নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিও সোহেল

লিও সোহেল › বিস্তারিত পোস্টঃ

চরিত্রহীন ভাইয়ের চরিত্র ফুলের মত পবিত্র

২৯ শে মার্চ, ২০১৫ রাত ২:১১

আসিতেছে ঢাকা ও চট্রগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৫। ইতিমধ্যেই ভাইয়েরা (প্রার্থীরা) ফরয গোসল করিয়া পাক পবিত্র হইয়া নিচ্ছেন। কেহ কেহ আবার সোনা রুপার পানি এবং অন্যান্য প্রক্রিয়ায় অস্থায়িভাবে পাক পবিত্র হওয়ার চেষ্টা করিতেছেন ।

বিশ্বের বসবাসের অনুপযোগী শহরের তালিকায় ঢাকা দ্বিতিয় স্থানে, খুবই গর্বের বিষয়, এই নির্বাচনের পর হয়তো আমরা প্রথম স্থানটি ছিনিয়া আ্নিবো। আমাদের প্রার্থিরা মশার ঔষধ, রাস্তা তৈরির বিটুমিন বিক্রয় করিয়া বিলাসবহুল গাড়ি কিনিয়া নগরীতে আনিবেন আভিজাত্যের ছোয়া। আর আমরা ভগ্ন নগ্ন রাস্তায় হাটিতে হাটিতে প্রার্থিদের পুরাতন নির্বাচনী পোস্টার দেখিতে দেখিতে কর্মস্থলে যাইবো আর কহিবো, আহা কি চমৎকার ছিলো নির্বাচনী বায়োস্কোপ ! ভাইয়েরা(প্রার্থিরা) তখন আমাদিগকে পুছিবেও না।

অনেক সাধনার পর সরকার নির্বাচন ডাকিয়াছেন, অনেক মান অভিমানের পর বিরোধী দল নির্বাচনে অংশগ্রহনও করিতেছেন। আর আমরা জনগন খুবই আপ্লুতভাবে অনুগত ভৃত্যের ন্যায় সকালে উঠিয়া মনে মনে বলিয়া ভোট দিতে যাইবো। ভোট ওই প্রার্থীকেই দিবো যে আশ্বাস দেয়েছেন যে, জয়ী হইলে ল্যাম্পপোস্টটি (তারখাম্বা) আমার ঘরেই স্থাপন করিবেন, স্যুয়ারেজের লাইন রাস্তার উপর দিয়া লুইস স্যুয়ারেজের মতো ছুটিবে, আর প্রতিটি রাস্তার উপর বহুমুখী বাঁশের সাঁকো নির্মান করিয়া জোড়াসাঁকো পর্যন্ত লইয়া যাইবেন, মশার কামড়ে সদা রাখিবেন বিজিবি এর মতো সজাগ, দেশের সম্পদ বেওয়ারিশ ব্ল্যাক বেঙ্গল কুত্তা নিধন না করিয়া পালনের জন্য প্রতিটি ঘরে ঘরে দিবেন।

হ্যা অবশ্যই মনে রাখিবেন ভাইদের (প্রার্থীদের) চরিত্র ফুলের মত পবিত্র। ধুতরা গাছে কি আর গোলাপ ফুল ফোটে ???

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৩:৩১

চাঁদগাজী বলেছেন:


মাফিয়ারা ভোটে দাঁড়াবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.