![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়েক মাস আগে বাবাকে হত্যার পর আত্বহত্যা করেছিল ছেলে।
গত তিনদিন অাগে ভালুকায় মেয়েকে হত্যার পর বাবার অাত্বহত্যা।।
পাবনায় দুই সন্তানের মুখে বিষ ঢেলে মায়ের অাত্বহত্যা।।
বিষয়গুলো উদ্বেগজনক।ছোঁয়াচে হয়ে দাঁড়াচ্ছে সব কিছু অামাদের জন্য।মিডিয়া নির্দোষ বলব না।এরকম স্পর্শকাতর বিষয় ফলাও করে প্রচারের পক্ষে অামি নই।
এগুলো এতদিন কারা করত?বন্দুকধারীরা গুলি করে অাত্বহত্যার সংস্কৃতি অামেরিকানদের কাছেই দেখেছি।।
বাস্তবতা এখন অামাদের অাকড়ে ধরছে।এতদিন শুধু পশ্চিমা সংস্কৃতি অার পোশাককেই ফলো করতাম।অাজকাল দেখি হত্যা ও করছি।।
অামি উদ্বিগ্ন এই জাতিকে নিয়ে।প্রচন্ড উদ্বিগ্ন.....
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০১
চাঁদগাজী বলেছেন:
এগুলো অর্থনৈতিক সমস্যার ফলাফল।
মানুষের অর্থনীতি দখল করেছে ফেলেছে সামান্য কিছু লোক, বাকীদের জন্য জীবন দুর্বিসহ হয়ে গেছে।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আমরা আসলে কোন দিকে যাচ্ছে....সেটাই এখন প্রশ্ন!! :-)
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৩
বর্নিল বলেছেন: বেশ ভাল বলেছেন।।সহমত রইল।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৩
বর্নিল বলেছেন: আসলেই তাই ঘটছে চার পাশে।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩২
বিজন রয় বলেছেন: ভুল পথে।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৩
বর্নিল বলেছেন: বলা যায়।।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভোগবাদ আর পূজিবাদের বিষফল!
আমাদের হাজার বছরের সংষ্কৃতি বদলে গেছে হঠাৎ পূজিবাদের ঝড়ে! এখন কেবলই চাই চাই চাই
জীবনের সাফল্যরে মাপকাঠি শুধু টাকায়। জীবন মূল্যবোধ, সহমর্মীতা, শ্রদ্ধা, সহযোগীতা সবই এখন পণ্যে পরিণত!
মুক্তবাজার অর্থনীতি বৈধ অবৈধ অর্থের জোয়ার দিয়েছে বটে - কেড়ে নিচ্ছে হাজার বছরের ঐতিহ্য। সুস্থতা, শান্তি সূখের সংগা! বদলে দিচ্ছে নীতি, নৈতিকতা, সুস্থতার মাপকাঠি।
এখনও নিয়ন্ত্রন করা না হলে, শিকড়ে না ফিরে গেলে সামনে ভয়াবহ বিপর্যয় আসন্ন।