নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্য মানব

রহস্৪২০

কিতা কইতাম , অতি নিরহ মানুষ । আর কিছু কইলেই কয় তুই নাস্তিক ।

রহস্৪২০ › বিস্তারিত পোস্টঃ

নিয়তি ও একটি পরিবার

৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩০



রানা ঃ বাবা আমারে একটা নতুন জামা কিনা দিবা

মাসুদ ঃ সামনে মাসে বেতন পাইলে দেহি

রানা ঃ না আমারে কিনা দিতেই হইব

মাসুদ ঃ কইলাম না দেহি

এই হইল বাবা ও ছেলের আলাপ চারিতা ,

মাসুদ খুব সাধারন ছেলে ,একটা এনজিও তে কাজ করে , বেতন যা পায় তা দিয়ে কুন রকমে সংসার চলে , পরিবার বলতে মাসুদ , রেহানা , আর তার দুই ছেলে ।

ঢাকাইয় একটি বাসায় ভাড়া থাকে । গ্রামে ১০ কাঠা জমি আছে , তাও বন্ধক ।

প্রতিদিনের মত মাসুদ সকালে নাস্তা করে বাড়ি থেকে কাজে বের হই আজ ।

রেহানা ঃ সাবধানে যেও

মাসুদ ঃ একটা হাসি দিল





কাজে যাবার জন্য মাসুদ একটি বাসে উঠল , সে যাবে শাহবাগ । বাসে কোন রকমে একটি সিট পেল । সে ভাবতে লাগল কি করা যায় , এত কম টাকা দিয়ে সংসার চলে না ,এক সময় সে ঘুমিয়ে গেল ।

খুব চিল্লাপাল্লায় তার ঘুম থেকে উঠে দেখল তার বাসে কারা যেন আগুন দিছে । তার পাশে যে আশে সে মারা গেছে ,তার ভয়ে উঠে দাঁড়াবে এমন সময় দেখে তার পা আটকে গেছে এবং তার পা এর রগ ও শিরা কেটে গেছে , সে এখন বাচার জন্য চিতকার করছে , ফায়ারের লোক তাকে বাস থেকে বের করে । আর জনতা তাকে নিয়ে হাসপাতালে দিকে রওনা হয়।





রকি এক রাজনৈতিক দলের নেতা , সে এখন বসে আছে ঢাকা মেডিকেল হাসপালে , তার হাতে আগুন লেগেছে , তাই তার লোক গেছে ডাক্তার ডাকতে ।আনেক সময় পর একজন ডাক্তার তার কাছে আসে , আর দেরি দেখে রকি রেগে ডাক্তার কে একটা চড় মারে । শুরু হইয় দস্তা দস্তি ।

এই ঘটনায় ডাক্তারা ধরমঘত ডাকে ।



মাসুদ কে নিয়ে জনতা হাসপাতালে নিয়ে আসে ,আর দেখে হাসপাতালে চিকিতসা বন্ধ রয়েছে , লোকজন ডাক্তারদের অনুরোধ করছে তাকে দেখার জন্য , কিন্ত তারা তা পারবে না , এই দিকে মাসুদের অবস্তা খুব খারাপ দিকে চলে যায় ।

এক সময় সে মারা যায়

এই দিকে রেহানা তার প্রিয় মানুস টিকে এই অবস্তা দেখে সে হতবম্ব ।

কি হবে তার ?

কি হবে তার পরিবারের ?

কি হবে তার ছেলে দের ?

এই সব তার মাথায় আসছে না । এটা কি শুধু নিয়তি নাকি ………………?



টীকা ঃ এই ঘটনার সাথে কারও মিলে গেলে আমি দায়ি না :-P :-P

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:২২

আলম দীপ্র বলেছেন: নতুন ব্লগার । শুভকামনা আপনার জন্য । শুভ ব্লগিং ।

২| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:২৫

রহস্৪২০ বলেছেন: ধন্যবাদ

৩| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৮

আরজু পনি বলেছেন:

দীর্ঘশ্বাস !

শুভ ব্লগিং ।

৪| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫১

রহস্৪২০ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.