নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনাকে এখনও ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ মানেন ট্রাম্প?

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০৯


ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা এখনও “বাংলাদেশের প্রধানমন্ত্রী”, সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া একথা মিথ্যা। শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের কোনও মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। বিষয়টির সত্যতা যাচাই করে বুধবার (২০ নভেম্বর) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বার্তাসংস্থাটি বলেছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প ‘শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’ বলেছেন বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। কিন্তু আদতে ওই সাক্ষাৎকারে এমন কোনও কথাই বলেননি তিনি। এমনকি বাংলাদেশ প্রসঙ্গেও ওই সাক্ষাৎকারে কোনও মন্তব্য করেননি আগামী জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ট্রাম্প। গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সরকারকে উৎখাতের কয়েক মাস পর সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে মিথ্যা দাবি করা হয়েছে, “যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন, ‘যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি, তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’।”মূলত শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি বলে সম্প্রতি স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বাংলাদেশের রাষ্ট্রপতি উল্লেখ করার পর হাসিনার পদত্যাগ ‘অবৈধ হওয়ার’ ইস্যুটি সামনে আসে।

এএফপির প্রতিবেদনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে গত ৯ নভেম্বর বাংলা ভাষায় দেওয়া একটি পোস্টের কথা উল্লেখ করা হয়েছে। ওই পোস্টে লেখা হয়েছে, “পিবিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন— শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন তিনি। বাংলাদেশ সরকারের অবৈধ দখলদারদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘যারা বলছেন— শেখ হাসিনা পালিয়ে গেছেন, তারা আমাকে পদত্যাগপত্রটি দেখান’।”

ফেসবুকের সেই পোস্টের সঙ্গে একটি ছবিও যুক্ত করা হয়েছে। ওই ছবিতে পিবিডি পডকাস্টের উপস্থাপক প্যাট্রিক বেট-ডেভিডের সঙ্গে বসে ট্রাম্পকে কথা বলতে দেখা যাচ্ছে। ছবির ওপর বাংলায় লেখা, “আমি মনে করি হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী : ট্রাম্প”। একই ধরনের দাবি করে ফেসবুকে আরও অনেক পোস্ট দেওয়া হয়েছে।

বার্তাসংস্থা এএফপি বলেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি বলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্থানীয় একটি সংবাদমাধ্যমের কাছে মন্তব্য করার পরই শেখ হাসিনাকে নিয়ে ট্রাম্পের নামে সোশ্যাল মিডিয়ায় একথা ছড়ায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান। সেদিনই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ঘোষণা দেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। অবশ্য শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি দেখেননি বলে রাষ্ট্রপতির মন্তব্যের পর ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে তার বাসভবনের সামনে অবস্থান নেন অনেক বিক্ষোভকারী। শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনুগত হওয়ার অভিযোগ তুলে সেসময় বিক্ষোভকারীরা বলেছিলেন, রাষ্ট্রপতি পদে থাকার অধিকার নেই মো. সাহাবুদ্দিনের।

ডোনাল্ড ট্রাম্প মূলত পিবিডি পডকাস্টকে দেওয়া সেই সাক্ষাৎকারে বাংলাদেশ ও বাংলাদেশি নেতৃত্ব বা হাসিনার পদত্যাগ নিয়ে কোনও কথাই উল্লেখ করেননি। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। আর এর আগেই গত ১৭ অক্টোবর ট্রাম্পের ওই সাক্ষাৎকারটি পিবিডি পডকাস্ট নামের একটি ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ভিডিওটির শিরোনাম ছিল “ডোনাল্ড ট্রাম্প গেটস ইমোশোনাল-স্পিকস অন ট্যারিফস, ওবামা অ্যান্ড ইরান”। প্রায় দেড় ঘণ্টার ওই ভিডিওতে শেখ হাসিনা বা বাংলাদেশ নিয়ে কোনও কথাই বলেননি ট্রাম্প। এছাড়া ট্রাম্পের ওই সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল সংবাদমাধ্যম এবিসি নিউজ। সেখানেও বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কথা বলার কোনও প্রমাণ মেলেনি।

সকালের সময়

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ট্রাম্প পাগলাটে হলেও তাকে এ ধরনের কথা বলার মতো ইম্ম্যাচিউর ভাবার কোনো কারণ দেখি না। রাষ্ট্র ক্ষমতা ছেড়ে কেউ দেশ থেকে পালিয়ে গেলে তার পদত্যাগের প্রশ্নই অবান্তর হয়ে পড়ে।

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:২২

সৈয়দ কুতুব বলেছেন: গুজব লীগ এসব গুজব ছড়িয়ে মানুষ কে ভয় দেখাতে চায়।

২| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১২

আদিত্য ০১ বলেছেন: যে পেইজ থেকে শেয়ার করেছে, ঐটা ফেইক পেইজ, আর ট্রাম্প কেন বলবে সে তো এখনও ক্ষমতায় বসার ১ মাস বাকি আছে, এগুলা ভুয়া নিউজ শেয়ার সব রাকজনৈতিক দলের ফেইক পেইজ থেকে ছড়ায়, তবে এগুলা ছড়ানোর শুরুতে বুঝায় যায়।

তবে ট্রাম্প কাক্কু আসাতে ইউনুস কাক্কুর ঝামেলা হবে, হিলারি ক্লিন্টনের নির্বাচনে অর্থায়ন করেছে ইউনুস কাক্কু এইটা ১০০% সঠিক,পররাষ্ট্র সম্পর্ক ভালো কোন দিন হবে যত কিছুই হোক, যেমনটা হয়েছে বাইডেন প্রশাসনের সাথে আওয়ামীলীগের

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:২০

সৈয়দ কুতুব বলেছেন: কিছুই হবে না। ড. ইউনূস আমেরিকার সাথে কাজ করতে চান। রিপাবলিকান দের মধ্যে উনার বন্ধু আছে। সব কিছু আস্তে আস্তে ম্যানেজ হয়ে যাচ্ছে জনাব। ছাত্রদের সাউন্ড আগের চেয়ে কমে গেছে। সমঝোতা হয়ে গেছে মেবি। আমাদের দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হবে।

৩| ২২ শে নভেম্বর, ২০২৪ রাত ১:০৩

নান্দাইলের ইউনুছ বলেছেন:

ডোনাল্ড

ট্রাম্পকে


অত ভোদাই

ভাবার

কারণ


নাই

২২ শে নভেম্বর, ২০২৪ রাত ১:১৬

সৈয়দ কুতুব বলেছেন: আপনার মিতা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চায়!

৪| ২২ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৩৯

আনু মোল্লাহ বলেছেন: এসব বানোয়াট বলে কয়ে গুজবলীগ আমাদের চাপে রাখতে চায়।

২২ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৫১

সৈয়দ কুতুব বলেছেন: পাবলিক এখন এসব বুঝে!

৫| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:০১

শ্রাবণধারা বলেছেন:

এই বদমাইশটাকে মনে আছে? বলেছিল, "মাইর হবে"! এদের শাস্তির ব্যবস্থা না হওয়াতেই এই ভুয়া খবরগুলো বাজারে ছড়াচ্ছে।

২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৬

সৈয়দ কুতুব বলেছেন: ফিনিক্স পাখি?

৬| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:১২

অগ্নিবেশ বলেছেন: সহীহ মুসলিম (হাদীস একাডেমী)
৩৩। জিহাদ ও সফর
পরিচ্ছেদঃ ৫. যুদ্ধের মধ্যে শক্রকে ধোঁকা দেয়ার বৈধতা
হাদিস একাডেমি নাম্বারঃ ৪৪৩১, আন্তর্জাতিক নাম্বারঃ ১৭৩৯
৪৪৩১-(১৭/১৭৩৯) আলী ইবনু হুজুর সাদী, আমর আন্‌ নাকিদ ও যুহায়র ইবনু হারব (রহঃ) ….. জাবির (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যুদ্ধ কৌশল ও ছলনারই নাম। (ইসলামিক ফাউন্ডেশন ৪৩৮৯, ইসলামিক সেন্টার ৪৩৮৯)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ)

২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৯

সৈয়দ কুতুব বলেছেন: এই হাদীস অনেক ভাবে ব্যাখ্যা করা যায়। যুদ্ধ হতে হবে ন্যায়ের জন্য, ক্ষমতা দখল ও দেশকে অস্থিতিশীল করার জন্য নয়। সমস্যা এখানেই।

৭| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:১৩

অগ্নিবেশ বলেছেন: উন্মতদের কাছ থেকে আর কিইবা আশা করা যায়?

২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩১

সৈয়দ কুতুব বলেছেন: স্বীয় স্বার্থের জন্য কেউ যদি কোনো মুসলিম কে হত্যা করে তবে সে অপরাধী। এখানে দুই পক্ষ অপরাধী।

৮| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩০

অগ্নিবেশ বলেছেন: কুতুব ভাই, এই হাদিস ভিন্নভাবে কেন ব্যাখ্যা করবেন? নবী, সাহাবী, তাবেতাইনগন যাহা বুঝেছে তাহাই ইসলাম। আপনি বা আমি ব্যাক্ষা করার কে? একেক জন একেক ভাবে ব্যাক্ষা করার সুযোগ পেলে ইসলাম টিকবে কি করে? আসল ব্যাক্ষা ছেড়ে উদার ব্যাক্ষা করলে সহি মুসলমানেরা আপনাদের ছাড়বে কেন?

২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: যারা ধর্মের নামে স্বৈরাচার কায়েম করে এরা সহি মুসলিম নয়। ধন্যবাদ।

৯| ২২ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৩

অগ্নিবেশ বলেছেন: কুতুব ভাই, স্বৈরাচার কাকে বলে? হাদিস বিডি থেকে এই হাদিস টি দিলাম, আপনার ইমান দুর্বল হয়ে যাবে।
আপনার কাছে দেখি বি ব্যাক্ষা আছে??

https://www.hadithbd.com/hadith/link/?id=31757
পরিচ্ছেদঃ ৮৯/৩. জোর করে কাউকে দিয়ে তার নিজের সম্পদ বা অপরের সম্পদ বিক্রয় করানো।

৬৯৪৪. আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা মসজিদে ছিলাম। হঠাৎ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বেরিয়ে এসে বললেনঃ তোমরা ইয়াহূদীদের কাছে চল। আমি তাঁর সঙ্গে বের হয়ে গেলাম এবং বায়তুল-মিদ্রাস নামক শিক্ষাকেন্দ্রে গিয়ে পৌঁছলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাদেরকে উদ্দেশ্য করে বললেনঃ হে ইয়াহূদী সম্প্রদায়! তোমরা মুসলিম হয়ে যাও, নিরাপদ থাকবে। তারা বলল, হে আবুল কাসিম! আপনি (আপনার দায়িত্ব) পৌঁছে দিয়েছেন। তিনি বললেনঃ এটাই আমি চাই। তারপর দ্বিতীয়বার কথাটি বললেন। তারা বলল, হে আবুল কাসিম! আপনি পৌঁছে দিয়েছেন। এরপর তিনি তৃতীয়বার তা আবার বললেন। আর বললেনঃ তোমরা জেনে রেখো যে, যমীন কেবল আল্লাহ্ ও তাঁর রাসূলের। আমি তোমাদেরকে দেশান্তর করতে মনস্থ করেছি। তাই তোমাদের যার অস্থাবর সম্পত্তি রয়েছে, তা যেন সে বিক্রি করে ফেলে। তা না হলে জেনে রেখো, যমীন কেবল আল্লাহ্ ও তাঁর রাসূলের।[1] [৩১৬৭; মুসলিম ৩২/২০, হাঃ ১৭৬৫, আহমাদ ৯৮৩৩] (আধুনিক প্রকাশনী- ৬৪৬২, ইসলামিক ফাউন্ডেশন- ৬৪৭৫)

২২ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: মুহাম্মদ সা মৃত্যুর অনেক বছর পর এসব হাদীস লেখা হয়েছে। কোরআন থেকে এমন কোন নির্দেশ দেয়া হয়েছে নবী কে দেখান পারলে! যারা হাদীস লিখেছেন তারা অমুক তমুকের কাছ থেকে শুনে লিখেছেন। তাই প্রকৃত ঘটনা আড়ালে রয়ে গেছে। আমি কোন ধর্মীয় আলোচনা কর‍তে চাই না আপনার সাথে। আমার ব্লগের নিক নেইম লিখে সার্চ দেন এবং আমার ব্লগের লেখা পড়েন। তাহলে বুঝবেন আমার মনোভাব কেমন। ধন্যবাদ।

১০| ২২ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩৪

অগ্নিবেশ বলেছেন: কুতুব ভাই, আপনি খুবই সদয় নির্ভেজাল মানুষ, আপনার লেখা পড়ি, ভালো লাগে। তবে সমস্যার মুলে আপনারা যেতে চান না।

২২ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: আমি সমস্যার মূলে যেতে চাই কিন্তু প্রতিদিন যে ভাবে ফেইক ব্লগ আইডি খোলা হয় ওয়াচ করার জন্য তাই সব কিছু লিখি না। ব্লগার সোনাগাজীর সাথে কিছু কমেন্টে আলোচনা করতাম। সবাই এসব আলোচনার জন্য প্রস্তুত নয়। আমার অভিজ্ঞতা শুনলে আপনি আতংকিত অনুভব করবেন। মোটামুটি সব টাইপের দলের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে। কিন্তু এখন এসব লেখার উপযুক্ত সময় নয়।

১১| ২৩ শে নভেম্বর, ২০২৪ ভোর ৬:৫৪

নান্দাইলের ইউনুছ বলেছেন: বাংলাদেশের রাজনীতির ২ টি ধারা।


১। আলীগ
২। আলীগ বিরোধী ধারা।

আলীগ ব্যতীত বাকি সব দল আলীগ বিরোধী ভূমিকা নেয়।
আজ পর্যন্ত কোন দল কি বিএনপির বিরোধী হয়েছে?

২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: নিবেও না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.