![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে বর্তমানে অনেককেই দেখছি মেসেজ বা পোস্টে ট্যাগ করে ১৬ ডিসেম্বর ফেসবুকের প্রোফাইল ফটোতে বাংলাদেশের পতাকা দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। আচ্ছা, এতে কি হবে? পৃথিবীর মানুষ আমাদের দেশের পতাকা দেখবে? নাকি আমাদের বোকামি দেখবে? নাকি দেখবে আমরা কিভাবে আমাদের পতাকাকে অসম্মান করি? ফেসবুকের প্রোফাইল ফটোতে একদিনের জন্য বাংলাদেশের পতাকা রাখলে কিভাবে পতাকার অসম্মান হয় সেটাই ভাবছেন?
আপনারা সবাই হয়তো তৃতীয় বা চতুর্থ শ্রেণীর ক্লাসে পড়েছিলেন যে বাংলাদেশের পতাকা হতে হবে ১০:৬ অনুপাতের। অর্থাৎ ১০ ইঞ্চি লম্বা হলে চওড়া হবে ৬ ইঞ্চি। বা ৫ ইঞ্চি লম্বা হলে ৩ ইঞ্চি চওড়া। কিন্তু আমরা যখন ফেসবুকে এই পতাকা আপলোড করবো তখন তার সাইজ কতো দেখাবে? তখন তা দেখাবে ১০:১০ এ। কারণ ফেসবুকের প্রোফাইল ফটোর সাইজ ৭৬ বাই ৭৬ পিক্সেল বা ৮০ বাই ৮০ পিক্সেল। অর্থাৎ আপনি যেই সাইজের ফটোই আপলোড করেননা কেন তা ৭৬ বাই ৭৬ বা ৮০ বাই ৮০ ই দেখাবে। এখন যখন আপনি প্রোফাইল ফটোতে রেখে তা মানুষকে দেখাতে যাবেন তারাও দেখবে এই সাইজে। এটা কি পতাকার অসম্মান না?
আপনি বলতে পারেন যে ছবিতে ক্লিক করলে তো আসল সাইজই দেখবে? তাও কথা। কিন্তু তাহলে আপনি কেনোনা পতাকাটি প্রোফাইল ফটোতে দেয়ার বদলে জাস্ট টাইমলাইনে শেয়ার করছেন? এতে তো আর কারো ভুল সাইজ দেখার সুযোগ থাকছে না?
আরো একটা কথা। পতাকা ব্যবহারের জন্য একটি সরকারী নিয়ম রয়েছে যে কোথায় কখন এই পতাকা ব্যবহার করা যাবে। এবং সেই নিয়মে কোথাও লিখা নেই যে তা ফেসবুকে এভাবে ব্যবহার করা যাবে বা সঠিক কারণ ছাড়াই আপনি ব্যবহার করতে পারবেন। আর এই নিয়মের বাইরে গিয়েও পতাকাকে অসম্মান করাই হচ্ছে।
প্রতিদিন পতাকাকে নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করা যায়। তা হচ্ছে সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা। এবং বিকেল ৫ টায় তা নামিয়ে ফেলতে হবে। আপনি কি তা করছেন?
হয়তোবা আমি ভুল। হয়তোবা নিয়ম পরিবর্তন হয়েছে। যদি হয়ে থাকে তবে আমাকে কি একটু তা দেখাবেন? আমিও জানি সঠিক নিয়ম কি!
এখানে একটি লিঙ্ক দিলাম যেখানে বাংলাদেশের পতাকার ব্যবহার নিয়ে একটি গাইড রয়েছে। চাইলে দেখতে পারেন।
পতাকা ব্যবহারের নিয়ম
২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮
ইভেন বলেছেন: তখন তো আর ফেইসবুক ছিল না
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৩৬
ইউক্লিডের ব্লগ বলেছেন: আপনি কিছু জানেন না। নিয়ম পরিবর্তন হয়েছে।