![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই হোক প্রতিটা মানুষের চিরসঙ্গী।পাঠ্য বই পড়ে আমরা যা শিখি, তার অনেকাংশই আমাদের চিন্তাকে প্রসারিত করতে পারে না।তাই স্বপ্নের বাংলাদেশের শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশি অবসরে বিভিন্ন বিষয়ের উপর পড়ুক বিভিন্ন বই।তাতে তার চিন্তা এবং মেধার বেশ বিকাশ ঘটবে।আধুনিকতার ভীড়ে আমরা হারিয়ে যাচ্ছি ফেসবুক, ম্যাসেন্জার কিংবা পাবজি খেলায়। এসব শুধু আমাদের সময়কেই নষ্ট করে না, নষ্ট করে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কিছুর সাথে পরিচিত হয়ে,কেউবা চলে যায় বিপথে।এসব থেকে রেহাই পেতে আপনার সন্তানকে একটি ভালো বই হাতে তুলে দিন।দেখবেন অনেক খারাপ কাজ থেকে সে বিরত থাকছে। আধুনিক বাবা মায়েরা তাদের বাচ্চাদের হাতে তুলে দেন ট্যাব।সারাদিন বাচ্চাটি ট্যাবেই ডুবে থাকে।অথচ ছোট বাচ্চাটির হাতে যদি একটি শিশুতোষ বই তুলে দিতেন! তাহলে পরিবর্তনটা হতো অভাবনীয়।লেখক কিঙ্কর আহসানের একটি বেশ ভালো উক্তি রয়েছে,যা আমাদের সকলের পছন্দের লাইন হওয়া উচিত।আর সেটি হলো
" পৃথিবীটা বইয়ের হোক "।
২| ০২ রা জুলাই, ২০২০ রাত ৯:৫৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো পরামর্শ দিয়েছেন। বই পড়ার অভ্যাস ছোটবেলা থেকেই গড়ে তুলতে হয়।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০২০ রাত ১২:৩৭
রাজীব নুর বলেছেন: কিন্তু বই পড়ে দেশ, সমাজ বা সংসারের কি উপকার হয়?