নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

.com দখলদার: ডিজিটাল যুগের নতুন দখলনীতি”

১৪ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩০


এক সময় .com ছিল মুক্ত চিন্তার এক উন্মুক্ত প্রান্তর। সেখানে প্রত্যেকে নিজের ভাবনা ভাগ করত, পাঠকরা যুক্ত হতো বিতর্কে, আর নতুন লেখকেরা সাহস পেতো কলম ধরতে। কিন্তু এখন সেই সুন্দর জায়গাটা ধীরে ধীরে পরিণত হয়েছে এক প্রকার garbage dump-এ।

প্রতিদিন দেখা যায়, এক-দুইজন অতি সক্রিয় ব্লগার এসে একের পর এক পোস্ট ফেলতে থাকেন। সকালে চা খেয়ে একটা, দুপুরে আরেকটা, বিকেলে তৃতীয়টা, রাতের খাবারের পর চতুর্থটা। ফলাফল, প্রথম পাতার গোটা জায়গাটাই তাদের দখলে চলে যায়। অন্যদের ভাবনার ফসল, সেগুলো তলিয়ে যায় দ্বিতীয় পাতার অন্ধকারে।

এই দখলদাররা কেউ কেউ গর্বের সঙ্গে বলেন, “আমি তো নিয়ম মেনে লিখছি, কেউ তো বাঁধা দেয়নি।” কিন্তু প্রশ্ন হলো, সবকিছু নিয়মসিদ্ধ হলেই কি তা ন্যায়সিদ্ধ হয়? রাস্তা খালি থাকলেই কি সেখানে নিজের খাট বসিয়ে থাকা যায়? নদী খালি দেখলেই কি সেখানে বাড়ি বানানো যায়? যখন কেউ ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি দিনে পাঁচটা পোস্ট দেয়, তখন তিনি শুধু লেখনি না, তিনি জায়গা দখল করছেন ; অন্যের পাঠকপ্রাপ্তির অধিকার দখল করছেন ।

সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, এই দখলদার ব্লগাররা নিজেরাও টের পান না যে তাঁরা আসলে চিন্তার বৈচিত্র্যকে হত্যা করছেন।একটা প্ল্যাটফর্ম তখনই প্রাণবন্ত থাকে, যখন সেখানে একাধিক দৃষ্টিভঙ্গি আলো পায়। কিন্তু প্রতিদিন একই দুই-তিনজনের মুখ, একই ধরণের বিষয়, একই টোন এসব মিলিয়ে ব্লগটা পরিণত হচ্ছে একঘেয়ে, নিরস, যান্ত্রিক এক মঞ্চে। ফলে, পাঠক হারিয়ে যাচ্ছে। নতুন লেখক আসছে না। ব্লগের মান নামছে। আর প্রথম পাতাটা হয়ে যাচ্ছে একধরনের ডিজিটাল ময়লার স্তূপ যেখানে অনেক লেখা আছে, কিন্তু খুব অল্প চিন্তা।

অন্যদিকে, যারা মন দিয়ে লেখেন, তারা হতাশ হয়ে পড়েন। কেউ কেউ বলেন, “লিখে কী লাভ? পোস্ট করলেই তো পরের ঘন্টায় দ্বিতীয় পাতায় চলে যায়।”এই হতাশাই ধীরে ধীরে ব্লগের প্রাণশক্তি শুকিয়ে দিচ্ছে। লেখকদেরও আত্মসমালোচনা শেখা উচিত। লিখা মানে শুধুই পোস্ট নয়, এটা একধরনের সামাজিক দায়িত্ব। প্রতিটি লেখা পাঠকের সময় খায়, চিন্তাকে দখল করে, তাই সেটা দেওয়ার আগে ভাবা উচিত : এটা সত্যিই দেওয়ার মতো কিছু কি ? এভাবে ধীরে ধীরে .com হয়ে উঠছে Garbage.com : যেখানে শব্দ আছে, কিন্তু ভাব নেই; গতি আছে, কিন্তু গভীরতা নেই।




মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪২

জেনারেশন একাত্তর বলেছেন:



প্রতারক সত্যপথিক ছাড়া আর কেহ কি দৈনিক একাধিক পোষ্ট দিচ্ছে? যারা সত্যপথিকের মিথ্যা ধরতে পারে না, তারা উহাকে উৎসাহিত করছে।

২| ১৪ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





'থাপ্পড়' নামক শব্দটি অনেক দিন ব্যবহার করি নাই।

৩| ১৪ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৭

কলিমুদ্দি দফাদার বলেছেন:

ব্লগের নতুন স্লোগান হওয়া উচিত "দুটির বেশি পোষ্ট নয়, একটি হলে আরো ভাল"।

৪| ১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:০৭

কামাল১৮ বলেছেন: মুক্তচিন্তা বিষয়টা কি?

৫| ১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:২৭

লুধুয়া বলেছেন: সত্যপথিক@ বাবুজান তুমি delusion ofgrandiosity তে সাফার করস।তারাতাড়ি ঠিক হয়ে যাও।

৬| ১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৭

গন্ধহীন বেলী ফুল বলেছেন:




@লুধুয়া, তুমি কার লেজ?

৭| ১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




লুধুয়া তাহলে লেজ!!!!! হাঁ, হাঁ, হাঁ!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.