![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, বুদ্ধি দিয়ে হয়। সিন্ধু নদীর শাখা নদী হচ্ছে ৬টি।এর মধ্যে তিনটি নদী রাবি, বিয়াস এবং শতদ্রু এই তিনটি নদী ভারতের ভেতরে অবস্থিত।এর উপর পূর্ণ অধিকার শুধুই ভারতের। অপর তিনটি নদী চেনাব, ঝিলম, সিন্ধু এই তিনটি নদীর উপর পাকিস্তানের ৮০ শতাংশ কৃষি, ২৫ শতাংশ জিডিপি ও পাকিস্তানের বিদ্যুৎ ও জ্বালানি সেক্টর নির্ভর করে ।পাকিস্তানের সিন্ধু নদীর যে তিনটি শাখা নদী থেকে জল সংগ্রহ করে তা ভারতীয় ভূখণ্ডে অবস্থিত।এর মধ্যে ঝিলাম ও চেনাব নদীতে ভারত দুটি বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে, যা কিষাণ গঙ্গা ও রাতলে জলবিদ্যুৎ প্রকল্প নামে পরিচিত।
পাকিস্তানের জন্য মরার উপর খাঁড়ার ঘা হিসেবে আবির্ভূত হবে রাভি নদীর উপর শাহপুরকান্দি বাঁধ। ভারত প্রতি বছর তার ভাগ থেকে পাকিস্তানে ৯.৩ বিলিয়ন ঘনমিটার জল পাকিস্তানকে দেয়- যা এখন নয়াদিল্লি বন্ধ করে দিবে।যার ফলে বন্যার সময় পাকিস্তান জলে ডুবে যাবে আর খরার সময় মরুভুমিতে পরিণত হবে।ধীরে ধীরে পাকিস্তান হয়ে যাবে উগান্ডা ও সোমালিয়ার মত খাদ্য দুর্ভিক্ষের দেশ।
পাকিস্তানের গ্রামীণ জনপদের ৬৮ শতাংশ মানুষ এই সিন্ধু নদীর জলের উপর নির্ভরশীল।সিন্ধু নদীর উপর দেয়া পাকিস্তানের মঙ্গলা ও তারবেলা বাঁধ মাত্র ১৪.৪ মিলিয়ন একর -ফুট জল সংরক্ষণ করতে পারে - যা তার প্রাপ্যতার মাত্র ১০ শতাংশ। পাকিস্তানের প্রায় ৩০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে তারবেলা ও মঙ্গলা বাঁধ।পানি সরবরাহ বন্ধ হয়ে গেলে পাকিস্তানের অধিকাংশ এলাকা বিদ্যুতের অভাবে অন্ধকারে নিমজ্জিত হবে। কৃষি উৎপাদন ব্যহত হওয়ায় পাকিস্তানের রপ্তানি বিপর্যয় দেখা দিবে।ডলার বিপরীতে পাকিস্তানি রুপির দাম আরও কমে যাবে।ফলে পাকিস্তানের বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশছোঁয়া হয়ে যাবে এবং পণ্য উৎপাদন কম হলে পাকিস্তানের রিজার্ভে টান পড়বে। অতিরিক্ত অর্থ দিয়ে পণ্য আমদানি করতে গিয়ে পাকিস্তান চিরস্থায়ী এক ভিক্ষুকের দেশে পরিণত হবে।
আফগানিস্তানের ২০ লক্ষ মুসলমানদের বিশুদ্ধ পানি ও সেচ সরবরাহের মাধ্যমে আফগানিস্তানের মুসলমানদেরকে বাঁচাতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার কাবুল নদীর উপর শাহতুত বাঁধ নির্মাণ করেছে ভারত সরকার।এই নিয়ে আফগানিস্তান ও ভারতের মধ্যে চুক্তি হয়েছে। তালেবান সরকারকে করোনার সময় ৫ লাখ ডোজ করোনার টিকা দিয়ে সহযোগিতা করেছিল ভারত। যার ফলে এই জল যুদ্ধে ভারতের পাশে আছে আফগানিস্তানের তালেবান সরকার। আফগানিস্তানের কাবুল নদী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের অ্যাটকের কাছে সিন্ধু নদীতে মিলিত হয়েছে এবং এটি আফগানিস্তানের প্রধান নদী।কাবুল নদীতে শাহতুত বাঁধ নির্মাণের ফলে পাকিস্তান ভাতেও মরবে আবার পানিতেও মরবে।এর ফলে পাকিস্তানের জল ব্যবস্থাপনা এক প্রকার ধ্বংস হয়ে যাবে।
সিন্ধু নদীতে ভারতের ছয়টি বড় বাঁধ আছে।পাঞ্জাবের রাবি নদীর উপর ভারত নির্মাণ করছে শাহপুরকান্দি বাঁধ।যার ফলে পাকিস্তান দীর্ঘমেয়াদি খরা ও বন্যার দেশে পরিণত হবে। সিন্ধু, ঝিলম ও চেনাব এই তিনটি নদী ভারত থেকে পাকিস্তানে ৮০ শতাংশ জল সরবরাহ করে।এই ৯.৩ বিলিয়ন ঘনমিটার জল এখন ভারত বন্ধ করে দিবে।
প্রায় ২০০০ মাইলের সিন্ধু নদী চীনের তিব্বত থেকে আসলেও তা সরাসরি ভারতের উপর দিয়ে গিয়ে পাকিস্তানে মিলিত হয়েছে বিষয়টি এমন নয়। সিন্ধু নদী ভারতের তিনটি শাখা নদীর মাধ্যমে পাকিস্তানে জল সরবরাহ করে। উঁচু জায়গা হওয়ায় ভারত ও চীন এই নদীর উপর আরো জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করবে।এক বিলিয়ন ডলারের আরেকটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের পরিকল্পনা নিচ্ছে ভারত। পাকিস্তান ভাতে না মরলেও পানিতে মরবে এটা এখন থেকেই নিশ্চিত।
ভারত ও পাকিস্তানের এই উত্তেজনার মধ্যে জলচুক্তি স্থগিত হওয়ায় ইতিমধ্যে পাকিস্তানের শেয়ারবাজার ১০০ সুচক থেকে ১০৮৬ সুচকে পৌঁছে গেছে। শুধুমাত্র ভারতের কিষাণভাঙা ড্যামের জল পাকিস্তানকে দেওয়া বন্ধ হলে পাকিস্তানের ক্ষতি হবে প্রায় ছয় হাজার কোটি টাকার।চন্দ্রভাগা ডেমের জল দেওয়া বন্ধ হলে ক্ষতি হবে প্রায় ৭ হাজার কোটি টাকা। শুধুমাত্র দুটো ড্যামের পানি দেওয়া পাকিস্তানকে বন্ধ করলেই পাকিস্তানের ১৩ হাজার কোটি টাকা ক্ষতি হবে।শুধু এক পহেলগামে সন্ত্রাসী হামলায় মদত দিয়েই পাকিস্তানের ক্ষতি হয়ে গেল ১৩ হাজার কোটি টাকা। এছাড়াও বর্তমানে পাকিস্তানের যে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা তাতে আসছে জুন মাসে এক ডলার সমান হবে পাকিস্তানের ২৬৫ রুপি। বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে পাকিস্তানেকে হয় পরমাণু বোমা বিক্রি করে খেতে হবে, নয়তো পরমাণু বোমা রান্না করে খেতে হবে।।
পৃথিবীর প্রায় ৪০ লক্ষ মানুষ হত্যার অভিশাপে অভিশপ্ত এক দেশ পাকিস্তান।।
সত্য সবসময় সুন্দর।
লেখা: লুসিড ড্রিম
বাংলাদেশ ফোর্স ১৯৭১
২| ২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:১৯
মেঠোপথ২৩ বলেছেন: কাদের উদ্দেশে এই যুগান্তকারী (!) উপদেশ ? ভারতের পররাস্ট্র , ডিফেন্স মন্ত্রনালয়ের কর্মকর্তারা কি সামু ব্লগের ব্লগার বা পাঠক ?
৩| ২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৪২
রাজীব নুর বলেছেন: এই আধুন যুগে এসে রকম চিন্তা করছেন!!!!
৪| ২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: ভারত-পাকিস্তান মারামারি করে ধ্বংস হয়ে যাক। বাংলাদেশিদের কিছু যায় আসে না।
৫| ২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:০২
ঊণকৌটী বলেছেন: বর্ডার চার দিকে বন্ধ হলে মানুষ মানুষের মাংশ খাবে | বড় বড় কথা তখন থাকবে না |
৬| ২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:০৪
ঊণকৌটী বলেছেন: যুদ্ধ শুরু হলে বাংলাদেশের জলসীমা ভারত লক করে দেবে! কোন সন্দেহ ?
৭| ২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:২৩
ঊণকৌটী বলেছেন: এই উপ মহাদেশ না শুধুমাত্র আজকের ভারত সারা পৃথিবীর সব দেশের সাথে সুসম্পর্ক আছে, বিলিয়ন বিলিয়ন ডলার এর ব্যবসা করছে লক্ষ পৃথিবীর তৃতীয় বৃহৎ অর্থনীতি হবার, সে দেশের সাথে পাগলা ছাড়া কে শত্রুতা করবে কিন্তু আজকের মুসলিম দুনিয়ার মাত্র দুইটা দেশের মানুষ অশিক্ষিত বর্বর রা না বুঝে কার সাথে কি ভাবে চলতে হবে বুঝেনা
৮| ২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৫৮
ঊণকৌটী বলেছেন: শুধু মাত্র জল সীমা নয়, আকাশ, স্থল সবকিছুই, বন্দি বন্দি ভারতের কাছে, মন্তব্য করার আগে নিজের পজিশন বুঝে কথা বলা উচিৎ ভারত বাংলাদেশের জন্য কি করেছে আর বাংলাদেশ ভারতের জন্য কি করেছে তা প্রকাশ্যে আসা উচিৎ |
৯| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:২২
কামাল১৮ বলেছেন: এই সব যুদ্ধ মানব জাতির জন্য ক্ষতি ছাড়া কোন মঙ্গল বয়ে আনবে না।যুদ্ধ লাগলে জংঙ্গীরাই জিতে যাবে।তারা এটাই চায়।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:০০
যামিনী সুধা বলেছেন:
দেখিয়েন, আপনি আবার কলকব্জা নেড়ে সিন্ধু নদীতে চর ফেলে দিয়েন না।