নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

কালোত্তীর্ণ

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৩:২৩

কালোত্তীর্ণ
------------------
কাল-সম্পর্কিত নয় বা কাল-সাপেক্ষ নয় এমন কাল-নিরপেক্ষ চিরন্তন বা শাশ্বতিক ভাবনাগুলোর মতোই, আপাত-অক্ষয় বস্তু কিম্বা বাস্তবতাগুলোকে আমরা কালোত্তীর্ণ হিসেবে মেনে নিতে পারি।
সময়ের সাথে যা’ বদলায় না, আদি অবস্থাতেই থেকে যায়- এমন কিছুকেও কালোত্তীর্ণ বলা হয়ে থাকে। এ যেন সময়কে হারিয়ে কালজয়ী হয়ে থাকা এমন কিছু, কালপ্রবাহের ভিতরেও যার কোনো ক্ষয়-বৃদ্ধি বা রূপান্তর ঘটে না।
সময় বহিয়া যায়- সময়কে এড়িয়ে অথবা প্রবহমান সময় থেকে উপরে উঠে এসে অনড়ভাবে দাঁড়িয়ে থাকে যা’, সেটাই কালোত্তীর্ণ।
যা’ সর্বকালেই সমকালীন অর্থাৎ নিত্যসমকালীন, সেটাই কালোত্তীর্ণ। যেমন অতীতের সম-রূপ দর্শনে প্রতিদিনের নতুনত্বে আবর্তিত আজকের সূর্যটাকে কিম্বা বর্ষার বর্ষণকে কিম্বা মৌমাছির মৌচাক রচনাকে কালোত্তীর্ণ বলা যেতে পারে।
সময়কে যা’ ডিঙিয়েছে বা কালের প্রবাহে যা’ বিলুপ্ত বা বিকৃত হয়নি সেটাই কালোত্তীর্ণ।
যা’ অতীতের মতো বর্তমানেও সমান দুর্বোধ্য, সেটাও কালোত্তীর্ণ।
যেমন ছিল তেমনই আছে- এমন সব কিছুই কালোত্তীর্ণ।
ডাইনোসরেরা কালোত্তীর্ণ হ’তে পারেনি, যেমনটা পেরেছে তেলাপোকাগুলো।
যেগুলো এখন যেমন আছে আগামীতে তেমন-ই থাকবে, সেগুলোকেও কালোত্তীর্ণ বলতে পারি আমরা।
---------------------------------------------------------------
করণিক : আখতার২৩৯
কালোত্তীর্ণ

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ ভোর ৪:০১

হুমায়রা হারুন বলেছেন: চমৎকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.