নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুমায়ূন আহমেদের বই যখন পড়ি, তখন আমার লেখার ইচ্ছাটা জেগে উঠে। আপাতত ছোট গল্প দিয়ে না হয় শুরু করলাম..

রব্বানী রবি

রব্বানী রবি

রব্বানী রবি › বিস্তারিত পোস্টঃ

সময়ের পরিভ্রমণ টাইমমেশিন

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০১

আমার এ লেখাটা টাইমমেশিন নিয়ে। হয়তো আপনার পড়ে অদ্ভুতও লাগতে পারে ! লাগারি কথা। পড়ে মতামতও জানাতে পারেন..

টাইমমেশিন হচ্ছে বিজ্ঞানীদের কল্পনার এক আবিষ্কার। এই মেশিনে চড়ে সময়ের আগে পৌছানো যাবে। কয়েকশো কি.মি পাড়ি দেওয়া যাবে কয়েক মিনিটে! কাজ করা যাবে, আগের চেয়ে অনেক বেশী।

যাই হোক আমার কেনো যেনো মনে হলো আমরা টাইমমেশিনের মধ্যে দিয়ে যাচ্ছি।কেনো?

আদিম যুগে মানুষ পায়ে হেঁটে এক দেশ থেকে অন্য দেশে যেতো। তারা কখনো কল্পনা করে নি, চাকা আবিষ্কারের ফলাফল নিয়ে। আগে যেখানে মানুষ পায়ে হেঁটে যেতো, মানুষ সেখানে গরুর গাড়িতে করে সময়টা অনেক কমিয়ে এনেছে।

এরপর ইন্জিনের আবিষ্কারের ফলে মোটরগাড়ি এলো। তারফলে দেখা গেলো, গরুর গাড়িতে করে যেখানে যেতো, সেখানে সময় বাঁচানোর জন্য মানুষ ব্যবহার করা শুরু করলো মোটরগাড়ি।

এভাবে আবিষ্কারের ফলে একদিন চলে এলো প্লেন। খুব অল্প সময়ের মধ্যে দিয়ে মানুষ তার কাজগুলাকে খুব দ্রতু সেরে নিতে পারছে। পায়ে হেঁটে আরেকদেশে যেতে যেখানে ছয় মাস লাগলো, সেখানে মানুষ প্লেন ব্যবহার করে হয়তো ছয় ঘন্টায় পৌছে যাচ্ছে !

বাকি ৫ মাস ২৯ দিন, মানুষ কতো কতো কাজ করে পৃথিবীটাকে বদলে দিতে শুরু করেছে।

এটাকে কি আমরা বলতে পারি না, আমরা এমন একটা সময়ের মাঝে দিয়ে যাচ্ছি, যেটা হয়তো অনেকটা টাইমমেশিনের মতোই !

হয়তো অদূর ভবিষ্যৎ, বলে দিবে, বিজ্ঞানীদের কল্পনাই সত্য।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: জোসস আইডিয়া
HG Wales এর টাইম মেশিন পড়েছেন??
রিচার্ড ফাইনম্যানের The feynman lecturers in physics part 3??

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩০

রব্বানী রবি বলেছেন: না

২| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৬

কিশোর মাইনু বলেছেন: আসলেই অদ্ভুদ।
কিন্তু ভেবে দেখার মত।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৭

নতুন বলেছেন: টাইম মেশিন আবিস্কার কিন্তু ভবিষ্যতে হয়নাই.... হলে কিন্তু কেউ না কেউ অতীতে আসতো.... বত`মান পযন্ত ইতিহাসে কিন্তু ভবিশ্যতের কেউই ফিরে এসেছিলো তেমন কোন তথ্য নেই।

তার অথ` হলো কেউই ভবিশ্যতের থেকে ২০১৮ পযন্ত বছরে ফিরে আসার চেস্টা করেনাই।

কেন??????????????

তার প্রধান কারন হয়তো টাইমমেশিন আবিস্কার সম্ভব না।

কিন্তু টেলিপোরটেসন সম্ভব হবে.... হয়তো অদুর ভবিশ্যতেই আমরা এর শুরু টা দেখতে পারবো।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: সত্যি সত্যি টাইম মেশিন হলে ভালোই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.