নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্নিল

বর্নিল › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা

০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:২৭

জীবন কখনই উপভোগ্য ছিল না।এটা থেকে গেছে আমার কাছে শিক্ষণীয় হিসেবে।।চলার পথে,আড্ডার টেবিল,খেলার মাঠ,খাওয়ার টেবিল,টিভির পর্দায়,প্রিয় সিনেমা হলের সিনেমা শো তে,বাবার মুখ,ভাইয়ের শাসন,মায়ের স্নেহ,বোনের অাদর, পড়ার টেবিল,প্রেমিকার দুশ্চিন্তাগ্রস্ত মুখ থেকে শুরু করে ভার্চুয়াল লাইফ পর্যন্ত জীবনের প্রত্যেকটা ধাপে অামি এখন পর্যন্ত কিছুই উপভোগ করে যেতে পারি নি।।
...
অামি শুধুমাত্র শিখে গেছি।অামি শিখেছি কিভাবে চলতে হয়, বাচতে হয়,ক্রমবর্ধমান বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে হয় অামি ক্রমশই শিখে যাচ্ছি।।
..
বিস্ময়কর পৃথীবিতে অামি শুধু শিখেই যেতে চাই।। দিয়ে যাব পরবর্তী প্রজন্মকে একটা শিক্ষা।।যেখানে প্রত্যেকটা সমাজ মাথা তুলে দাড়াবে, হাত বাড়াবে প্রত্যেকটা প্রয়োজনে।।অামি বদলে যাওয়ার কোন ইচ্ছে দেখি না।যতটা পারি বদলাব। পারলে একটা কুকুরকেও যদি বদলাতে হয় বদলাব।।।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:৫৯

সুমন কর বলেছেন: জীবন থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষে যেতে হয় !!

২| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৯:০০

দর্শনপ্রিয়কার্তিকেয় বলেছেন: আপনার বদলানোর সফল হোক!!!

৩| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:০১

টরপিড বলেছেন: আমার মনে হয়না শিক্ষা উপভোগের জন্য বাধা, বরং শিক্ষাকেই উপভোগ করা যায়।

৪| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:০৬

বর্নিল বলেছেন: আশা রাখলাম

৫| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:০৭

বর্নিল বলেছেন: উপভোগটা আসে না।

৬| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮

বিজন রয় বলেছেন: সত্যি হোক।

৭| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:২১

বর্নিল বলেছেন: হুম দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.