![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
কোথায় তোমার সাথে আমার আড়ি ?
চিরদিনের আমার সাঙ্গ ছেড়ে দিলে তাড়াতাড়ি।
আমি হতাশায় কাটাতেছি জীবন
যাতে তুমি সুখে আজন্মসুখে থাকো।
ভালবাসা চাইলাম দিতে, তুমি নিলেনা।
বলিলে-আমার পরিবারে ভালবাসা হয়না।
বাণী কি মনে আছে-আমি তোমায় ভালবাসি
এখন আর বসে নেই-অন্যকে কাছে টানি।
আমার আগে দেখেছিলে -তুমি আমার মনিরে।
কিসের মায়ায় আপন ঘর পরের কাছে ছাড়িলে
তুমিতো আমার নও- করো অন্যের ঘর।
ভালবাসার মানুষটারে-দ্বিধাহীন বিতারণে করলে তুমি পর।
২| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৯
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ।
ভালো থাকবেন
৩| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
এম.কে.চয়েস বলেছেন: আপনাগো থ্যাংক ইউ।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
টুম্পা মনি বলেছেন: ভালো হইসে।