![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে সরকার কখনো জনগণের কথা ভাবে না, দেশের কথা ভাবে না, দেশের উন্নয়নের কথা ভাবে না সে সরকার আমরা কেনো নির্বাচন করি?
সবার কাছে এর উত্তর চাই................
২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২২
শফিক আলম বলেছেন: তৃতিয় কোন দল তৈরী হতে পারেনি বলেই আমাদের এই কাজটা করতে হয়। দল পছন্দের ব্যাপারে আমাদের আর কোন অপশন নেই। তবে নির্বাচনের ব্যাপারে আমাদের দু'টো অপশান বেছে নিতে হবে,
১) মন্দের ভাল যে দল তাকে নির্বাচন করা (কারন সরকার ছাড়া দেশ চলবেনা)
২) কাউকেই নির্বাচন না করা (ভোট দানে বিরত থাকা)
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭
গুগলরকস বলেছেন: ভাই কি বিএনপি জামাতের কথা বলছেন? যারা কোন কাজই করে নাই, আর বাংলাদেশকে দুর্নীতিতে ১ নম্বর বানিয়েছিলো?
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৩
মইন উদ্দিন আহমেদ টিপু বলেছেন: আমি দেশের সকল রাজনৈতিক দলের কথা বলছি।
দেশের বর্তমান পরিস্থিতির জন্য সব দলই দায়ী নয় কি?
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
হাসানুর বলেছেন: আপনি আওয়ামীলীগ সাপোর্ট করেন না তাহলে আপনাকে অবশ্যই জামাত-বিএনপি থেকে দূরে থাকতে হবে । তা না হলে ধরে নেব আপনি একজন উচ্চ মানের ভণ্ড ।
আর এই ভণ্ড গুলই জালাও- পোড়াও রাজনীতি করে, বাস পোড়ায়ে, গার্মেন্টস পোড়ায়ে, মানুষ পোড়ায়ে দেশকে অস্থিতিশিল করে তুলছে !
আসুন সবাই মিলে এসব ভণ্ড চামচা ও ভণ্ড রাজনিতিবিদ দের বর্জন করি ।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০১
দূর আকাশের নীল তারা বলেছেন: একদম ঠিক কথা। আরো ঠিক কথা হল, বর্তমান সরকারী দল ও বিরোধী দল, দুই দলকেই আমরা দুই মেয়াদে দেখেছি। দুই দলের মধ্যে কোন পার্থক্য পাই না। যে দলই ক্ষমতায় থাকুক না কেন, ক্ষমতায় থাকাকালে দু'দলই দুনীর্তি করে। আমাদের বিকল্প ভাবা উচিৎ।