![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রসঙ্গ : গণতন্ত্র (দলান্ধদের জন্যে নিবেদিত করণিকা)
*****
‘সমাজ’ কেবল কিছু জড় বস্তুর সমষ্টি নয় জন্যেই পদার্থবিজ্ঞান বা গণিতের সূত্র মেনে মেনে কখনো সমাজ চলে না বা চলতে পারে না।
যেকোনো ভূখণ্ডে ‘নিষ্কৃয় জনগণের থাকা’ এবং ‘জনগণের না-থাকা’ সমান অর্থই বহন করে।
যেখানে জনগণ (people) আছে, কেবল সেখানেই গণতন্ত্র সংজ্ঞা অনুসারে চলতে পারে।
-----------------------------
‘যদি না-থাকে কোনো দল, -গণতন্ত্র অচল’- ধরণের কিছু শিশুতোষ ধারণা দলান্ধরা তাদের জ্ঞান-থলিতে ঢুকিয়ে নিয়ে, ঐ থলির মুখটা এমন শক্ত গিঁটে বেঁধে রেখেছে যে, ঐ গিঁট সহজে খোলা সম্ভব নয়।
‘আগামীতে জনসাধারণ কোন্ দলকে বেছে নিয়ে প্রতিনিধিত্বের দায়িত্বভার দেবে? অমুক দলকে না-কি তমুক দলকে?’ এমন প্রশ্ন দলোমুখাপেক্ষীদের মুখেই মানানসই। তাদের কেউ কেউ ফেইসবুকেও জরিপ চালানোর চেষ্টা করে এবং পোস্ট-পোস্টার দেয়।
এ ধরণের বালখিল্য তাদের পোষ্টগুলোর দুর্বলতা এখানেই যে, দলসর্বশ দলোগণ ছাড়াও তো অনেক কিছুই থাকতে পারে, অথচ সেগুলোকে তারা বিবেচনায় রাখতে পারে না।
যেমন, ‘স্বতন্ত্র’ বা ‘এক-এগারো’ বা ‘আত্মরক্ষা বাহিনী’ কিম্বা নাটোরের মতো চাঁদাখোর নিয়ন্ত্রণে কোনো ‘বাঁশি লাঠি রেডি’ মার্কা কিছু যে থাকতেও পারে এবং পছন্দকারী গণমালিকেরা সেগুলো থেকেও তো পছন্দ করতে পারে, এবং নির্বাচনের মাধ্যমে তাদেরকে বেছে নিয়ে তাদের ওপর প্রতিনিধির দায়িত্ব পালনের দায়ভার চাপিয়ে দিতে পারে,- দলান্ধরা কখনোই তা’ ভাবতেও পারে না তাদের চেতনা-থলির শক্ত গিঁট এবং জ্ঞানের অন্ধত্বের কারণে। ফলে, দলোগণের ‘দলোগণীয়’ জরিপকালে অনেক কিছুই দলান্ধদের গনণার বাইরেই থেকে যাওয়াটা অস্বাভাবিক নয়।
গণকরণিক : আখতার২৩৯ বাংলাদেশ : ০১/০৬/২০১৪খ্রি:
যেখানে বা যখন মুখের চাওয়াতেই প্রতারণা
উন্মত্ত প্রত্যাশার চিত্র
©somewhere in net ltd.