নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল শিক্ষা

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৭

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ডাক্তারি কোন মানের পড়ানো হয় আমি জানিনা, তবে, ইঞ্জিনিয়ারিং কেমন পড়ানো হয় তা নিয়ে আমার কিছুটা ধারণা আছে। একটা উদাহরণ দেই।

দেশের প্রাইভেট ইউনিভার্সিটি হতে ইঞ্জিনিয়ারিং পাশ করা (বর্তমানে কানাডার PR) এক তরুণ কয়েকবছর আগে আমার সাথে যোগাযোগ করলো। উদ্দেশ্য, একটা চাকুরী। ইংরেজিতে কথাবার্তায় দক্ষতা দেখে তাকে আমি আমার এক পরিচিত সিনিয়র ইঞ্জিনিয়ারের কাছে পাঠালাম। কারণ, তিনি চাইলে তাকে একটা চাকুরী দিতে পারতেন। তারপর আর অনেকদিন খবর নাই।

একদিন ওই সিনিয়র ম্যানেজারকে (বিদেশী) ফোন দিয়ে জানতে চাইলাম আমার প্রার্থীর কি খবর?

তিনি উত্তর দিলেন: 'তোমাদের দেশে এমন ইঞ্জিনিয়ারও পয়দা হয় আমার জানা ছিল না। ইনজিনিয়ারিং-এর বেসিক জ্ঞানই তো তার নেই!' - -

ইঞ্জিনিয়ারিং একটি এপ্লাইড সায়েন্স; এটা বিবিএ-এমবিএ'র মতো বাহারি ডিগ্রি নয়। তাই, ছাত্রদের শেখানোর মতো যথেষ্ট রিসোর্সেস, ল্যাব, বা অবকাঠামো না থাকলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান না করাই সবার জন্য মঙ্গল হবে।

বাংলাদেশে এ বিষয়টা দেখভালের দায়িত্বে কেউ আছেন কি? থাকলে সে দায়িত্ব যথাযথভাবে পালন করুন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৪/৫ টা বাদে বাকী বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো সার্টিফিকেট ব্যবসা করে...

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

দারাশিকো বলেছেন: বিশ্ববিদ্যালয় দেখার জন্য মঞ্জুরী কমিশন আছে। তারা কেমন দেখে সেটাও নিশ্চয়ই আপনার ইঞ্জিনিয়ার বুঝিয়ে দিয়েছে।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



শুধু বেসিক নয়, ইঞ্জিনিয়ারিংয়ের 'ই' ও শেখে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয় হতে ইইই'তে বিএসসি কমপ্লিট করা একজনকে দেখলাম ওহমের সূত্রটা ঠিক মতো বলতে পারে না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:০৯

এমএলজি বলেছেন: আপনার এ কমেন্ট কি ফোরামের বাইরে শেয়ার করা যাবে?

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪০

নীল আকাশ বলেছেন: প্রাইভেট ভার্সিটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার যদি কাজ হতো তাহলে কাউয়া পাখিদের রাজা হতো। এদের চেয়ে সরকারী ডিপ্লোমারাও অনেক ভালো জানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.