নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

আমার কাছে কেউ কখনো এককাপ চাও খেতে চায়নি, বরং, আমিই খেয়েছি অনেকবার।

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১:০৮

কানাডা-আমেরিকায় সরকারি অফিসের প্রায়সব সেবা/সার্ভিস বাসায় বসে অনলাইনে নেয়া যায়।

কোন কারণে সরকারি অফিসে কাউকে যেতে হলে হয়রানির তো প্রশ্নই আসেনা, বরং কর্মচারী/কর্মকর্তা নিজেরা সেবাগ্রহীতার কাছে ছুটে এসে যতোদ্রুতসম্ভব কাজ করে দেন। অনেক অফিসে কফি দিয়ে হালকা আপ্যায়নের ব্যবস্থাও দেখা যায়।

বিসিএস-নন বিসিএস, ক্যাডার-নন ক্যাডার, ১ম শ্রেণী, ২য় শ্রেণী, ইত্যাদি বৈষম্য দেখা যায়না। সবাই কর্মচারী বা কর্মকর্তা। কেউ কাউকে স্যার সম্বোধনেও বাধ্য নয়। তারপরও সবকিছু চলে যথানিয়মে।

অফিসের শীর্ষকর্তা ঘুরে ঘুরে দেখেন সেবাগ্রহীতাদের কেউ সেবা পেতে বেশি দেরি হচ্ছে কিনা। প্রয়োজনে তিনি নিজেও কাজে লেগে যান।

প্রায় দুই যুগের কানাডা জীবনে নানা প্রয়োজনে আমাকে সরকারি অফিসে অন্ততঃ শখানেকবার যেতে হয়েছে। আমার কাছে কেউ কখনো এককাপ চাও খেতে চায়নি, বরং, আমিই খেয়েছি অনেকবার।

তরুণদের নতুন বাংলাদেশের সরকারি অফিস-আদালত প্রযুক্তির সহায়তায় উন্নতদেশের আদলে ঢেলে সাজানো যায় কি?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ২:২৫

জেনারেশন৭১ বলেছেন:



মনে হচ্ছে, কানাডা বাংলাদেশ থেকেও উন্নত।

২| ০১ লা ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:১৪

নান্দাইলের ইউনুছ বলেছেন:

সরকারি অফিসে গেলে বালছাল আবালদেরকে ছার না বললে মাইন্ড খায়।
গরীব প্রজারা তাই সব সময় ছার ছার করে বেড়ায়।

৩| ০১ লা ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:১৫

নান্দাইলের ইউনুছ বলেছেন:




জেনারেশন৭১ বলেছেন:
মনে হচ্ছে, কানাডা বাংলাদেশ থেকেও উন্নত।


ছার, আপনি কি চাঁদগাজী/সোনাগাজী?

৪| ০১ লা ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৩৭

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: বাংলাদেশের ব্যুরোক্রেসির মধ্যে এখনও ব্রিটিশ কলোনিয়াল কালচারের প্রভাব রয়েছে। এই কালচার থেকে বের হতে সময় লাগবে। তবে, যদি নিয়োগ প্রক্রিয়ায় দূর্নীতি দূর করা যায়, তাহলে সরকারি অফিসে জনগণ ভালো সেবা পাওয়ার আশা করতে পারে। যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, তারা প্রথমে নিজেদের টাকা উঠানোর চিন্তা করে, জনগণকে সেবা দেওয়ার বদলে। ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.