নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চুপ কাব্যিক

নিশ্চুপ কাব্যিক › বিস্তারিত পোস্টঃ

অধিকার\' তুমি কি,,,,,? কতখানি?(পর্ব:-০২)

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৭

'
//প্রতিটি মানুষের অধিকার

আছে যেকোনো কিছুর নিন্দা
করার, বিরোধিতা করার,
স্যাটায়ার করার, মতামত দেয়ার।//
.
আমি উপরিউক্ত উক্তির সাথে সম্পূর্ণরূপে ঐক্যমত্য পোষন করছি।
এবং একি সসাথে কোন শিক্ষিত,অধিকার সচেতন, বুদ্ধিমান নাগরিকের ভিন্নমত থাকার কোন কারন আছে বলে আমি মনে করি না।
.
কিন্তু যখন আপনি উপরের 'নিন্দা করার অধিকার দ্বারা নাস্তিক ব্লগারদের ধর্মের বিরুদ্ধে নিন্দা করা, নবী রাসুলদের চরিত্রে কালিমা লেপন করে ব্লগ লেখার অধিকারকে উদ্যেশ্য করবেন, তখন প্রসংগত কিছু কথা বলতেই হচ্ছে।
.
১.রাসুল সঃকে নিয়ে, হযরত আয়েশা রাঃকে নিয়ে 'চটি গল্প' লিখেছিল ব্লগে তারা। নিন্দা করা মানে কি কারো চরিত্র নিয়ে চটি গল্প লিখা?
.
২.আমাদের বিশ্বাস সমগ্র সৃষ্টি জগতের একজন সৃষ্টি কর্তা অবশ্যই আছেন, তারা তথ্যপ্রমাণের ভিত্তিতে বলতে পারেন যে 'সৃষ্টি কর্তা নেই'! এটা তাদের অধিকার হতে পারত।কিন্তু 'থাবা বাবা' বললেন সৃষ্টি কর্তা তার খাঁটের নিচে বসে সিগারেট খাচ্ছে! এটাকি 'নিন্দা' হল? নাকি 'উপহাস' হল?
.
৩.আমরা ধর্ম মানি। তারা ধর্ম না মানতে পারে, না মানার পক্ষে যুক্তি দিতে পারে। কিন্তু তারা করলকি? তারা ধর্ম যারা মানে তাদেরকে গালি দিতে থাকল। কাউকে গালি দেওয়াও কি কারো অধিকারের পর্যায়ে পড়ে নাকি?
.
কারো চরিত্র নিয়ে চটিগল্প লিখা, কারো বিশ্বাস নিয়ে উপহাস করা, কাউকে মনের মাধুরি মিশিয়ে গালি দেওয়ার নামই যদি হয় নিন্দাকরার অধিকার! তবে আসুন আজ থেকে আমরা আমাদের অধিকারের চর্চা শুরু করে দিই আর হসপিটালের শূণ্য বেডগুলো পূরন করতে সাহায়তা করি। কারন আপনাকে গালি দেওয়া আমার অধিকারের পর্যায়ে পড়লে, আমার নাকের ঢগায় আপনার মুষ্টিবদ্ধ হাত চালানোটা অটোমেটিক অধিকার হয়ে দাড়াবে। সো ফলাফল? গো টু হসপিটাল!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.