নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনার্স বিষয়ে আইনের ছাত্র

মোহাম্মদউননবী চৌধুরী

মোহাম্মদউননবী চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ভারত সম্পর্কে প্রকৃত সত্য তথ্য, পাশাপাশি আমরা ভারতের আওতামুক্ত হতে কি পারবো? হয়তো পারবো না মনে হয়

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৯

ভারত-পাকিস্তানের হামলাগুলোকে কেন্দ্র করে বাংলাদেশের অনেক ফেসবুক বাহিনীকে দেখতেছি পাকি প্রেমে হাবুডুবু খাচ্ছে....আবার কেউ রেন্ডিয়ার পক্ষে এ কথা বলছে........পাকিস্তান মুসলিম দেশ মানলাম...কিন্তু ভারতে পাকিস্তানের চেয়ে মুসলিম বেশী....তারা সেদেশে অসহায় আর জর্জরিত.....৭১ এ কি পাকিস্তান বাংলাদেশি মুসলমানদের হত্যা করেনি... নিরীহ বাঙ্গালী নারীদের ইজ্জত লুন্ঠন করেনি...তখন কই ছিল আপনাদের সেই প্রেম...পাকিস্তান কি ভেবেছিল বাঙ্গালীরা মুসলিম সেটা....সব জায়গায় ধর্মকে টেনে আনবেন না........পাকি প্রেম থেকে দুরে থাকুন...

আবার অনেকে দেখতেছি. রেন্ডিয়ার(ভারত) পক্ষে কথা বলছে...তারা আমাদের যুদ্ধে সহযোগিতা করেছে বলে...ফ্রিতে কেউ কাউকে সাহায্য করেনা.. এর চেয়ে বেশী সাহায্য আমরা ওদের করেছি...আমরা ওদের পন্য গুলো না কিনলে আর এদের চ্যানেল না দেখলে ওরা না খেয়ে মরবে..... পৃথিবীর সবচেয়ে নোংরা আর সাম্প্রদায়িক দেশ হচ্ছে রেন্ডিয়া(ভারত)..... ওরা অশিক্ষিত মূর্খ...ভদ্রতা বলতে কিছু নাই .... ৫৫% মানুষের টয়লেট নাই, খোলা আকাশের নিচে কাজ শেরে ফেলে... কাশ্মির,আসাম সহ সমগ্র ভারতের নিরীহ মুসলমানদের অত্যাচার করে বেড়াচ্ছে....

পাকিস্তানের সেনা মরলে ৫২ থেকে ৭১ সাল পর্যন্ত সমস্ত শহীদের আত্মা আর অত্যচারিত হওয়া মানুষেরা শান্তি পাই,
আর ভারতের সেনা মরলে আমাদের বোন ফেলানি সহ ভারতীয় সীমান্তে বিএসমফ এর গুলিতে মরা নিরীহ বাঙ্গালীর আত্মা শান্তি পাই....
পাকিস্তান জঙ্গি উৎপাদন করে, আর ভারত জঙ্গিদের লালন পালন করে, বিজেপি, আর.এস.এস, শিবসেনা বিশ্বের বড় জঙ্গি....
পাকিরা রেন্ডিকে মারুক, রেন্ডিরা পাকিকে মারুক...এতে আমরা বাঙ্গালীদের লাফালাফির কোনো কারন দেখছিনা.......
তবে যুদ্ধ হোক তা আমরা কেউ চাইনা....যুদ্ধ হলে মানব সভ্যতা ধ্বংস হবে.......

# ইন্ডিয়ার মতন অনেক বিভাগে নরেন্দ্র মোদি তথা বি জে পি হিন্দু কট্টরপন্থী, শিব সেনা, ইয়োগি আদিত্যনাথ, আর এস এস সহ অসংখ্য হিন্দুকট্টরপন্থী যেমনি ভারতের অনেক / বিভিন্ন বিভাগে নিষিদ্ধ ঠিক তেমনি ভারতের কংগ্রেস অধুসিত বিভাগে বি জে পি নিষিদ্ধ। বাংলাদেশে অনেক বিভাগে আওয়ামীলিগ তথা ছাত্রলীগের নৈরাজ্যহীন গড়ে উঠা পাশাপাশি আওতামুক্ত থাকলে (অনেকটি বাংলাদেশের কট্টর ছাত্র লিগ / জামায়াত শিবির) উচিত যা আমি ব্যক্তিগতভাবে মনে করি।

# "ভারতের কংগ্রেস ভারতের বি জে পি হতে অনেক কম ফেরোশাস "।!

# ছাত্র লীগ আর আওয়ামীলীগ মুক্ত বিভাগ চাই।

# ভারতের কট্টর হিন্দু পন্থিরা "তোলোয়ার ছুরি নিয়ে তান্ডব চালায় বিভিন্ন গ্রামের নিরিহ বস্তি বাসিন্দাদের ঘড় বাড়ি উজাড় করে। বিশেষ করে, ভারতের অনেক বিভাগে এখন হিন্দু ধরমের (religious caste) উচু জাত আর নিচু জাতের মধ্যে দাংগা হাংগা, ভেদাভেদ, নরবলি, হনার কিলিং সহ আরো নানা কুসংস্কারাচ্ছন্ন, পালন। যেখানে আমাদের দেশে বিভিন্ন গ্রামে গঞ্জে গ্রামের মৌড়লদ / শালিশকারকদের অত্যাচারে অধিকাংশ নিরীহ গ্রাম্যবাসী অতিস্ট, অত্যাচারে নিপীড়িত।

# পাশাপাশি, চট্রগ্রামের পাহাড়ি অঞ্চলে বিশেষ করে খাগড়াছড়ি, বান্দরবন, রাংগামাটি, টেকনাফ সহ পাহাড়ি অঞ্চলে পাহাড়ি চাকমা (১৯৮৫ সাল হতে গারো, খাসিয়া সহ অসংখ্য চাকমা উপজাতি মিয়ানমার হতে এসেছে যা বাংলাদেশের সরকারের উচিত ছিলো না তাদের আশ্রয় দেওয়া) এরা এখন মিয়ানমার হতে পাচার হওয়া ইয়াবা টেবলেট, বন্দুক সহ নানা দিন অসিহিংসুতা ঘটাচ্ছে প্রতিনিয়ত।

# Main bangladesh ka kutte kamina cheez hun toh kya huya, main mere desh ko utnahi pyaar karti hun jitna main bharat aur pakistani ko, pakistani bhai bhenokon ko bhi pyaar karta hun izzat se pesh aakar!. Mere paas ei hindustan aur pakistan saabh barobaar ekhi toh hain? Haa! Magar janta hun ke, yeh hindustan pakistan bangladesh sabhi ektha, ek jamane se 1880 salke pehle jaabh inn goriyon (mera kehneki maatlab firanghi ko keh raha hun) uss samay siyasat (hukumat chalayin thin?)!...hum bhai bhaiyoka kya dosh tha uss samay jabh yeh joh firanghee ke Humare aur aapke desh main hukumat chalayi thi, 1947 main #partition hua tha, ek hua bharat, aur dusri huyi thi pakistan! Aur yeh firanghee hi tothi joh hum sabh dekh rahi hain bharat - pakistan dono sharamnakh sharbanash kar rahi hain aapas main bhai bhaiyon ko katrahi hain, ma behenke izzat luthi zarahi hain?...aur, yeh firangheeyon ne tv pe dekhke zarur haas rahi hain, aur maan main bolrahi hain, "chutiya pakistan aur chutiya bharat" joh kisiko sunne main pasand kya hogi #modibhaiya?, #imranbhaiya?, boliye? Aare boliyena?...inn sabh gaalti hain uss time zamane ki, i mean "oh 1880 saal se hum sabh inn firanghee ke naukri kar rahi thi? Hum naukar chakar tha uss samay?
Galti dosh kyun aap do humare bade bhaiya (india aur pakistan) ek dusre kon de rahe ho, marpit kaar rahe ho? Bhagh baatware ke samay kyun nehi aap logone uss samay firanghee ke khilaf aawaz nehi tuli, aawaz nehi uthayi thi? Yeh saabh osabh firanghee ke hi dosh hain joh aap dono Bhai bhai aapas main ladai jhagre kar raheho?...

# ভারত প্রসঙ্গে ঃ- ভারতের এখনো বিভিন্ন রাজ্যে হিন্দু মুসলিম দাংা হাংগামা, মেয়ে মুসলমান আর ছেলে হিন্দু ধরমের হলে আর একসাথে মিলামিশা দেখলে হনার কিলিং দেয় তাদের পিতা মাতা অথবা বাংলাদেশের ছাত্রলীগের মতন তাদের দল শিব সেনা / আর এস এস 'সহ অনেক বাংলাদেশের জামায়াত শিবিরের মতন হিন্দু কট্টরপন্থী'রা মুসলমানদের প্রতিনিয়ত তাদের "তোলোয়ার তথা ছুরি দিয়ে কাটে অনেকটি কসাইয়ের দোকানে মাংসো কাটে যেভাবে ঠিক সেভাবে পিস পিস করে। পাশাপাশি, ভারতের অনেক রাজ্যে পুলিশ প্রশাসনরাও কট্টর হিন্দু পন্থি অনেকটি বাংলাদেশের ওহাবি জামায়াত শিবির যারা দরবার মাজার বিরোধী সুন্নী বিরোধী, অথচ বাংলাদেশের বহু বৌদ্ধ / খ্রিস্টান অথবা হিন্দু সম্প্রদায়ও আউলিয়া আল্লাহ ভক্ত। বাংলাদেশে "ওহাবি আর সুন্নিদের মধ্যে সমস্যা"। তাছাড়া, মূল কথা আসা যাক ভারত প্রসঙ্গে, " ভারতের আবার হিন্দুদের মধ্যে উচ্চবরণের জাত যেমন (ব্রাক্ষণ শুদ্র অথবা ক্ষত্রিয় সম্প্রদায়ের সাথে একই হিন্দু ধরমের নিচু জাত বৈষ্য জাতের বিবাহ কু প্রথা নিষিদ্ধ তবে ১৯৯৫ সাথে অধিকাংশ ভারতীয়'দের মতে নিষিদ্ধ অথবা রত করা হয়েছে তবুও এই প্রথা এখনও প্রচলিত রয়েছে কিছু কিছু রাজ্যে। ভারতে আরেকটি বিশেষ লক্ষণীয় আর তাহলো তাদের ধরমে অন্ধবিশ্বাস মানি, "এক ঈশ্বর বাদে বহু ঈশ্বরে বিশাসি" পাশাপাশি "সাপের পুজা, গরু প্রজাতির প্রাণীকে তাদের "গো - মাতা" বলে পুজো করা। মুসলমানরা ঈদুল আযহা'র সময় "গরু কোরবানি" সম্পুর্ণ নিশিদ্ধ। তাছাড়া, ভারতের গরু যাতে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করতে না পারে সেখানে কড়াকড়ি। তাছাড়া, বরতমানে তাদের সরকার হিন্দু কট্টরপন্থী নাম বি জে পি যারা "বাবরি মসজিদ ভেংে গুজরাটে রাম মন্দির করেছে"। নরেন্দ্র মোদি, লাল ক্রিশ্ন আড়ভানি, ইয়োগি আদিত্যনাথ, রাজনাথ সিং সহ আরো কট্টরপন্থী'রা জড়িত। তবে, ভারতের কংগ্রেস এর রাহুল গান্ধী, তণমূল কংগ্রেস মমতা এই বিজেপির নরেন্দ্র মোদি'র বিপক্ষে।


# জানি না? ব্রিটিশদের শাসনামলে তারা কি দেখে আমাদের ভাই ভাইদের থেকে আলাদা করেছে?, মা - বোনদের আলাদা করে বিভিন্ন রাস্ট্র কয়েকভাগ করে ষড়যন্ত্রে সাফলতা পেয়েছে? কারাই এদের মধ্যে এগুলোতে জড়িত ছিলো? এর আগে? যেখানে আমাদের খাবার দাওয়ার পোশাক আশাক চাল চলনের তফাৎ কোথায়? কে জানে? হয়তো সাদা চামড়ার ফরিনার বিদেশিদের সাথে সকল দেশের প্রভাবশালী নেতাদের সাথে উঠা বসা করে তাদের সাথে মিলে মিশে চক্রান্তে সাফলতা পেয়ে আজ আমাদের অনেক আত্নীয় সজন আজ আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে? হায়! আহারে? আফসোস?। ১৮৮০ সাল হতে ব্রিটিশ সাম্রাজ্যের আগমনের ফলে বাংলাদেশ - পাকিস্তান আর ইন্ডিয়া সৃস্টি হবে কে বা জানতো? বলেন?। আর, এখন আমরা ভাই ভাইকে মারছি? কাটছি? হত্যার মতন কতই ভয়ংকর কাজ করছে? ভাবতেও অবাক লাগে?

# ভারত কি আমাদের শত্রু?

বাংলাদেশের মানুষের উচিত ভারত আর পাকিস্তান নিয়ে চিন্তা না করে নিজেদের খেলা নিয়ে চিন্তা করা। তা না হলে শুধু শুধুই এসব বাড়বে। আর ভারতের মানুষেরও উচিত - নিজেদের দেশ নিয়েই চিন্তা করা। এইযে ভাইটি হুদাই নিউজিল্যান্ডের ফ্ল্যাগ নিয়ে মাঠে গেলেন। অথচ বিশ্বের ১ নং ব্যাটসম্যান কোহলি কাল বাংলাদেশের খেলা দেখে প্রশংশা করেছেন! আমরা কি দোষ করেছিলাম ভাইটির কাছে?????? আমাদেরকি মাঝে মাঝে সাপোর্ট করা যায়না?

বাংলাদেশী অঞ্জু ঘোষকে ক্ষমতাসীন বিজেপিতে বরণ করে নিলো, কারণ সে হিন্দু!
অন্যদিকে, ভারতীয় ক্যাপ্টেন ছানা উল্লাহ ৩০ বছর দেশটির সেনাবাহিনীতে চাকরি করার পরেও হয়ে গেলো ‘বাংলাদেশী’ ? জেলেও পাঠিয়েছে তাকে, কারণ সে মুসলমান!
হায় ভারত! তোমরা নাকি গণতান্ত্রিক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র???
এইরকম মেন্টালিটি নিয়ে কিভাবে ভারত অখন্ড রাখার আশা করে? টুকরা টুকরা হয়ে যাবে আজ না হোক কাল।



গত দুই মাসে পর্দার অন্তরালে বেশ কিছু চমকপ্রদ ঘটনা ঘটে গেছে।
ভারতের লোকসভা নির্বাচন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের অবস্থা যখন কিছুটা খারাপ ছিলো, তখন হঠাৎ করেই ভারতের প্রধানমন্ত্রী তার বিদেশ সচিবকে ঢাকায় পাঠাতে চেয়েছিলো।

তখন শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিলো এপ্রিলের শেষে আসলে ভালো হয়, পরে ১লা মে তে ভারতের বিদেশ সচিবের বাংলাদেশ সফরের তারিখ পাকা করা হয়েছিলো।

ঠিক সেই সময় আচমকা বাংলাদেশের অনৈতিক, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন কিছু না বলেই চলে যায় লন্ডনে যাতে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাত করতে না হয়।

ফলে ভারতের বিদেশ সচিবের আর বাংলাদেশে আসা হয়না, ফাঁকে পড়ে যায় সমস্ত আয়োজন।
এতে করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার সরকার খুবই অপমানিত বোধ করেছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকারের সাথে শেখ হাসিনার সরকারের এমনটা করার মূল কারণ হলো ভারতের লোকসভা নির্বাচনে বিরোধী দলের যে ব্যাপক তোড়জোড় এবং জোয়ার শুরু হয়েছিলো।

যা দেখে রাতের আঁধারে ভোট ডাকাতির মাধ্যমে গঠিত অনৈতিক, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী বিশ্বের সর্বনিকৃষ্ট মিথ্যাবাদী শেখ হাসিনার ধারনা হয়েছিলো এবার আর নরেন্দ্র মোদী ভারতের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারছে না।

শেখ হাসিনা ভেবেছিলো ভারতের রাষ্ট্র ক্ষমতায় এবার তার পুরানা মিত্র কংগ্রেস জোটই চলে আসবে তাই সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার সরকারের কাছ থেকে দূরে সরে সরে ছিলো এবং নরেন্দ্র মোদীর সরকারকে ইগনোর করে যাচ্ছিলো কিন্তু হাসু বুবু তো আর জানতো না যে, নরেন্দ্র মোদি আগেই ইভিএমে প্রোগ্রাম করে তার বিজয় কে নিশ্চিত করে রেখেছে!

আটকে যাওয়া প্রায় পাঁচশো কোটি অবৈধ টাকার একটা সুরাহা করতেই ছোট বোনের ছেলে ‘ববি’র শ্বশুর বাড়ি ফিনল্যান্ডে ঈদ উৎযাপন করার বাহানায় ভ্রমণ শেষ করে বিগত ৮ই জুন দিল্লী ভ্রমণ নির্ধারিত ছিলো।

সবকিছু ঠিকঠাক করাও হয়েছিলো কিন্তু আচমকা দিল্লীর অধিকর্তা বেঁকে বসলো।
দিল্লী থেকে বলা হলো আসতে পারেন কিন্তু আপনার সফরটিকে সরকারী সফর হিসেবে গণ্য করা হবেনা।

দিল্লী থেকে সোঝাসাপটা জানিয়ে দেয়া হলো সফরটিকে ব্যক্তিগত সফর হিসেবে গণ্য করা হবে এবং কোন অবস্থাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীর সাক্ষাত পাওয়া যাবেনা।

এমন অপমানিত অবস্থায় তো আর যাই করা হোক দিল্লী যাওয়া যায়না তাই বাধ্য হয়েই দিল্লী ভ্রমণ করা থেকে বিরত থাকতে হয়েছে।

এই যখন অবস্থা তখন ঠিক এমন সময়েই কেনো, কি কারণে, কার ইশারায় দীর্ঘদিনের নীরবতা ভঙ্গ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা "র" সব চাইতে বিশ্বস্ত ব্যক্তি সিরাজুল আলম খান এক খানা পুস্তক প্রকাশ করে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের একমাত্র কৃতিত্বের দাবিদার আওয়ামী লীগের লুঙ্গির কাছা খুলে দিয়েছে।

সব দেখে শুনে ব্যাপার কিন্তু বেশ জটিলই মনে হচ্ছে।
পরম করুণাময় আল্লাহ্‌ তা আলা ই জানেন কার ভাগ্যে কি লেখা হয়েছে।
তবে কি পিতার জন্ম শতবার্ষিকী উৎযাপন করা সম্ভব হবে না?


ভারতমুক্ত বাংলাদেশ চাই, এই সরকারমুক্ত বাংলাদেশ চাই যা কম্পিলিটলি সাধীন এবং পরাধীনমুক্ত


# ভারতীয়রা পাকিস্তানও মারে, কাশ্মিরের লোকজনকেও মারে, বাংলাদেশের সীমান্তে বরডারে থেকে ধরে নিয়ে গিয়ে মারে, আর এই হলো ভারতীয়দের সংবিধান বলে মনে হয়। দুই দিকে দোনো দিকে শত্র বাড়িয়েছে। চীন এর সাথে সমস্যা তাদের। কোথায় যাবে এই ভারতীয়রা? হায়! রে খোদা, ১৯৪৭ সনে ভারত থেকে বাংলাদেশ আলাদা হয়েছিলো কিন্তু আজকের কোলকাতা তারা কেমনে নিতে পারলো, কোলকাতার ভাষা বাংলা কিন্তু ভারতীয়দের মাতৃভাষাতো হিন্দি? সে দিকে খেয়াল করলে বুঝা যায় তামিলনাড়ু চেন্নায় মাতৃভাষাও তো হিন্দি নয় যে রাজ্য শ্রীলংকায় পড়েছে, তারা শ্রীলংকা থেকে নিয়ে নিয়েছে যখন ব্রিটিশ শাসনামলে। ঠিক তেমনি পাকিস্তান থেকে পাঞ্জাবসহ সিন্ধ প্রদেশ রাজস্থান নিয়ে নিয়েছে এই ভারতীয়রা। আচ্ছা আপনেরাই বলেনতো, "রাজস্থানের ভাষা হিন্দি নয় কেনো?" তাদের রাজ্যে অধিকাংশ মানুষ হিন্দি ভাষায় কথা বলে না কেনো?

# Mejority of hindu people has compalin about muslim population in india, they claim that during mughol emperor period hindus pardon and sacrificed them because mughol captured them?, and those remaining mughol muslims are made india a separated muslim state? Even they made pakistan?, my answer is, those who made pakistan they almost population had gone in their separate land named called pakistan, and those who are not gone remain in hindusthan they almost died on 1952, 1993, 1995, 1999 riot!. Indian mejority muslims are not liable for making Pakistan some are died in hindusthan. No one made pakistan cause mejority of hindusthan muslims are same equally measures with bjp / congress / aam aadmi league / rss / yogi adityanath?, jai hind is not define only mejority of hindus but also with muslim populations,
Justice harry krishna report,

# 'এই ভারত পাকিস্তান কাশ্মীর নিয়ে দন্ধ কিন্তু one sided view মানি "পাকিদের পাইক্কাদের পক্ষে গুণগাণ করা হচ্ছে" সুনাম করা হচ্ছে!, অন্য দিকে ভারতের ব্যাপারে লেটেস্ট নিউজ পাওয়া যাচ্ছে না কাশ্মীর বিষয়ে / টপিক্সে। পাকিস্তান এরদোগান আর তুরস্ক নিয়ে ভুয়া ফালটু নিউজ দয়া করে বন্ধ করুন তো আমি আহব্বান জানাচ্ছি ফেইসবুকে অনলাইন নিউজপেপার মিডিয়াকে যারা এই রকম সকল ভুলভাল ভুয়া নিউজ ছাপাচ্ছেন অথবা আমাদের মাঝে মিথ্যা আর ভুয়ামূলক বিভ্রান্তি ছড়াচ্ছেন, বন্ধ করুন এইরকম সকল ভুয়া আর মিথ্যা নিউজ, প্লিজ। আর, ভারতের লেটেস্ট কাশ্মীর ইসু ্য নিয়ে দয়া করে ছাপান। এখানে আগে ভাগে বলে রাখা ভালো, "আমি কোনো ভারতের পক্ষেও নয় আবার পাকিস্তান তুরস্কের পক্ষেও নয়"! দয়া করে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য পরিবেশন হতে বিরত থাকুন প্লিজ।



# যে জাতি যতই শিক্ষিত সে জাতি ততই নিরমম আর নিরদয়! ভারতীয়রা তার মধ্যে অন্যতম।

# এই ভারতীয় শালা হিন্দু নিম্নবর্গের জাতদের সম্রাট বাবুর এর বাবরি মসজিদ নিয়ে যেমনি সমস্যা ঠিক তেমনি শাহজাহানের "তাজমহল" নিয়েও এই ভারতীয় হিন্দু কট্টরপন্থীদের সমস্যা! কি বলে, তারা ভারতের রামের যম দেখেছে সেখানে যেখানে রাম মন্দির বানাইছে / বানিয়েছে!, তোরা ভারতীয়রা ভারতের হিন্দুর দেশে এক বিরাট সমস্যা এমনকি তোদের দেশের মুসলমানদের কাছে! উমা ভারতী?,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.