নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্নিল

বর্নিল › বিস্তারিত পোস্টঃ

বর্ণবাদ

২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৮

আমাদের বাসায় চার বছর বয়সী একটা ছেলে আছে।সম্পর্কে বাতিজা।।অারও দুইজন ছেলে অাছে তাদের বয়স একটু বেশি।।

একদিন কথোপকথনের ফাকে চার বছর বয়সী ছেলেটাকে জিজ্ঞেস করলাম।তারা দুইজন যদি ঝগড়া লাগে তুমি কার পক্ষে থাকবে।প্রতি উত্তরে অপেক্ষাকৃত ফর্সা ছেলেটাকে ইংগিত দিয়ে বলল।আমি তার পক্ষে থাকব।।কারন হিসেবে বলেছিল ও অন্য ছেলেটার মত কালো না।বিষয়টা আমাকে এখনো ভাবায়।

যে ছেলেটা বর্নবাদের ব অক্ষরটা মাত্র শিখেছে তার মাথায় এই চিন্তাটা এসেছে তবে কি বর্ণবাদ আমাদের অস্তিত্বে এসে গেছে।।বর্ণবাদ খুব তাড়াতাড়ি আমাদের মন থেকে বিদায় নিচ্ছে বলে মনে হয় না।।আইনের পাতা আর মন এখানে প্রচণ্ড সাংঘর্ষিক।

এখনও আমাদের সমাজে অসংখ্য মা আছে যিনি কিনা গর্ব করেই বলে আমার ছেলেকে ফর্সা মেয়ে ছাড়া বিয়ে করাব না।অথচ উনার ঘরেও কাল রঙ্গের একটা মেয়ে আছে।।

কালো রঙ্গের মেয়ে বন্ধুটিকে এড়িয়ে যাওয়া তো এখন ডাল ভাতই হয়ে গেছে।।বন্ধুমহলে ক্রমবর্ধমান প্রতিযোগিতা ফর্সা মেয়েটার জন্য।।যতই থাকুক ভাল মন।কাল মেয়েটাকে এড়িয়ে যাই।হাজার হোক কাল মেয়ে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.