![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানা সম্পর্কিত গদ্য
-----------------------------
যখন থেকে জানলে সেটাকে জানা বলা হয়, মানুষ তখন থেকেই জানে। তার আগের জানাগুলো এবং না-জানাগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই।
মানুষ এমন কিছু জানে যা’ আমি জানি না।
প্রত্যেকে এমন কিছু বিশেষভাবে জানে যা’ অন্যেরা তেমনভাবে জানে না।
অবশ্যই, তারাই বেশি জানে যারা অন্যদের জানাগুলোকে এবং জানার ধরণগুলোকে গুরুত্ব দিয়ে দিয়ে জেনে নেয়।
নিশ্চয়ই যে-ব্যক্তি নিজের জানাটুকুকেই নির্ভুল জানা ভেবে নিয়ে বিভ্রান্তিতে ভুগে ভুগে নিজেই ঠকে, অন্যদের জানাগুলো থেকে সহজে সে কিছু জেনে নিতে পারে না, সত্যের কাছাকাছি সে যেতে পারে না। সহজাত অভ্যেসের বশেই সে তখন নিজের জানাটুকুকে মহাসত্য হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে দূর থেকে বাড়াবাড়ি তর্কে যুক্তির পর যুক্তি খাটিয়ে ব্যর্থ হয়ে অবশেষে ফিরে আসে আমার মতো কোনো অজ্ঞের কাছে।
---------------------------------------------------------------
দর্শক : আখতার২৩৯
©somewhere in net ltd.