![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হজরত আবদুল্লাহ ইবনে মুবারক (রহ.) প্রতি বছর হজ্জ্বব্রত পালন করতেন। একবার কাফেলা সহকারে হজ্জ্বে যাবার সময় তিনি পথে দেখতে পেলেন এক শিশু ময়লার স্তূপ থেকে একটা মরা মুরগি নিয়ে যাচ্ছে।
তিনি শিশুটিকে জিজ্ঞেস করলেন, 'তুমি এই মরা মুরগিটি কোথায় নিয়ে যাচ্ছ?'
শিশুটি জানালো, তার ঘরে খাবার নেই। কয়েকদিন ধরে তারা এবং পুরো এলাকার মানুষ না খেয়ে কাটাচ্ছে। ক্ষুধার জ্বালা সইতে না পেরে তারা এখন মরা মুরগি খাবে বলে ঠিক করেছে।
এ কথা শুনে আবদুল্লাহ ইবনে মুবারক তার কাফেলার সবার হজ্জ্বের অর্থ দিয়ে ওই এলাকার লোকদের খাবারের ব্যবস্থা করে দিলেন।
ইতিহাসে এমন ঘটনা অসংখ্য। এসব উদাহরণ হতে যা শিক্ষণীয় তা হলো, হজ্জ্বে গমনের সিদ্ধান্ত নেবার সময় দেখতে হবে প্রতিবেশী বা নিকটজনদের কেউ চরম আর্থিক দৈন্যদশায় আছে কিনা।
ডিজিটাল যুগের হাজি সাহেবদের কয়জন এভাবে ভাবেন বলুনতো?
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩১
আলামিন১০৪ বলেছেন: গরীবদের দেবার জন্য যাকাতের বিধান আছে, শুধু সেটা দিয়েও দারিদ্র দূর করা সম্ভব
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৫
সাইফুলসাইফসাই বলেছেন: এত সুন্দর করে ভাবে না বলে আজ আমাদের কষ্ট
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখন হজ করে সেটা পদবী হিসেবে নামের আগে লাগায়।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন হলে সমাজে অসহায় গরীবরা শান্তিতে বসবাস করতো