![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার যদি সামুতে জেনারেল অথবা সেইভ নিক থাকে - তাহলে অবশ্যই আপনি থাকতে পারবেন পৃথিবীর সবচাইতে বড় বাংলা ভাষাভাষীদের কেন্দ্র বিন্দুতে ।
muktagachanews.blogspot.com মনোনেশ দাস : মুক্তাগাছার পাড়াটঙ্গির বাসিন্দা নিজাম উদ্দিনের (৬৫) বাহন ঘোড়া । ঘোড়ায় চড়ে তিনি মুক্তাগাছাসহ আশপাশের জেলা উপজেলাগুলোতে যাতায়াত করে থাকেন । এখনও ঘোড়ার ব্যবহার করে বাপ দাদার ঐতিহ্য ধরে রেখেছেন তিনি । মুক্তাগাছার জমিদারদের সাথে নিজাম উদ্দিনের বাবা দাদার ছিল খুবই সখ্যতা । জমিদারগণ হাতিতে চড়ে চলাফেরা করতেন । আর তার বাবা দাদা চড়তেন ঘোড়ায় । আজ থেকে ৫৫ বছর আগে যখন নিজাম উদ্দিনের বয়স মাত্র ১০ বছর তখন বাবার কাছ থেকে রপ্ত করেন ঘোড়া চলানো । সেই থেকে তিনি ঘোড়া চালান । এ পর্যন্ত প্রায় ২ ডজন ঘোড়া ব্যবহার করেছেন তিনি । সর্বশেষ ২০১২ সালে ব্যবহৃত ঘোড়াটির মৃত্যু হলে জাপানি হোন্ডা কোম্পানীর একটি মোটর সাইকেল ক্রয় করেন । ছোট বেলা থেকে গড়ে উঠা অভ্যাস ঘোড়া চালানো তাই হোন্ডা চলাতে ভালো লাগছিলো না। চলতি সপ্তাহে হোন্ডাটি বিক্রি করে পৌনে ২ লাখ টাকায় ক্রয় করেছেন ভারতীয় জাতের একটি ঘোড়া । ঘোড়া চালিয়ে এখন তিনি স্বাচ্ছন্দ ভোগ করছেন । ঘোড়ার খাওয়া বাবদ প্রতিদিন ১শ’ টাকা খরচ হয় । ২ দিনেই ঘোড়াটি তার ভক্ত হয়ে গেছে । জানা যায় ,পৃথিবীতে যে সমস্ত বিশ্বস্ত ও প্রভূভক্ত প্রাণী রয়েছে তার মধ্যে ঘোড়া অন্যতম । প্রাচীনকালে ঘোড়া বিশ্বস্ত এবং জীবন রক্ষাকারী যুদ্ধ সহযোগী হিসাবে প্রতিপালিত হতো । প্রাচীন সভ্যতার বিলোপ আধুনিক সভ্যতার ক্রমবিকাশে কমে যাচ্ছে ঘোড়া । গাণিতিক অশ্বক্ষমতার উদ্ভাবন হয় ঘোড়া থেকে। বাংলাদেশে ঘোড়ার গাড়ির প্রচলন হয় ১৮৫৬ সালে । বর্তমানে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে ৩২টি এবং সারদা পুলিশ একাডেমিতে ৪০টি ঘোড়া রয়েছে । জাতীয় ক্রীড়া , স্বাধীনতা দিবস , বিজয় দিবস , বাৎসরিক কুচকাওয়াজ , শ্রেষ্ঠ সৈনিকদের পদক বিতরণ প্রভৃতি অনুষ্ঠানে এসব ঘোড়া দিয়ে নানা রকম ক্রীড়া কৌশল প্রদর্শন করা হয় । নিজাম উদ্দিন জানান , যান্ত্রিক সভ্যতায় বিভিন্ন যানবাহন ঘোড়াকে পেছনে ফেলে দিয়েছে । আমার ঘোড়া চালানো দেখে নতুন প্রজস্মরা জানবে প্রাচীন লোক ঐতিহ্যের কথা । ছবি ক্যাপশণ : মুক্তাগাছা (ময়মনসিংহ) : ঘোড়ায় চড়ে বিভিন্নস্থানে যাতায়াত করেন নিজাম উদ্দিন
ময়মনসিংহে ৬৮০ মন্ডপে দুর্গাপূজা
ময়মনসিংহে ৬৮০ টি মন্ডপে দুর্গাপূজা। ময়মনসিংহে এবছর ২০১৪ সালে ময়মনসিংহে ৬৮০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে । ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদরে , মুক্তাগাছায় , ফুলবাড়ীয়ায় , ফুলপুরে, হালুয়াঘাটে , ভালুকায়, ত্রিশালে, গফরগাঁওয়ে , ঈশ্বরগঞ্জে, গৌরীপুরে , নান্দাইলে , ধোবাউড়ায় এবং তারাকান্দায় দুর্গাপূজাস্থল মন্ডপগুলিতে পুরোদমে চলছে মূর্তি তৈরির কাজ । জেলা পূজা উদযাপন পরিষদের নেতা শংকর কুমার সাহা জানান , ইতিমধ্যে সকল মন্ডপ কমিটি পূজার প্রস্তুতি বিষয়ক আলোচনা করেছেন । পুলিশ ও প্রশাসন সূত্র জানায় , দুর্গাপূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ভাবে সম্পাদনের লক্ষ্যে সকল ব্যবস্থা নেয়া হয়েছে । মুক্তাগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান , এবছর ১০১টি মন্ডপে জাকজমক ভাবে দুর্গাপূজার প্রস্তুতি নেয়া হয়েছে । গত বছর শিবমূর্তি চুরি হওয়ায় দুর্গাপূজা কার্যক্রমে কিছুটা হলেও ব্যাহত হয় । শিবমূর্তি পাওয়া যাওয়ায় আবারও হিন্দু সম্প্রদায়ের মাঝে আনন্দ ফিরে এসেছে । ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ৪৭টি স্থায়ী-অস্থায়ী পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উদযাপনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী (২৯ সেপ্টেম্বর ) সোমবার ষষ্টি পূজা ও দেবীর বোধন, মঙ্গলবার দেবী ষষ্টী ও অদিবাস, বুধবার সপ্তমী পুজা, বৃহস্পতিবার মহা-অষ্টমী পুজা ও শুক্রবার মহা-নববী শেষে বিজয়া দশমী। ৫ দিন ব্যাপি চলবে এ দুর্গোৎসব। সারা দেশের ন্যায় গৌরীপুরের শিল্পীরা ইতিমধ্যেই প্রতিমা নির্মানের কাজ প্রায় শেষ করে শুধু প্রতিমার পরিচ্ছদ আর রং করার কাজ বাকী রেখেছেন। এ ছাড়া সার্বজনিন ন্থায়ী মন্দির গুলো ঝাড়-মুচ রং ও অস্থ্য়াী মন্দির নির্মান করে সুদৃশ্য বিশাল প্যান্ডেল,তোরণ নির্মানের কাঠামো তৈরী এবং বর্ণাঢ্য আলোকসজ্জার কাজও শুরু করেছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি অরুন চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র কর জানিয়েছেন,এ বছর গৌরীপুর পৌর শহরে ১২টি পূজাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সর্বমোট ৪৭টি পূজা অনুষ্ঠানের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। তার মাঝে পৌর এলাকার দুর্গাবাড়ী, বাগানবাড়ী, কালিখলা, ঋষিবাড়ী, মাষ্টারপাড়া,হরিজন পল্লী, ষ্টেশনরোড, মধ্যবাজার, মধ্যবাজার পালমন্দির, চকপাড়া, সরকারপাড়া মন্দির,পূর্ব দাপুনিয়া, ও উপজেলার গৌরীপুর ইউনিয়নে ২টি, রামগোপালপুর ইউনিয়নে ৪টি,সিধলা ইউনিয়নে ২টি, ডৌহাখলা ইউনিয়নে ৭টি,অচিন্তপুর ইউনিয়নে ৭টি, মইলাকান্দা ইউনিয়েনের শ্যামগঞ্জ বাজারে ৪টি,সহনাটি ইউনিয়নে ১টি,মাওহা ইউনিয়নে ৩টি ও বোকাইনগর ইউনিয়নে ৬টি সার্বজনিন বারোয়ারী দুর্গাপূজা আয়োজন করা হয়েছে।
©somewhere in net ltd.