নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্য মানব

রহস্৪২০

কিতা কইতাম , অতি নিরহ মানুষ । আর কিছু কইলেই কয় তুই নাস্তিক ।

রহস্৪২০ › বিস্তারিত পোস্টঃ

মন ফড়িং দের গল্প

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৭



“ স্যার আমার আপনার পড়া ভালো লাগে কিন্ত আমার শরির ভাল লাগছে না , আমি কি চলে যেতে পারি” কথাটা বলল মন

মন একটা ভারসিটি কোচিং সেন্টারে পরে । খুব ভাল ছাত্র , খুব চঞ্চল , কিন্ত হঠাত কেন জানি অন্যরকম হয়ে গেছে ।কোচিং সেন্টারে থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিগারেট খাচ্ছে সে ।এমন সময় তার বন্ধুরা এসে বলল “কি রে ক্লাস করলিনা যে” “ কি ক্লাস করমু , সব তো পারি”

বন্ধুরা হাসল কারন তারা তা জানে । সে কোচিং সেন্টারে ফাস্ট বয় । সে যে তারা জানে।

মন যে প্রথম ছাড়া অ্ন্যকিছু হয়নাই । কিন্তু s.s.c তার Gpa 4.80 ছিল । তার একটা কারন আছে ।সে ব্যবহারিক পরিক্ষা দেই নাই , কোথাই যে উধাও ছিল ।কেউ যানে না ।উই দিন থেকে মন যেন কেমন হইয়ে যায় ।

“কিরে উঠ ,তর না আজ H.S.C রেজাল্ট।,উঠ তারাতারি তর বন্ধুরা বসে আছে” বলল মন এর মা ।

“ওদের বল আমরা রেজাল্ট টা নিয়ে আসতে” চোখ মুছতে মুছতে বলল মন



কলেজের একপাশে বসে ছাত্রদের লাফালাফি দেখছে মন ,তারা সবাই GPA 5 পেয়েছে এমন সময় তার ফোন বেজে উঠল ।তার মা ফোন করেছে ।

“কিরে তোর খবর কি” বলল তার মা

“হুম GPA 5” বলল মন

“কেন যে মানবিক বিভাগে গেলি , বিজ্ঞান বিভাগিই ভাল ছিল” বলল তার মা

হুম্ম বলল মন

“কি হুম হুম করছ তারাতারি বাড়ী আছিস”

হুম বলেই ফোনটা কেটে দিল মন।



কোচিং সেন্টারে সব ছাত্ররা নোটিস দেখার জন্য ভিড় জ়মিয়েছে । মন তার বন্ধু কে বলল কিসের নোটিস ।তারা বলল কে জানছ না বিশেষ ২০ ছাত্রে তর নাম এসেছে । আর তকে স্যার ডেকেছে ।

কি খবর মন , তুমি এমন আনমনে কেন” বলল স্যার

কই না ত আমিত ঠিকি আছি” বলল মন

আমরা তোমাকে নিয়ে আশাবাদি

কিছু বলল না মন



আদালতের বাইরে বসে আছে মন ,আজ় মন এর প্রথম কেস যার জন্য সে এতদিন অপেক্ষা করছিল । । ঢাকা থেকে আইন বিভাগে পড়া শেষ করে বিদেশে চলে যায় সে ।সে আজ বড় নাম করা উকিল ।

বিচারিক কাজে সে আদালতের ভিতরেগেল সে । তার খুব ভয় লাগছিল ,কেননা তাকে কেসটা জিততে হবে ।



বিচারক তার রায় ঘোষনা করল ।রায় শুনে মন এর চোখ দিয়া পানি পরতে লাগল , যে রায় জন্য সে এতদিন অপেক্ষা করছিল । আদালত থেকে বের হয়ে দেখল তার জন্য অনেক সাংবাদিক ।

তারা তাকে ঘিরে ধরল , “এতদিন পর কিভাবে এত কঠিন কেস জিতলে” প্রশ্ন করল এক সাংবাদিক ।

জবাবে মন হাসল

এমন সময় মন এর কাছে একটা ফোন আসল , ফোনটা ধরে মন চোখ দিয়ে পানি পরতে থাকে , কেননা তার বোন ফড়িং আজ ৮ বছর পর সাথে কথা বলছে ।

আপা আমি তোমার ধরষক দের সাজা দিতে পেরেছি এ কথা বলতে বলতে মন এর চোখ দিয়ে পানি পরতে থাকে ।

এই চোখের পানিতে রয়েছে কিছুটা আনন্দ , কিছুটা দুঃখ , কিছুটা বিজয় ।



{ কাল্পনিক গল্প } :-P B-) B-)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১০

লেখোয়াড় বলেছেন:
ভাল লিখেছেন।
++++++++++++

১১ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৩

রহস্৪২০ বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩০

এম আলম তারেক বলেছেন: ভাল------ X( X(

১১ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪১

রহস্৪২০ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.