নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি আমরা নিজেরা বদলে যাই,\nতবেই আমাদের সমাজ বদলাবে।

লাল মাহমুদ

লাল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

নতুন যত মারণাস্ত্র ( MOAB, FOAB, জিরকন, সারিন গ্যাস এবং টমাহক) এদের কিছু তথ্য,,,, পর্ব - ০৫(শেষ)

০২ রা জুন, ২০১৭ রাত ১২:৩৩

"নতুন যত মারণাস্ত্র" ধারাবাহিকটি " টমাহক ক্ষেপণাস্ত্র "র কিছু তথ্য জানিয়েই শেষ করব। ৪ এপ্রিল ২০১৭ রাসায়নিক হামলার জবাবে ৫ এপ্রিল ২০১৭ আসাদের বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। নির্দেশ মোতাবেক ৬ এপ্রিল ২০১৭ সিরীয় সরকারের শায়রাত বিমান ঘাটি লক্ষ্য করে ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থিত দুটি মার্কিন নৌ ঘাটি থেকে ৭০ টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ব্যবহার করা হয় 'টমাহক' ক্ষেপণাস্ত্র।

"টমাহক ক্ষেপণাস্ত্র "

টমাহক হলো মধ্যম পাল্লার এক ধরনের ক্ষেপণাস্ত্র, যা সাবমেরিন বা যুদ্ধ জাহাজ থেকে ছোড়া যায়। সাধারনত শত্রুর যোগাযোগ ব্যবস্থা ও বিমান ধ্বংসের কাজে ব্যবহৃত এ ক্ষেপণাস্ত্র ৮০০ মাইল বা ১২৫০ কিমি থেকে ১৫০০ মাইল বা ২৫০০ কিমির মধ্যে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এটি। ১৯৯১ সালে ইরাকের বিরোদ্ধে অপারেশন ডেজার্ড স্ট্রমে প্রথম এর ব্যবহার করা হয়। ১৯৯৯ সালে যখন ক্ষেপণাস্ত্র টি বাজারে বিক্রি শুরু করে যুক্তরাষ্ট্র তখন এর দাম নির্ধারন করা হয় ৫,৬৯,০০০ মার্কিন ডলার। বর্তমানে প্রতিটি টমাহক ক্ষেপণাস্ত্রের দাম ৮৩২০০০ মার্কিন ডলার বলে জানা গেছে

ওজন: ১৪৫০ কেজি

আওতা: ১১০০ কিমি

গতিবেগ: ঘন্টায় ৫৫০ মাইল বা ৮৮০ কিমি

দৈর্ঘ্য : উৎক্ষেপক ছাড়া ১৮.৪ ফুট এবং উৎক্ষেপক সহ ২০.৫ ফুট

পাল্লা: ১২৫০ -২৫০০ কিমি

ডায়ামিটার: ২০ ইঞ্চি

পাখার বিস্তার: ৮.৭ ফুট

১০০০ পাউন্ড পর্যন্ত বিস্ফোরক ওয়ারহেড বহনে সক্ষম।

বিস্তারিত জানতে: Click This Link)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৭ রাত ১:২৮

সচেতনহ্যাপী বলেছেন: জেনে গেলাম পোষ্টটটি থেকে।।।

২| ০২ রা জুন, ২০১৭ ভোর ৪:৩৩

লাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ,,,, শুভেচ্ছা রইল,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.