![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেবেছিলাম তোমাকে ছাড়া রাতটা অধরা থেকে যাবে
ভেবিছিলাম তোমাকে ছাড়া চাদটা অপূর্ন থেকে যাবে
ভেবেছিলাম তোমাকে ছাড়া তারাগুলো মেঘে ঢেকে যাবে
ভেবেছিলাম তোমাকে ছাড়া নির্ঘুম চোখ বেদনায় সিক্ত হবে
কই নাতো
রাতটা তো শেষ হয়ে যাচ্ছে
চাদ তার পূর্নতা ধারন করছে
আকাশের তারাগুলো অজস্র হারিকেনের মত মিটমিট করে আলো দিচ্ছে
চোখে মাতালকরা ঘুম
নতুন এক সূর্যোদয়ের অপেক্ষায় চোখ বুঝেছি
কিছু স্বৃতি অন্ধকারে মিশে যাচ্ছে
নতুন একটা স্বপ্নের আড়ালে তুমি এখন প্রায় নিঃশ্বেষ এক নক্ষত্র ।।।
©somewhere in net ltd.