নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা বড়ই আজিব প্রাণী , আমরা মানুষরা কি চাই ? আমরা সবাই সুখ চাই ।। কারো সুখ টাকাতে , কারো সুখ নারীতে , কারো স্বাধীনতায় , আমার সুখ কিসে তার সন্ধানে আজ আমি সোডিয়াম লাইটের এই লাল নীল শহরে আজো সিগারেট হাতে হাতরে বেড়াই ।।

রক্তপিপাসু ছাড়পোকা

রক্তপিপাসু ছাড়পোকা › বিস্তারিত পোস্টঃ

স্মার্টনেসের অপর পিঠ

২১ শে আগস্ট, ২০১৫ রাত ৩:২৭

সেদিন দুপুরে কি একটা কাজে এক জায়গায় যাচ্চিলাম ।
বাসা থেকে বের হয়ে দেখি বাইরে প্রচন্ড রোদ । রোদ এতোটাই বেশি ছিল যে মনে হচ্ছিল , সূর্যের তাপে যেন শরীরের সব রক্ত শুকিয়ে যাচ্চে । সূর্যটা মনে হয় কারো ওপর প্রচন্ড পরিমান রেগে ছিল ।
আচ্ছা ,সূর্যের কি প্রান আছে ? নইলে সূর্য একেকদিন একেক তাপের আলো দেয় কিভাবে ?
এইসব বিষয়ে আমার ধারনা একেবারেই নগন্য ।
যাই হোক , কিছুক্ষন হাটার পর পাকা রাস্তায় এসে পৌছালাম । সেই চিরচেনা রাস্তাটাকে আজ বড় অচেনা লাগছে ।
কিছুদূর যাওয়ার পর একটা দোকানে ঢুকে সিগারেট ধরালাম সাথে এক কাপ চা ।
আমার পাশেই কিছু স্কুলপড়ুয়া ছেলে বসেছিল ।মনে হয় ,বড়জোর ক্লাস টেন পড়ুয়া হতে পারে । তারা ও সিগারেট টানছিল । আমিও ভাবলাম ডিজিটাল পোলাপান !!
কিছুক্ষন পর তাদের কথোপকথন শুনে আরো অবাক হলাম ।
বলছিল , "মামা আমার গার্লফ্রেন্ড না আমারে ওর নিওড পিক দিসে ,তোদেরকে হোয়াটস এপ এ দিয়ে দিব । আর ও আমার সাথে ফিজিকেল রিলেশন করতে রাজি হয়েছে ।একবার করতে পারলেই ওর থেকে টাকা নিমু , আর পার্টি দিমু "
কথাগুলো শুনে আর বেশিক্ষন থাকতে পারলাম নাহ ।
তাদের এই অবস্থার জন্য কে দায়ী ?
তাদের ফ্যামিলি ? না সঙ্গদোষ ? না সমাজব্যবস্থা ? নাকি ডিজিটাল বাংলাদেশ ।
আজ আমরা অতিরিক্ত পরিমানের স্মার্ট হয়ে গেছি । আমরা স্মার্টের নামে যা করছি তা হল নোংরামী ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

আমি মুক্তা বলেছেন: এই ডিজিটাল যুগের ডিজিটাল পিচ্চি পিচ্চি পোলাপাইনের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে ভাবতে গা শিউরে উঠে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.