![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহিলাদের বেলেল্লাপনা এবং উগ্র পোশাক নিয়ে যদি ইসলাম কিছু বলে তাহলে মৌলবাদ হয়, যখন হিন্দু ধর্মের রীতিনিতি পালনে মুসলিমদের (ধর্মীয় বিধানে হারাম) বারন করা হলে তা মৌলবাদ বা সাম্প্রদায়িক হয়। আর ভিন্নধর্মী কেউ ইসলাম ধর্ম এবং নবী সাঃ কে কটুক্তি করলে সে অসাম্প্রদায়িক এবং মুক্তমনার পরিচয় দিবে, তা আমার বোধগোম্য নয়। তার মানে কি শুধু ইসলামের বিরুদ্ধে থাকাই হচ্ছে অসাম্প্রদায়িকতা? সরকার কেন এইসব ব্লগারদের এই ধরনের স্পর্শকাতর বিষয়ে কটুক্তির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহন করে না ? তাহলেই তো এই ধরনের জীহাদের নামে নোংরা হানাহানি বন্ধ হয়।
২| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৮
চাঁদগাজী বলেছেন:
এক সময় মহিলারা লেংটা থাকতেন।
মহিলারা এখন সমাজের সংস্কৃতি অনুসারে কাপড় পরেন; কার কি সমস্যা ?
৩| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৮
বিলোয় বলেছেন: চাঁদগাজির সমস্যাটা কি? উনি চানটা কি?
৪| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১:০৯
নিসাব বলেছেন: এই কথাই তো কেউ বুঝেও বুঝে না!!
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:১০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওরা চায় অজ্ঞরা মারামারি করুক, এতে তাদের লাভ হয়। ভোট বেশি মিলে।