![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্রীয় ক্ষমতার প্রদর্শন প্রসঙ্গে
--------------------------------------------
ক্ষমতা না-দেখানোটা জনসাধারণের অলসতা নয়, বরং বিশালত্বের মহানুভবতা।
ক্ষমতাবানেরা কখনো কোথাও তাদের ক্ষমতার প্রদর্শনে অবহেলা করলেও তাদের কোনো জবাবদিহিতা নেই। কিন্তু দায়িত্বপ্রাপ্তরা তাদের দায়িত্ব পালনে অবহেলা করলে অবশ্যই জবাবদিহি ক’রে যেতে বাধ্য।
যেকোনোভাবে দায়িত্বকে কূটকৌশলে ক্ষমতা হিসেবে দেখানো গেলে জবাবদিহিতার বিড়ম্বনা থেকে মুক্ত থাকা যায়। তাই, এমনকি, ক্ষমতাধারী জনসাধারণের উদাসীনতার সুযোগে, অথবা, জনগণের ভদ্রতাকে দুর্বলতা ভেবে, অনুগত দায়বদ্ধ অক্ষম জনপ্রতিনিধিরাও ক্ষমতাবান ভদ্র জনসাধারণের উপরে চড়াও হয়ে সাময়িক ক্ষমতাধারী সেজে থাকতে পারে। জবাবদিহিতাকে তারা এড়িয়ে যেতে পারে অজ্ঞদের অজ্ঞতার জোরে। সমসূত্রে নেমে আসা প্রবচন বা বচন এখানেও দ্রষ্টব্য--
*****
সিংহরা মিঁউ মিঁউ করে যেই বনে,
সেই বন মুখরিত
ভেজা-বেড়ালের গর্জনে।
যেখানে যোগ্যরা ভদ্র অতিশয়,
সেখানে সরলতার সুযোগে
অযোগ্যরা যোগ্যের উপর চড়াও হয়।
###############################################
দায়িত্বকে ক্ষমতা হিসেবে দেখা বা দেখানো, দায়িত্বকে ক্ষমতা বলা বা বলানো, কিম্বা অজ্ঞতার কারণে দায়িত্বকে ক্ষমতা ভাবছে যারা, তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করা- অবশ্যই জ্ঞানপাপীদের কাজ। নিঃসন্দেহে জ্ঞানপাপীগুলো মানব সমাজে বদমাশি ধান্দাজীবী চরিত্রের ধারক এবং বাহক।
-----------------------------------------------------------------
গণকরণিক : আখতার২৩৯
##### ১০/০১/২০১৮খ্রি:
গণতন্ত্রীয় ক্ষমতার প্রদর্শন প্রসঙ্গে
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: পড়লাম।