নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা বড়ই আজিব প্রাণী , আমরা মানুষরা কি চাই ? আমরা সবাই সুখ চাই ।। কারো সুখ টাকাতে , কারো সুখ নারীতে , কারো স্বাধীনতায় , আমার সুখ কিসে তার সন্ধানে আজ আমি সোডিয়াম লাইটের এই লাল নীল শহরে আজো সিগারেট হাতে হাতরে বেড়াই ।।

রক্তপিপাসু ছাড়পোকা

রক্তপিপাসু ছাড়পোকা › বিস্তারিত পোস্টঃ

আত্মহত্যা

২৩ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৭



হাজার বছর হেটে চলার পর
দেখা হয়ে গেল তার সাথে
আনমনা হয়ে কি যেন দেখছে সে আকাশের পথে।

জিজ্ঞাসা করলাম , কেমন আছো ?
সে রীতিমত অবাক হল ,
কি যেন বলতে চেয়ে নিস্তব্দ হয়ে রইলো ।
সে ভেজা চোখে রইলো তাকিয়ে ,
আমি ভাবলাম যাব নাকি পালিয়ে
হিসেবে আবার ভুল হয়ে গেল নাকি
নাকি আবার ধরবো হাটা , ছিল যতটুকু পথ বাকি

সে সহসা বলে উঠলো , কেনো চলে গেলে ?
আমায় এই ব্যস্ত নগরীতে একা ফেলে ।
কতটা না অপেক্ষা , কতটা না ঝড় এসে
আমায় দুমড়ে মুচড়ে দিয়েছে,
তোমায় ভালোবেসে বুঝি আমার বেশ হয়েছে ।

আমি কি করে কি বলি এখন ,
ভাবলাম চারিদিক অন্ধকার হবে কখন,
সেই ফাকে দিলাম একজোড় হাটা ।
হঠাত মনে হল, একি
সেদিন তো সেই আমায় চলে যেতে বলল !
আমি কত করে বললাম আমায় কি আটকাবে না?
তোমায় ছাড়া তো এই পথ আমার শেষ হবে না ।
তাড়িয়ে দিলো আমায় ।
আমিও হেটে চলেছি,
দেখবো কে এখন থামায় ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ১২:৩১

মাহমুদুর রহমান বলেছেন: আত্মহত্যা করে কেবল কাপুরষেরাই।
আল্লাহ আমাদের রক্ষা করুন।

২| ২৪ শে মার্চ, ২০১৯ সকাল ৭:৩০

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.