![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বব ডিলান সাহিত্যে কি করে পুরস্কার পেলেন, হায় হায় হায়, সাহিত্যের মান গেলো। এ কেমনতর কথা! একজন পোষ্ট দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন, এবং উল্লেখ করেছেন 'একজন সাহিত্যসেবী হিসেবে এর তীব্র নিন্দা জানাচ্ছি'
চলুন প্রথমেই একটু তার সম্পর্কে সামান্য ধারণা নেয়া যাক। তথ্যসুত্র, উইকিপিডিয়া
(লিংক কমেন্টে)
বব ডিলান (জন্মগত নাম রবার্ট অ্যালেন জিমারম্যান, মে ২৪, ১৯৪১) একজন সুবিখ্যাত গায়ক, গীতিকার, সুরকার, ডিস্ক জকি, এবং একই সঙ্গে একজন কবি, লেখক ও চিত্রকর যিনি ১৯৬০-এর দশক থেকে পাঁচ দশকেরও অধিক সময় ধরে জনপ্রিয় ধারার মার্কন সঙ্গীতের অন্যতম প্রধান পুরুষ হিসেবে প্রতিষ্ঠিত। ডিলানের শ্রেষ্ঠ কাজের মধ্যে অনেকগুলো ১৯৬০ দশকে রচিত হয়েছে। এসময় তিনি আমেরিকান অস্থিরতার প্রতীক বিবেচিত হতেন।
আচ্ছা বিষয় টা কি হলো? গায়ক কি লেখক হয়? কবি হয়? কেনো হবেনা? হুমায়ুন আহমেদ কি ছিলেন পেশায়? শিক্ষক, চলচিত্রকার, সব ছাপিয়ে লেখক। আমার ধারণা হুমায়ুন কে নোবেল দেয়া হলে কেউ কেউ বলতেন চলচিত্র নির্মাতা কে সাহিত্যে নোবেল! ছে ছে সাহিত্যের আর মান রইলোনা।
আর কেউ কেউ সেখানে বলতেন চলচিত্র নির্মাণ এর আগে হুমায়ুন গল্প লিখেছে, সেই গল্পে নিজেই চলচিত্র করেছেন। বব ডিলান তেমন ই একজন, আগে গান লিখেছেন, তা সুর করে গেয়েছেন। উনি ১৯৬০ দশকের কবি। সে সময়ের গান গুলা কি কবিতা থেকে নয়? যারা বলছেন আমেরিকা নির্ধারন কে নোবেল পাবে, তাদের জন্য উপরের প্যাড়ার লাষ্ট লাইন পড়ে নিতে অনুরোধ করছি একবার।
ডিলনের প্রথমদিককার গানের কথা ছিল মূলত রাজনীতি, সমাজ, দর্শন ও সাহিত্যিক প্রভাব সম্বলিত। এগুলো তখনকার জনপ্রিয় ধারার কথিত নিয়ম বহির্ভূত ছিল এবং এ ধারার বিপরীত হিসেবে ধরা হত। নিজস্ব সঙ্গীত ধারা প্রসারের পাশাপাশি তিনি আমেরিকার বিভিন্ন ঐতিহ্যবাহী সঙ্গীতের প্রতি আকর্ষন অনুভব করেছেন। তিনি আমেরিকান লোকগীতি ও কান্ট্রি/ব্লুজ থেকে রক অ্যান্ড রোল, ইংরেজ, স্কটিশ, আইরিশ লোকগীতি, এমনকি জ্যাজ সঙ্গীত, সুইং, ব্রডওয়ে, হার্ডরক এবং গসপেলও গেয়েছেন।
*ডিলনের প্রথমদিককার গানের কথা ছিল মূলত রাজনীতি, সমাজ, দর্শন ও সাহিত্যিক প্রভাব সম্বলিত, আপনি লিখেন দেখি দু প্যাড়া সত্য রাজনীতি নিয়ে, ছন্দের আকারে, সুরের আকারে, গানের আসরে বা বই এর পাতায় পৌছে যান দেখি পাঠক বা শ্রবকের হৃদয় গভীরে। পারবেন? জানি পারবেন। কতজন পাঠকের কাছে পৌছাতে পারবেন? বব ডিলান কোঠায় পৌছেছিলো? বা পৌছাচ্ছে? রবীদা গীতাঞ্জলি দিয়েই নোবেল পেয়েছিলেন। হ্যা হয়তো সেটা ইংরেজিতে অনূদিত হওয়ায়। ইংরেজি হচ্ছে আন্তজার্তিক ভাষা। যেটা সবাই পারে, কিংবা শিক্ষিত সমাজের জন্য ম্যান্ডাটরি, একমাত্র স্বীকৃত ভাষা যা প্রায় সব দেশের মানুষ কিছুটা বুঝে। এখন আসেন বলি, বাংলায় নোবেল নাই কেনো!
ভাই সর্বোপরি একটা কথা বলি, নোবেল দাতা এবং গ্রহীতা আমার আপনার থেকে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যাক্তি। আমার আপনার মত প্রকাশের স্বাধিনতা অবশ্যই আছে। সেটা হোক গ্রহণযোগ্য আলোচনায় মুখরিত সমালোচনা ।
আরেক বিষয় , আমি নিজে সাহিত্য বোদ্ধা নই। সাহিত্য সম্পর্কে আপনাদের তুলনায় অনেক কম ই বুঝি। অনেক কম কি! বুঝিইনা প্রায়। প্রতিটা সাহিত্যিক কে সম্মান দেই। সাহিত্যের কোন শাখায় কোন কোন লেখক অবদান রেখেছেন তা ঠিক জানিনা। আমার ভুল ত্রুটি মার্জনীয়, যদি এই লেখা পড়ে কেউ কষ্ট পেয়ে থাকেন।
কেউ কমেন্ট করলে ভদ্রতা বজায় রেখে কমেন্ট করবেন। রিপ্লাই পাবেন। অন্যথায় আপনার রিপ্লাই দেয়া হবেনা। যুক্তিযুক্ত এ সংক্রান্ত আলোচনায় ষ্ট্যান্ডবায় আছি।
©somewhere in net ltd.