নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তুমি ভালবাসা

আমি তুমি ভালবাসা › বিস্তারিত পোস্টঃ

সমালোচনা মানে গীবত নয় সবসময়

২১ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৬

ফেইসবুক-
প্রথম দিককার কথা যখন ফেইসবুক নামের কিছু একটা বাজারে এসেছে।বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কথা ছড়িয়েছিল। যার যেমন প্রতিভা তিনি তার সম্পূর্ণ প্রয়োগ করেছেন এই ব্যাপারে। যাই হোক,কিছুদিন যাবার পর সবার অনেক কৌতূহলের অবসান ঘটিয়ে জানা গেল এটা তেমন কিছুই না শুধু মাত্র একটা ওয়েব সাইট যেখানে নিজের যে কোন লেখা প্রকাশ করা যায়।যেহেতু তখন ফেইসবুক ছিল একেবারেই নতুন তাই বেশীরভাগই জানতেন না এটা কিভাবে ব্যাবহার করতে হয়।ইন্টারনেটে নিজের লেখা প্রকাশ হবে পৃথিবীর সব মানুষ দেখবে! কত্ত বড় কথারে বাব্বা এইটা!
কিছুদিন পর লোকে এর ব্যবহার খুব ভাল করেই আয়ত্য করল যাদের মধ্যে ৯০ ভাগই ছিল তরুণরা এবং সবাই এর সুন্দর একটা নামও দিয়ে দিল সোশ্যাল মিডিয়া।এটা শুধু বন্ধু বান্ধব আর পরিবারের সাথে যোগাযোগ করার জন্য ব্যববার হবে; ফ্রেন্ডস এন্ড ফেমিলি।
এর ব্যবহার চলতেই থাকল খুব করে,নেশার মত এর ব্যবহার বাড়ল। এর আরেক নাম দিল লোকেরা,"টাইম পাস"।ঐ ছেলেটা প্রেমের প্রস্তাব দিয়ে দিল ঐ মেয়েটাকে যে মেয়েকে দেখলে ভয়ে সামনে যেতে পারত না হার্টবিট বেড়ে যেত হাত কাপত আর ফেইসবুকে তাকে ইনবক্সে প্রিভেটে বলে দিল "তুমি দেখতে খুব সুন্দর,তোমার হাসিটা ঠিক চাঁদের মত" !-রিকু দিল বন্ধু হবার জন্য,কত মেয়ের বুক ফাটে তো মুখ ফোটে না তাকে ফুটাই দিল ফেইসবুক,সফল প্রেম,ডেটিং তারপর বিয়ে,বিয়ের ছবি,বাচ্চার ছবি।ফেইসবুক একটা ডেটিং জোন বানানো হয়ে গেল।ছেলেরা সারাদিন চেটিং, মেয়ে পটানো,সুন্দর সুন্দর মেয়েদের রিকু পাঠানো,ঘন্টারপর ঘন্টা চেটিং,রিসার্চ কিভাবে এরে পটানো যায় আমার ছিড়া কাথার জীবনে কিভাবে প্রেম আনা যায়।মেয়েগুলো এক বান্ধবী আরেক বান্ধবীর সাথে প্রতিযোগিতায় বলেন, আজকে এই শাড়ি কিনে নতুন ছবি আপলোড দিছিলাম এত্তগুলা লাইক পাইছি,এলাকার সবচেয়ে স্মার্ট ছেলেটা বলছে "Nice Pic Apu",ঐযে ঐদিন আমার ড্রেস্টা দেখছিস সবচেয়ে বেশী লাইক আসছে ঐটাতে,আজকে ঐ অমুক যায়গায় বেড়াতে গিয়াছিলাম ছবিগুলা আপলোড দিচ্ছি দেখিস কয়াটা লাইক কমেন্ট আসে।জানিশ ঐ ছেলেটা আমাকে আজকে আবার হায় দিল,সারাদিন অনলাইনে আসলেই আমাকে নক করে।আসলে আমি সবচেয়ে আলাদা রে তাই আমাকে সবাই ডিস্টার্ব করে।ভাল মানুষকে মানুষ ভাল থাকতে দেয় না।অফফফফফ আর সেলফির কথা নাই বললাম এখন।
বিশেষ আরেকটা শ্রেণীর লোকের ফেইসবুক ব্যবহার বিশেষভাবে দেখা দিল যার প্রভাবে বই প্রকাশকেদের পেটে অনেকটা লাথি পড়ার অবস্থা হল। অনারা হলেন ভদ্র সুশীল সমাজের উদীয়মান নতুন লেখক।মাথা ভর্তি চুল, দাড়ি,বোকা বোকা হাসি মার্কা ছবি,মুক্তমনা লেখা পোষ্ট দেকলেই বুঝবেন এ তো সুশীল, অনেক জ্ঞানী।আর সত্যি অর্থে এই শ্রেণীর লোকদের পাঠক সমাজের বেশীরভাগই হলেন নারী। আমার ব্যক্তিগত মতামত নারীরা বোকাশোকা ছেলেদের বেশী পছন্দ করেন কারণ তাদের সবসময় একটা ভ্রান্ত ধারণা বোকাশোকা ছেলেগুলো ভদ্র হয় কিন্তু আসলে এক নম্বরের হারামি হয়। এই ভদ্র শ্রেনীর লোকারা নিজেদেরকে সেলিব্রেটি লেখক হিসেবে প্রকাশ করতে প্রাণপণ চেষ্টা করে যান।
চলবে......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.