নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম, আমি নাসিম ফিরোজ। ভারতের পশ্চিম বঙ্গে (মুর্শিদাবাদ) জেলায় বসবাস করি বাংলা ভাষায় এহেন উদ্যোগ দেখে আমি একজন বাঙালি মুসলিম হিসাবে গর্বিত।

এন ফিরোজ

আসসালামু আলাইকুম, আমি নাসিম ফিরোজ। ভারতের পশ্চিম বঙ্গে (মুর্শিদাবাদ) জেলায় বসবাস করি বাংলা ভাষায় এহেন উদ্যোগ দেখে আমি একজন বাঙালি মুসলিম হিসাবে গর্ব বোধ করি।

এন ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

সকল ভারতীয় স্মার্ট ফোন ব্যাবহার কারিদের জন্য সুখবর । এখনি পেয়েজান ১০০০ টাকা এবং ভ্রমণে বেরিয়ে পড়ুন । (১০০% গ্যারেন্টি ) ।

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৯

আসসালামু অয়ালাইকুম ,

কেমন আছেন সবাই । আশা করি আল্লাহর রহামতে ভালোই আছেন । আজকে আমি এমন একটি মজার ট্রিক জার দারায় আপনি খুব সহজেই ১০০০ টাকা উপার্জন করতে পারবেন। এবং শেয়ার করে আপনি আপনার ব্যালেন্স বাড়াতে পারেন যা দিয়ে আপনি বাস, হোটেল ও ফ্লাইট বুকিং করতে পারেন । চলুন কিভাবে করবেন দেখে নেওয়া যাক ।



প্রয়জনিয় উপকরণঃ


এর জন্য আপনার কাছে থাকতে হবে একটি স্মার্ট ফোন ( অ্যান্ডরয়েড, উইন্ডোজ কিংবা আইপ্যাড ) এবং একটি goibibo অ্যাপস । আপনি সরাসরি আপনার ডিভাইসের অ্যাপস্টোর থেকে নামাতে পারেন বা বন্ধুদের কাছ থেকে অফলাইনে নিতে পারেন কোন সমস্যা নেই ।

অ্যান্ডরয়েড ব্যাবহার কারিরা এখানে ক্লিক করুন ।



পদ্ধতিঃ

প্রথমে আপনি অ্যাপসটি ইন্সটল করে ওপেন করুন । এবং স্ক্রিনে ভেসে আসা ডায়ালগ বক্স থেকে Sign Up অপসান টি বেছে নিন । তবে আপনি যদি কোন দায়ালগ বক্স না পান তাহলে ডানদিকের উপর মেনু অপশান থেকে My Account অপশানে ক্লিক করুন । নিচের ছবিটা দেখুন.........



এর পর Sign Up / Sign In এর ঘরে টাচ করুন ।



এবার Sign Up অপসানটি বেছে নিন।



এবার নিচের মতো একটি ফর্ম আসবে ।



ফর্মের উপরে নিজের First name Last name বসান ।

এর পরের ঘরে লিখুন 8CF43EA

এবার একটি Email দেন ( Email ভ্যালিড না হলেও চলবে ) ।

পরের বক্সে আপনার ফোন নম্বর দিন । এবং Sign UP এ কলিক করুন ।

এবার ম্যসেজের ফেরিভাই কোডটা বসান । একটু অপেক্ষা করুন কি ১০০০ টাকা পেয়ে গেলেন তো !!!!! ;););)



এই ভাবে অন্যজন কে শেয়ার করুন ও আরও ২০০ টাকা করে পান।



লিমিটেশনঃ

একটি ডিভাইসে মাত্র একবারই ব্যাবহার করা যাবে ।

অফার সীমিত সময়ের জন্য

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.