![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চট্টগ্রামের আনোয়ারা থানার একটা বিশাল জায়গা জুড়ে গার্মেন্টস শিল্প বানানোর প্রক্রিয়া চলছে। সবার প্রথমেই একটি জুতোর ফ্যাক্টরির কাজ কমপ্লিট হয়। প্রায় চার হাজার মানুষ এখানে কাজ পায়। অন্য আরো কিছু গার্মেন্টস প্রক্রিয়াধীন অবস্থায় আছে। যদি এগুলো কমপ্লিট হতো তবে হয়তো লাখ খানেক মানুষ কাজ পেতো। বেঁচে থাকার পথ খুঁজে পেতো। কিন্তু তা মনে হয় আর হবে না।
গতকাল (09-01-2014) জুতোর ফ্যাক্টরিতে আগুন দেয়া হয়। পুরে যায় পুরো গার্মেন্টস। সকল যন্ত্রপাতি ও কাঁচামাল। চাকরি হারায় চার হাজার মানুষ। ভেঙ্গে যায় এখানে চাকরি করার স্বপ্ন দেখা লাখো মানুষের মন। কেননা এর পর আর কোনো কোম্পানি এখানে গার্মেন্টস বানাবার কথা ভাববে না। চলমান প্রজেক্ট ও অবশ্যই বন্ধ করে দিবে। রিস্ক নিয়ে তো আর ব্যাবসা করা যায় না।
আচ্ছা কেনো এই গার্মেন্ট শিল্প গুলো ধ্বংস করে দেয়া হচ্ছে? কারা করছে? কি লাভ এভাবে এই শিল্প ধ্বংস করে? এরা কি একবারও ভেবে দেখেছে যে এরা নিজের দেশটাকেই ধ্বংস করছে? ধ্বংস করছে লাখো মানুষের স্বপ্ন।
দোয়া করি যেনো এদের মাথার সমস্যাটা ঠিক হয়। যেনো তারা বুঝতে পারে তারা কি ক্ষতিটাই না করতেছে।
আর যেনো কোনো গার্মেন্টস শিল্প ধ্বংস না হয়।
(পূর্বে আমার ব্লগ এ প্রকাশিত > http://moinsbd.moinsbd.com/?p=20 )
১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩২
মইন উদ্দিন আহমেদ টিপু বলেছেন: কিন্তু এতে তো দেশের ক্ষতি হচ্ছে। নিজের ক্ষতি হচ্ছে। লাভ কি এতে?
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
আন্দলন জমছে না, তাই কিছু বেকার বখাটে গার্মেন্টস কর্মিদের মোটা টাকার বিনিময়ে কোন সুনির্দিষ্ট দাবি ছাড়াই গন্ডগোল লাগায় জামাত-শিবিরের কুচক্রিরা।
এর আগে গাজীপুরে কোন ইশু ছাড়াই মাসব্যপি ধ্বংশকান্ড চালিয়ে গেছে, জালিয়ে দিয়েছে বড় বড় গার্মেন্টস। এখন গাজিপুরে শক্ত পাহাড়া থাকাতে চট্টগ্রামে শুরু করেছে।