নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে........

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

মেহবুবা

মেহবুবা › বিস্তারিত পোস্টঃ

মায়াবতীর চুপকথা

২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৩৪


অলোকানন্দার তীর ঘেসে
যে পথ গেছে আঁকা বাঁকা
সে পথেই তার যাওয়া আসা
এই নদীর জলে ছায়া রেখে
নিত্যদিনের অবুঝ খেলা।

কপালে পোড়া দাগ ছিল তার
বুকে গোপন গভীর ক্ষত
ঢেউয়ের নীচে আড়াল ছিল
শিকল বাঁধা পায়ের চিহ্ন
দেখলে তাকে চিনতে পারো।

চেনা সহজ মায়াবতীর চোখের মায়া
অশ্রুভেজা আঁচল বেয়ে পথে ছড়ায়
অন্ধ পথিক হাত বাড়িয়ে স্বপ্ন জড়ায়
চেনা গন্ধে ধূপদানী ভার বুকের ভেতর
জ্বলতে থাকে সেই সে মায়ায়।

মায়াবতীর চুপকথা সব আকাশ পারে
মিটিমিটি জ্বলতে থাকা তারা
হাসতে থাকে আলো হয়ে
উল্কা হয়ে খসে পড়ে মাটির পরে
চমকে দেখে রূপকথা তার থেমে গেছে।

কোমল হাতে অন্ধকারে
যাদু ছিল স্বপ্ন বোনার
সূচ সুতোয় পাতায় ফুলে
রঙের খেলা, সুখের ছবি
ভুলের বেলা পাথর চাপা সবই।

মায়াবতীর কথার সাথে
ভালবাসা জড়িয়ে থাকে
মায়াবতীর বুকের ভাঁজে
রক্তগোলাপ লুকিয়ে থাকে
আকাশ ভরা তারারা সব
মালা হয়ে জড়িয়ে থাকে
সূর্য কেবল অনেক দূরে
আলো হয়ে জ্বলতে থাকে
মায়াবতীর রূপকথা আজ
চুপকথা হয়ে ঘুমিয়ে পড়ে ;

থাক্ না তেমন রূপকথা সব
নিজের মত, আপন হয়ে
মায়াবতীর মনের মত
হারিয়ে যাওয়া স্বপ্ন হয়ে
কাজলরেখায় আগের মত
সেই অনেক দিন আগের মত ।

(ছবি গুগল থেকে নেওয়া)

*** এক মায়াবতীকে কাছে থেকে দেখে এ কবিতা; তাকে উৎসর্গ)

মন্তব্য ৬২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম ৫টি লাইন অসাধারণ লাগলো।

২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১:০৩

মেহবুবা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার কবিতা পড়ে একটি কবিতা মনে পরেছে।

অন্ধবধু
কবি যতীন্দ্রমোহন বাগচী

পায়ের তলায় নরম ঠেকল কী!
আস্তে একটু চল না ঠাকুরঝি-
ওমা, এ যে ঝরাবকুল! নয়?
তাইতো বলি, বসে দোরের পাশে
রাত্তিরে কাল-মধুমদির বাসে
আকাশ-পাতাল-কতই মনে হয়।
জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই-
আমের গায়ে বরণ দেখা যায়?

আমি কোন কবিতা মনে করেছি আপনার কবিতা পড়ে। আশা করি বুঝতেই পারছেন আপনার কবিতা খুবই ভালো হয়েছে।


২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৯

মেহবুবা বলেছেন: আমার একটি প্রিয় কবিতা " অন্ধ বঁধু " ।
এত জীবন্ত কোন কবিতার চরিত্র কে আমার মনে হয় নি কখনো।

কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগল।

৩| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১:৩৬

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: চমৎকার মনোমুগ্ধকর রচনাশৈলী। শুভেচ্ছা জানবেন।

২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৮

মেহবুবা বলেছেন: শুভকামনা সবার জন্য ।

৪| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১:৩৮

রাজীব নুর বলেছেন: দুনিয়ার সমস্ত মায়াবতীরা ভালো থাকুক।

২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

মেহবুবা বলেছেন: সবাই ভাল থাকুক ।

৫| ২৪ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:১৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: ছবি আর কবিতা মাখামাখি।
শুভেচ্ছা রইল।

২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

মেহবুবা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৬| ২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৬

নেওয়াজ আলি বলেছেন: মুগ্ধকর

২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

মেহবুবা বলেছেন: ধন্যবাদ ।

৭| ২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৫

ওমেরা বলেছেন: মায়াবতী নামটাই তো মায়াভরা । আপনার কবিতাও সেরকম হয়েছে।

২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

মেহবুবা বলেছেন: খাগড়াছড়ি তে একটা লেকের নাম "মায়াবিনী" । নামেই যাদু আছে। ধন্যবাদ ।

৮| ২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫২

কবিতা পড়ার প্রহর বলেছেন: বাহ! এখন সব ঠিক আছে।

২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪০

মেহবুবা বলেছেন: আপনার পরামর্শে পেরেছি তা না হলে কেমন বিরক্তিকর লাগছিল।
অনেক ধন্যবাদ আপনাকে ।

৯| ২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

রামিসা রোজা বলেছেন:
মায়াবতীর কবিতার কোন অংশেই মায়ার কমতি নেই।
মায়াময় কবিতা খুব ভালো হয়েছে এবং ছবি সিলেকশন
চমৎকার লাগলো

২৫ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

মেহবুবা বলেছেন: কবিতা মায়াময় হলে তো সার্থক এই কবিতার জন্ম।
অনেকটা সময় নিয়ে এই ছবিটা খুজে বের করেছি তাই ভাল লাগছে জেনে যে আপনার ভাল লেগেছে।

১০| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ১০:০২

আমি সাজিদ বলেছেন: চমৎকার।

২৫ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৪৪

মেহবুবা বলেছেন: ধন্যবাদ ।

১১| ২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৭

মেহবুবা বলেছেন: অন্ধবধূ কবিতার পুরোটা যদি পারেন এখানে দেবেন @ঠাকুরমাহমুদ।

১২| ২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২১

খায়রুল আহসান বলেছেন: "এই নদীর জলে ছায়া রেখে
নিত্যদিনের অবুঝ খেলা"
- খুব সুন্দর লিখেছেন। সহজেই মনে রেখাপাত করে যায়।

"মায়াবতীর রূপকথা আজ
চুপকথা হয়ে ঘুমিয়ে পড়ে"
- হৃদয়স্পর্শী!

কবি এবং উৎসর্গিত কবিতার গর্বিতা মায়াবতী, উভয়ের জন্য শুভকামনা রইলো।

অনেকদিন পরে আপনাকে ব্লগে নিয়মিত হতে দেখে ভাল লাগছে।

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৮:২৪

মেহবুবা বলেছেন: শুভকামনা সকলের জন্য ।

১৩| ২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ কবিতা আপু। আপনার কবিতা আগে পড়ি নি, কিন্তু আপনার রচনাশৈলী চমৎকার। আমি মুগ্ধ।

আমি মায়াবতীর প্রেমে পড়তে পারতাম, যদি আমার স্ত্রী-বধূর এখানে আসার কোনো সম্ভাবনা না থাকতো, যদিও সেই সম্ভাবনা শূন্যের কোঠায়

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৮:২৭

মেহবুবা বলেছেন: Click This Link
এটা খুঁজতে গিয়ে কত কি হলো, কতজনকে মনে পড়ে মন উদাস হলো।

১৪| ২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:

অন্ধবধূ
কবি যতীন্দ্রমোহন বাগচী
-------------------------------------

পায়ের তলায় নরম ঠেকল কী !
আস্তে একটু চল না ঠাকুরঝি –
ওমা, এ যে ঝরা-বকুল ! নয় ?
তাইতো বলি, বসে দোরের পাশে,

রাত্তিরে কাল- মধুমদির বাসে
আকাশ-পাতাল – কতই মনে হয় ।
জ্যৈষ্ঠ আসতে ক-দিন দেরি ভাই –
আমের গায়ে বরণ দেখা যায়?

-অনেক দেরি? কেমন করে হবে !
কোকিল-ডাকা শুনেছি সেই কবে,
দখিন হাওয়া – বন্ধ কবে ভাই;
দীঘির ঘাটে নতুন সিড়ি জাগে –

শ্যাওলা-পিছল – এমনি শঙ্কা লাগে,
পা-পিছলিয়ে তলিয়ে যদি যাই !
মন্দ নেহাত হয় না কিন্তু তায় –
অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায় !

দুঃখ নাইকো সত্যি কথা শোন,
অন্ধ গেলে কী আর হবে বোন?
বাঁচবি তোরা-দাদা তো তোর আগে ?
এই আষাঢ়েই আবার বিয়ে হবে,

বাড়ি আসার পথ খুঁজে না পাবে-
দেখবি তখন – প্রবাস কেমন লাগে ?
‘চোখ গেল’ ওই চেঁচিয়ে হলো সারা ।
আচ্ছা দিদি, কী করবে ভাই তারা-

জন্ম লাগি গিয়েছে যার চোখ !
কাঁদার সুখ যে বারণ তাহার – ছাই !
কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই,
কতক তবু কমত যে তার শোক ।

‘চোখ গেল’- তার ভরসা তবু আছে-
চক্ষুহীনার কী কথা কার কাছে !
টানিস কেন? কিসের তাড়াতাড়ি-
সেই তো ফিরে যাব আবার বাড়ি,

একলা-থাকা- সেই তো গৃহকোণ-
তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে
দুটো যেন প্রাণের কথা বলে-
দরদ-ভরা দুখের আলাপন;
পরশ তাহার মায়ের স্নেহের মতো
ভুলায় খানিক মনের ব্যথা যত !

৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৩০

মেহবুবা বলেছেন: অনেক ধন্যবাদ ।
এই কবিতার আবৃত্তি শুনেছিলাম অনেক আগে এখনও মনে আছে।

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৫

মেহবুবা বলেছেন: "কাজলা দিদি" কবিতাও যতীন্দ্রমোহন বাগচীর লেখা !!
এমন চরিত্র কবিতায় বসিয়ে কেমন বাস্তব করে তোলা !

১৫| ৩০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:০২

হাসান মাহবুব বলেছেন: কোমল। মায়াময়। সুন্দর।

০৩ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৫

মেহবুবা বলেছেন: তেমনটি চেয়েছিলাম লিখতে।
ধরতে পেরেছেন।

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০১

ফয়সাল রকি বলেছেন: সুন্দর। ভালো লাগলো।
+++

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৯

মেহবুবা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২০

মেহবুবা বলেছেন: ধন্যবাদ আপা।

১৮| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩১

শায়মা বলেছেন: হা হা আপুনি!!!!!!!!!!!!

লুকোচুরি লুকোচুরি গল্প ..... :P

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৮

মেহবুবা বলেছেন: এই কবিতা পড়ে এমন মন্তব্য !
কত খাটুনি গেছে এটা লিখতে আর তুমি

১৯| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৪

শায়মা বলেছেন: না এটা এই কবিতার মন্তব্য না। এটা তোমার প্রশ্নের উত্তর.......

এই কবিতা যখন পড়েছিলাম......

তখন চিন্তায় পড়েছিলাম কাকে দেখে লিখলে এমন। কার কথা মনে হলো জানো? সমুদ্রকন্যার কথা।

এটা বুঝেছিলাম যাকে দেখে লিখেছো তাকে গভীর পর্যবেক্ষনেই লিখেছো ।

আর তুমি এমনই ....... সে কথা তো কবে থেকেই জানি ....

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫১

মেহবুবা বলেছেন: কেবল সমুদ্র কন্যা নয়, জলে স্থলে সর্বত্র বিচরন করে যে কন্যারা তাদের নিয়ে ভেবেছি এবং লিখেছি !

২০| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৪

পদ্মপুকুর বলেছেন: কবিতা বরাবরই আমার কাছে দুর্বোধ্য। তারপরও মায়াজড়ানো আলগোছে গল্পটা ভালো লাগলো।

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:০০

মেহবুবা বলেছেন: এই কবিতা ঠিক দুর্বোধ্য শব্দ খন্ডন করে দিয়েছে, সরল সোজা কবিতা একখানা।

২১| ২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৪

সুরঞ্জনা বলেছেন: মায়াবতীর কথা পড়ে মনটা কেমন করে উঠলো!

কেমন আছো প্রিয় মেহবুবা?

২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

মেহবুবা বলেছেন: তোমার সাড়া পেলাম তো অনেকটা ভাল থাকা হয়ে গেল !
মায়াবতী ছায়া ফেলে এমন করে কবিতার প্রকাশ, সকল মায়াবতীর জন্য ।

লরাকে নিয়ে লেখা শুরু করে দাও ।
ভাল থেকো তোমার মত করে !

২২| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ মায়াবী লাগলো আপনার মায়াবতী। পোস্টে অষ্টম লাইক।
কিন্তু আপু আপনি শেষ দুটি পোস্টে দশ বছর সময় নিলেন দেখে অবাক হলাম।এত ভালো লেখেন অথচ এত অনিয়মিত ব্লগবাসীকে বঞ্চিত করেছেন। অনুরোধ রইল এবার নিয়মিত হবার।

শুভেচ্ছা জানবেন।

৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৬

মেহবুবা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
যত দিন যাচ্ছে তত সময় বের করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তাই মাথায় কিছু এলেও লেখা হয়ে ওঠে না।
একটা সময় আমাকে PC তে কাজ নিয়ে বসে থাকতে হতো পারলে সারাক্ষণ, সেই সময়ে লেখালেখিতে হাত পাকানো; এখন দৃশ্যপট পালটে গেছে। Laptop এ কাজ এবং সেটা ব্যস্ততার এক অনুষঙ্গ।

পৃথিবীতে সবচেয়ে দামী সময় এবং সময় ।
নিরাপদ পৃথিবীতে সুস্থ ,স্বাভাবিক এবং সুন্দর হোক আপনার আগামী দিনগুলো সেই প্রত্যাশা ।

২৩| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: সরি আপু।আমি আপনার ছানা পাখির লেখা মুক্তি যুদ্ধের গল্প পোস্টটি দেখে মিশিয়ে ফেলেছি।‌আমি লিখেছি শেষ দুটি পোস্ট কিন্তু সেটা আমার দেখা আপনার দুটি পোস্ট।ছানা পাখির পোস্টটা খুব ভালো লেগেছে।
অনেক শুভেচ্ছা ছানা পাখিকে।

২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:৩৬

মেহবুবা বলেছেন: ছানা পাখী এখন লম্বা হয়ে গেছে, বড় হয়েছে ঠিক বলা যাবে না।
দোয়া করবেন সবখানে সবার সন্তান যেন ভাল থাকে।
শুভকামনা ।

২৪| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:০১

মলাসইলমুইনা বলেছেন: 'মায়াবতীর চুপকথা' পড়ে আর পুরো চুপ থাকা যাচ্ছে না কিছু বলতেই হচ্ছে।অল্পই বলছি ---আপনার কবিতাটা খুব ভালো লেগেছে ।
অলোকানন্দার তীর ঘেসে
যে পথ গেছে আঁকা বাঁকা
সে পথেই তার যাওয়া আসা
এই নদীর জলে ছায়া রেখে
নিত্যদিনের অবুঝ খেলা।

চমৎকার শুরু সাথে পরের পুরোটাই অসাধারণ হয়ে গেছে।সামুতে কবিতা পোস্ট করতেতো কোনো কষ্ট নেই।আর আপনার কাছে কবিতা লেখাও নিশ্চই সোজা। তাহলে আরেকটু বেশি লিখুন।আমাদের কোনো অসুবিধে নেই কিন্তু পড়তে। ভালো থাকুন কবিতার কথকথায় ।

২৭ শে মার্চ, ২০২১ সকাল ১১:২৬

মেহবুবা বলেছেন: এতদিন পর জবাব দিতে এলাম, কিছু মনে করবেন না ।
আপনাদের ভাল লাগলে যে লেখে তারও ভাল লাগে; ভাল থাকবেন।

২৫| ২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩০

সোহানী বলেছেন: একজন পুরাতন ব্লগার হিসেবে আমারই উচিত ছিল আপনাকে আগেই অনুসরন করা। কিন্তু আমি নিজেই এতো অনিয়মিত যে খুব ভালোভাবে জানিই না পুরোনো কারা এখনো আছে ব্লগে। আপনাকে দেখে ভালো লাগছে।

কবিতা পড়েছি কিন্তু আবার পড়তে হবে অনুভব করার জন্য। তাই তা নিয়ে কমেন্ট করলাম না।

অনেক ভালো থাকুন।

২৭ শে মার্চ, ২০২১ সকাল ১১:২৯

মেহবুবা বলেছেন: সোহানী আমার তো মনে হয় আমরা যারা পুরোন তারা এত হিসেব নিকেষের ধাল ধারি না; সম্পর্কগুলো সাবলীল এবং অকপটে সব বলা যায় ।
সবাই সবার মত ব্যস্ত; ভাল থেকো নিরন্তর ।

২৬| ১৫ ই মার্চ, ২০২১ রাত ১০:২৫

সুনীল সমুদ্র বলেছেন: অনেকদিন পর এই কবিতাটি পড়লাম। ভালো লাগলো খুব। আশা করি ভাল আছেন ।

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৫

মেহবুবা বলেছেন: আমার কবিতাকে আপনি ভাল বলছেন দেখে অনুপ্রাণিত হই ।
শুভকামনা আপনার জন্য ।

২৭| ২১ শে এপ্রিল, ২০২১ সকাল ৭:৩০

চাঁদগাজী বলেছেন:



জানি না কিভাবে মিস করেছিলাম; স্নিগ্ধ, সৌম্য, রূপকথার দেশের মায়াবতীর উপস্হিতি মনের মাঝে।

২৮| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৭

মেহবুবা বলেছেন: কবিতায় মায়াবতী কেমন প্রশ্রয় পেয়ে যায়!
শুভকামনা আপনার জন্য ।

২৯| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: মায়াবতীর রূপকথা আজ চুপকথা হয়ে ঘুমিয়ে পড়ে বেশ লিখেছেন ।

০৯ ই জুলাই, ২০২১ রাত ১:২৪

মেহবুবা বলেছেন: অনুপ্রাণিত করবার জন্য ধন্যবাদ ।

৩০| ০৮ ই জুলাই, ২০২১ রাত ২:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কপালে পোড়া দাগ ছিল তার
বুকে গোপন গভীর ক্ষত
ঢেউয়ের নীচে আড়াল ছিল
শিকল বাঁধা পায়ের চিহ্ন
দেখলে তাকে চিনতে পারো।

..............................................................................
আচ্ছা, আমি খুঁজে এনে দিবো ।
(সম্ভবত এই প্রথমবার এই নিকে আসা )
কবিতায় ++

৩১| ০৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৬

মেহবুবা বলেছেন: পেলে পরে বেশ হয় !

৩২| ১৪ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার কবিতা পড়ে আমার কবি সত্যেন্দ্রনাথ দত্তের কথা মনে পড়ছে। চমৎকার ছন্দ।

১৬ ই জুলাই, ২০২১ রাত ১২:৩৫

মেহবুবা বলেছেন: আমার অবশ্য লেখবার পর যতীন্দ্রমোহন বাগচীর কথা মনে এল ; আগে নয়।
সত্যেন্দ্রনাথ দত্ত তো ছন্দের যাদুকর।

৩৩| ১৬ ই জুলাই, ২০২১ রাত ১২:৪৯

মনিরা সুলতানা বলেছেন: খুব সুন্দর !

১৬ ই জুলাই, ২০২১ রাত ১:০৩

মেহবুবা বলেছেন: তাহলে তো সময় পেলে আরো লিখবো !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.