![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা দীপনকে (ফয়সাল আরেফিন) হত্যা করেছে, তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি তাদের বিচার চাই না। তারা ভালো থাকুক। তাদের শুভবুদ্ধির উদয় হোক। জানি, বিচার চেয়ে কোনো প্রতিকার হবে না।’
এক রাশ হাহাকার।বিচার বিভাগের উপর থেকে মানুষের বিশ্বাস কতটুকু উঠে গেলে পুত্র সন্তানের মৃত মুখ দেখে একজন বাবা এই দাবি জানাতে পারে।।
২| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৪
বর্নিল বলেছেন: তাই মনে করি উনি ভাল সিদ্ধান্তই নিয়েছেন।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৫
আমি আবুলের বাপ বলেছেন: এত অসহায় হয়ে গেলাম,বিচারও চাইবো না?
৪| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৮
আমিই মিসির আলী বলেছেন: জ্ঞানীে মানুষের জ্ঞানী কথা। আরেফিন ভাইয়ের বিতর্কিত বিষয় নিয়ে বাড়াবাড়ি না করাই উচিত ছিলো।
৫| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:৩১
বর্নিল বলেছেন: অাসলেই ভাই
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৬
চাঁদগাজী বলেছেন:
সরকার বিচার না চাইলে, বাবা বিচার পাবে না; উনি শিক্ষিত মানুষ, তাই অকারণে মরীচিকার পেছনে দৌড়াতে চাচ্ছেেন না।