![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘে ঢাকা তারা হয়ে
দেখেছি তোমার
বৃস্টিস্নাত রূপ,
বৃস্টিতে ভিজে একাকার তুমি
আকাশের পানে তাকিয়ে
এই তুমি কেন চুপ?
আজ তুমি লুকিয়ে
বৃস্টির আড়ালে
চোখের পানি ফেলছো খুব
আমিও আজ অসহায়
বিধাতার জালে বন্দি
বুঝিনি তোমার ঐ রূপ
হয়তো বা বুঝতে পেরেও
আজ আমি নিস্তব্ধ
তাই তো শুনিনি আজ
বজ্রপাতের আড়ালে
তোমার কান্নার শব্দ
©somewhere in net ltd.