![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝেমধ্যেই স্বপ্নের ভিতর জট বেধে যায়। জটটা বাধেই শুভ নামটা নিয়ে। শুভ নামের ভিতরেই নিজেকে খুঁজে পাই। যদিও নামটা কার তা কেউ জানে না। আগে জানতো কিন্তু এখন জানে না। কেননা নামটা বিলিন হয়ে গেছে সেই স্বপ্ন শুরুর আগেই। তবে সেই স্বপ্নের শুরুটা শেষ করতে দিয়ে গিয়েছে অন্য কাউকে। আর আমিই সেই যার ভিতর এখন সেই স্বপ্ন ঘুরে বেড়ায়। আর জট বাধিয়ে বেড়ায়। এই এক শুভর জট এর ভিতর এখন চলছে অন্য জট অন্য শুভ। দুই শুভর স্বপ্ন জটে এখন আমি স্বপ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছি তৃতীয় শুভ হয়ে। তবে নিজেই জানি না এখন আমি শুভ নাকি অশুভ।
১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৩
মইন উদ্দিন আহমেদ টিপু বলেছেন: জট কখন মহাজোট হয়ে দাঁড়াবে সেই ভাবনায় ব্যস্ত
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৪
বিজন রয় বলেছেন: খারাপ না। জট বাঁধুক।