নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

মোঃনাজমুল হাসান

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

মোঃনাজমুল হাসান › বিস্তারিত পোস্টঃ

কল্পনায় ভালোবাসা

০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫



মনের মাঝে সকাল সাঝে
আঁকি তোমার ছবি,
রংতুলিতে রং ফুরালে
হয়ে যাই কবি।
লিখতে বসি তোমায় নিয়ে
আমার মনের কল্পনায়,
ভাবতে ভাবতে ছুটে চলি
ভালোবাসার আঙ্গিনায়।
আঙ্গিনায় বসে তুমি গাও
প্রেমের গান,
ভালোবাসি তোমায় আমি
পরানের পরান।

গানের সাথে বেজে ওঠে
মধুর প্রেমের বাঁশি,
সুরে শুধু একটাই কথা
তোমায় ভালোবাসি।
পাগল মনের প্রেম যে আমার
ছোটাছুটি করে,
দূরে গেলেও চলে আসি
তোমার কাছে ফিরে।

মনের সব কল্পনাতে
মিশে আছো তুমি,
তুমি হীনা কিছু নেই,
নিঃস্ব এই আমি।
তুমি আমার কল্পনাতে
এক চিমটি আশা,
ভাবনাতে আছো মিশে
জুগিয়ে ভালোবাসা।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭

সাবলীল মনির বলেছেন: অনুভূতি এবং প্রেম মিলেমিশে একাকার !

০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১:১১

মোঃনাজমুল হাসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনিও তো কবিতা লিখেন"বাংলা কবিতার ওয়েবসাইট "এ।আপনার জন্য শুভকামনা।

২| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসায় দারুন ছন্দ এন দিলেন হোক না কল্পনা । :)

০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১:১২

মোঃনাজমুল হাসান বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.