধ্য, -‘আমার পরিচয় তো প্রকাশমান আমার কর্মে-আচরণে’--

দলে মতে পার্থক্যে সমতায় যা-ই হোক, স্বতন্ত্র ব্যক্তিত্ব নিয়ে সম্মানিত নরেন্দ্র মোদিও যে একজন ব্যক্তি, সম্ভবত বর্তমান গণতান্ত্রিক ভারতের মোদি তা’ জানে।



গণকরণিক : আখতার২৩৯

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.