নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা বড়ই আজিব প্রাণী , আমরা মানুষরা কি চাই ? আমরা সবাই সুখ চাই ।। কারো সুখ টাকাতে , কারো সুখ নারীতে , কারো স্বাধীনতায় , আমার সুখ কিসে তার সন্ধানে আজ আমি সোডিয়াম লাইটের এই লাল নীল শহরে আজো সিগারেট হাতে হাতরে বেড়াই ।।

রক্তপিপাসু ছাড়পোকা

রক্তপিপাসু ছাড়পোকা › বিস্তারিত পোস্টঃ

প্রাক্তন

২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩০



২০১১ এর ১৪ই এপ্রিল
লাল সাদা শাড়িতে তুমি।
আর আমি সেই হতচ্ছাড়া,
যে কিনা প্রথম দেখাতেই ভালোবেসেছিলাম ।

২০১২ এর ২১ শে ফেব্রুয়ারি
তুমি এসেছিলে আমার নানার বাড়ি ।
তখনই ঠিক করেছিলাম, তোমার আমার চাই ই চাই।
তারপর একসাথে বসা, নাগরদোলায় চড়া, ফুচকা খাওয়া,
কিন্তু বলা হলনা ভালোবাসার কথা।

সে কি যন্ত্রনা রাতে,
ঘুম কি আর আছে আমার সাথে ।
স্থির করলাম, কালই হবে এসপার-ওসপার,
পরাজয় মেনে নিয়ে, সব কথা বলে দিয়ে চাইবো আমার অধিকার।

২২ তারিখ সকাল বেলা,
আটকে দাড়ালাম স্কুলপড়ুয়া সেই মেয়ের পথ,
তারপর?? তারপর আর কি, বলে দিলাম ভালোবাসার কথা।
বলে নিলাম খুজে নিও আমায়,
আমিও ছিলাম কয়েকদিন অপেক্ষায়,
সে কি আসলেই খুজবে?
২৫ তারিখ আসলো ফোন, সেও বলে দিলো আমায়, থাক না সে কথা গোপন।।

আজ বড় অভিমান আমার,
৮ বছরের পরিচয়ের কাছে হেরে গেলো সেদিনের কান্ড,
তার নাকি অনেক বছরের ভালোবাসা,
ছুতে পারেনি কখনো, আর আমি?
আমি তো বন্ধু ও না, প্রেমিক ও না, আমার কি আর সেই অধিকার আছে।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


ভালোবাসার কথা যদি বলতেই হয়, ধরে নিতে হবে যে, সেটা একটা ইন্টারভিউ মাত্র।

২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০০

রক্তপিপাসু ছাড়পোকা বলেছেন: তাও হতে পারে ।

২| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

শায়মা বলেছেন: তুমি এখন কি ভাইয়া?

আমি জানি....

তুমি এখন কবি! :)


দুঃখ করোনা ভাইয়ামনি! ছ্যাকা খেলে ভালো কবিতা লেখা যায়! :)

এটলিস্ট কবি তো হতে পারলে!!!!!!

সেই অনেক তাইনা! :)

২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১২

রক্তপিপাসু ছাড়পোকা বলেছেন: হাহা , আমি চলে যাবার পর , তার আরেকজনের সাথে সম্পর্ক হয়েছিলো ।
সে সেই কথা আমার কাছেও শেয়ার করতো ।সেই প্রেক্ষিতে আমি বন্ধু কি প্রেমিক সেই সংশয়ের কথা বললাম।
প্রায় ৫ বছর পর তার সাথে দেখা , সেখানে আমার বন্ধুরা আমায় ধাক্কা দিয়ে তার উপর ফেলে দেয় , তখন সে তার এত বছরের প্রেমের কথা তোলাতে আমার এই কবিতা ।

বি:দ্র: সে এখন বিবাহিত

৩| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: আহারে-----

৪| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১০:১৮

মাহমুদুর রহমান বলেছেন: আহারে

৫| ২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

ঢাকার লোক বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন !
তা ভাই, আপনার নামটা শুনতে কেমন যেন লাগে ! কবিদের সুন্দর নামই মানায় ভালো । বদলানো যায় কি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.