![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার যদি সামুতে জেনারেল অথবা সেইভ নিক থাকে - তাহলে অবশ্যই আপনি থাকতে পারবেন পৃথিবীর সবচাইতে বড় বাংলা ভাষাভাষীদের কেন্দ্র বিন্দুতে ।
গাছ লাগান পরিবেশ বাঁচান । ভাল বীজের ভাল ফলন , একটি বীজ আগামী দিনের স্বপ্ন । এই শ্লোগানে ময়মনসিংহের মুক্তাগাছায় বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের সবজী বীজ । সবজি চাষের ভরা মৌসুমে ব্যাপক চাহিদা থাকায় বীজ বিক্রির ব্যবসা এখন জমজমাট । প্যাকেটজাত বিভিন্ন কোম্পানীর সীম, শসা , ঝিঙ্গা, মিষ্টি কুমড়া, বরবটি , বেগুন , চিচিঙ্গা, পটল,কাঁকরল, লাউ, ঢেঁরশ , গাজর, মরিচ প্রভৃতি সবজী ও মসল্লা ফসলের উন্নতমানের এবং ভালো বীজ দাবী করে বিক্রি হচ্ছে সিএনজি চালিত অটো রিকশায় । মুক্তাগাছা পৌরএলাকার নন্দীবাড়ি, ঈশ্বরগ্রাম ,পাড়াটঙ্গী এবং মানকোন, পদুরবাড়ি , তারাটি, বাঁশাটি , সত্রাশিয়া , চেচুয়া , লক্ষীপুর, কালিবাড়ি, গাবতলীসহ বিভিন্ন গ্রামাঞ্চলে কৃষকের বাড়ির পাশে মাইকিং করে আকৃষ্ট করা হচ্ছে ক্রেতা । গ্রামের কৃষকরা শহরের বাজারে বীজ ক্রয়ে যে টাকা যাতায়াত খরচ বাবদ ব্যয় করেন সেই খরচের টাকায় কিনতে পাচ্ছেন বীজ । তাই তারা বাজারে না গিয়ে বাড়ীর পাশ থেকে ভ্রাম্যমাণ বীজ বিক্রেতাদের নিকট থেকে বীজ কিনে নিচ্ছেন । বীজ বিক্রেতা মাজেদুর , জুয়েল , রুবেল , ফজলুল , কামরুল জানান , সিএনজি অটো ভাড়া , মাইক ভাড়া ও খাওয়া খরচ বাদে প্রতিদিন জনপ্রতি ৪শ’ টাকা থেকে ৫শ’ টাকা পর্যন্ত আয় হচ্ছে । বীজের ক্রেতা কৃষক আব্দুল গনি, মন্টু , হানিফ , যদু মিয়া , হাকিম মন্ডল জানান , গত বছরও ভ্রাম্যমাণ বিক্রেতাদের নিকট থেকে বীজ সংগ্রহ করে বাড়ির আঙ্গিনা ও কৃষি জমিতে চাষাবাদের মাধ্যমে সবজীর ভালো ফলন পাওয়া গেছে । কৃষি বিভাগ জানায় , শাক- সবজী , মসলা ইত্যাদির উন্নত চাষ পদ্ধতি , সংরক্ষণ ও বিপণন সম্পর্কে প্রতিবছর কৃষকদের ধারনা দেয়া হয়ে থাকে ।
©somewhere in net ltd.