নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

মোঃনাজমুল হাসান

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

মোঃনাজমুল হাসান › বিস্তারিত পোস্টঃ

প্রেম সমাচার পর্ব :০১

২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

আজকে আমি প্রেম সম্পর্কে অন্যরকম একটি পোস্ট দেওয়ার কথা সেই সকাল থেকেই ভাবছি,কিন্তু সময়ের অভাবে দিতে পারছিলাম না।এখন হাতে অনেক সময় তাই পোস্টটি শেয়ার করলাম।জানি না পোস্টটা সবার ভালো লাগবে কিনা;তবুও ভালো লাগুক আর খারাপই লাগুক,কেউই মতামত দিতে ভুলবে না।

তাহলে শুরু করা যাক:

যারা কনফিউশনে ভুগছে যে,"প্রেম করবো কি করবোনা"পোস্টটি তাদের জন্য;

***প্রেম জীবন বদলে দেয়।অর্থাৎ,কখনো অগোছালো জীবন গুছিয়ে দেয় আবার কখনা গোছালো জীবন অগোছালো এবং নিঃসঙ্গ করে দেয়।

***সিগারেটের প্যাকেটের গায়ে লেখা,"ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর" তবুও আমার সিগারেট খাই।তেমনি প্রেম করলে কষ্ট পেতে হয়(অনেকে হয়তো কষ্ট পায় না)জানা থাকলেও আমরাপ্রেমে পড়ি।প্রেমে পড়ার সময় কখনো ভবিষ্যৎ ভাবনা নিয়ে কখনোই ভাবি না।এটাই প্রেম।

***খেলায় যেমন হার-জিত থাকে,তেমনি প্রেমেরও সফলতা-ব্যর্থতা থাকে।প্রেম নামের এই খেলাটা যে যত ভালো ও রিস্ক নিয়ে খেলতে পারবে,তার জন্য ততই মঙ্গল।অনেক ভালো খেলেও যেমন ম্যাচ হারতে হয় কখনো কখনো,তেমন অনেক ভালোবেসেও ব্যর্থতার গ্লানি টেনে বেড়াতে হয় সারাজীবন।

***আমরা অনেকেই হয়তো প্রেম ভালোবাসাকে তেমনটা মূল্য দেই না।কিন্তু,যখন এই প্রেমেরজন্য নিজেকে মূল্য চোখাতে,তখন বুঝি যে প্রেম কী?*মানুষ মাত্রই প্রেমে পড়বেই।হয়তো তা কিছুক্ষণের জন্য বা দীর্ঘ সময়ের জন,বিয়ের আগে কিংবা পরে।কোনো না কোনো সময় মানুষকে প্রেমে পড়তেই হয়।

***প্রেম সবার জীবনে একবার আসবেই,আবার কারও কারও জীবনে বারবার আসতে পারে।তবে প্রথম প্রেম কখনো ভুলে যাওয়ার মতো নয়।হয়তো কেউ ক্ষণিকের জন্য ভুলে যায়,কিন্তু স্মৃতিগুলো বারবার তার জীবনে ফিরে আসে।

***আবার ক্ষণিকের জন্য অনেক প্রেম হয়ে থাকে।কিন্তু এই প্রেমের স্মৃতি বেশী দীর্ঘস্থায়ী হয় না।বরং সেই দীর্ঘ সময়ে এমন অসংখ্য প্রেমের সৃষ্টি হতে পারে।যারা সহজে কাউকে পছন্দ করে ফেলে,তাদের মাঝে এই ক্ষণস্থায়ীপ্রেম হয়ে থাকে।

আরো কিছু জানার থাকলে কমেন্ট করে জানতে পারবে।আজকের মত এখানেই শেষ করছি|

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

শাহিবযাদা সোহান বলেছেন: বাহ

২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

মোঃনাজমুল হাসান বলেছেন: আপনাকে ধন্যবাদ সোহান সাহেব।

২| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

মোঃনাজমুল হাসান বলেছেন: আপনাকে ধন্যবাদ সোহান সাহেব।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৯

কানিজ রিনা বলেছেন: প্রেম কত প্রকার কি,কি আন্তরিকতা হ্রিদ্দতা,
স্নেহ মমতা,মহব্বত ভালবাসা। দেহের জন্য
ভালবাসা জনে জনে নষ্ট প্রেম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.