![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতদিন ইউস করলাম Lenovo Y410 ল্যাপটপ। গিফট পেয়েছিলাম সেই ২০০৮ এ। তখন Core2 Duo Centrino মানেই ভাব আলাদা। কিন্তু এখন দরকার নতুন আরেকটি ল্যাপটপ। কনফিগারেশন চাই Core i3 2.53, 2GB RAM, LED। কিন্তু ঝামেলা হচ্ছে ঠিক বুঝতে পারছি না যে শুধু এই কনফিগারেশন দিয়ে কোন আধুনিক গেম খেলা বা গ্রাফিক্সের কাজ ভালভাবে করা যাবে কিনা। External Graphics Card থাকলে অবশ্যই পারফরমান্স বারবে সেটা মানি। কিন্তু বাজেট যে ৪৫০০০ এর ভেতর।Graphics Card থাকলে তা হয়ত ৫০০০০ ছাড়াবে। আমার এক ফ্রেন্ড এর ডেক্সটপে সেইম কনফিগারেশন। তারটাতে প্রসেসর এর ইন্টারনাল গ্রাফিক্স দিয়েই কোন ধরনের গ্রাফিক্স বা গেম চমৎকার চলে। প্লিজ ভাইয়েরা Core i3 ল্যাপটপ সম্পর্কে ধারনা থাকলে জানান......
২| ২৩ শে মে, ২০১১ সকাল ৯:২৮
রাসেল মাহদুদ বলেছেন: ৪৫ এর ভেতরে এর চাইতে বেশি কিছু আপনি কিনতে পারবেন না। তাই 'জানা' থাকলেও বেশি কিছু করতে পারতেন বলে আমার মনে হয় না।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১১ সকাল ৮:১৩
ইলুসন বলেছেন: জানা থাকলে প্লিজ হেল্পান
জানা আপু এখন অনলাইনে নাই!