নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

উগ্রপন্থির আত্মকথন

২০ শে মে, ২০১৪ রাত ৮:৩২

উগ্রপন্থির আত্মকথন

-------------------

মানবসন্তানদের মধ্যে আমরা যারা ফ্যাসাদ বা বিশৃঙ্খলা পছন্দ করি, তাদেরকে শান্তিধর্মী হওয়ার জন্যে আহ্বান করা ধার্মিকদের তেমনি দায়িত্বের মধ্যে পড়ে, যেমন দায়িত্ব ছিল সত্যসংবাদ বাহকদের উপর। কাউকে আক্রমণ বা অত্যাচার না-ক’রে কেবল নিদর্শন সমূহ দেখিয়ে দেখিয়ে যাওয়া বা ধর্মের বাণী প্রচার ক’রে ক’রে যাওয়াটুকুই জ্ঞানপ্রাপ্ত ধার্মিকদের কর্তব্য তথা ধর্মপালন।

শান্তিপূর্ণভাবে ধর্মপালনে কট্টরপন্থিরা কখনো বাধা দিলে ধার্মিকদের জন্যে তখন আত্মরক্ষা ক’রে চলা বা নিরাপদ দূরত্বে স’রে যাওয়ার নির্দেশ আছে ধর্মে। নিজেদের ধর্ম পালন করতে গিয়ে ধার্মিকেরা যদি বিশৃঙ্খলাকারীদের আঘাত পায়, ধার্মিকেরা তখন প্রতিঘাত করার অনুমোদন পেলেও তা’ মাত্রায় সীমিত,- কখনোই সমপরিমাণের চেয়ে বেশি নয়। ধর্মে কোনো নিরস্ত্র কিম্বা পরাজিত প্রতিপক্ষকে হত্যা করার বৈধতা যে নেই, ধার্মিকের আবরণের উগ্রপন্থিরা তা’ ভালোই জানে এবং চরম সতর্কতায় তারা ধার্মিকদেরকে এড়িয়েও চলে। ধার্মিকেরা নিজেদের পাপের প্রায়শ্চিত্ত এবং সংশোধনে ততটাই ব্যস্ত থাকে, যতটা থাকলে প’রে অন্যদের দোষ ঘাঁটাঘাঁটি করার সময় বা অবকাশ জোটে না তাদের জীবদ্দশায়। আর ঐ সুযোগটাই, আমরা যারা কট্টরপন্থি সন্ত্রাসজীবী, কাজে লাগাই উগ্রপন্থি বা অতিধার্মিকের আবরণে।



করণিক : আখতার২৩৯ রঙ্গপুর : ২০/০৫/২০১৪খ্রি:

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.