![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এই সাইটের সদস্য হতে চাই । আমি খুবই আগ্রহী । আমি লিখতে চাই।
শঙ্খ চিল
শঙ্খ চিল (ইংরেজি: Brahminy Kite; বৈজ্ঞানিক নাম: Haliastur indus) বাংলাদেশে একটি অতি পরিচিত পাখি। বাংলাদেশ ছাড়াও ভারত উপমহাদেশে সর্বত্র, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়ায় পাখিটি সুপরিচিত।
বর্ণনা
শঙ্খ চিল অ্যাক্সিপিট্রিডি পরিবারের সদস্য। দৈর্ঘ্য ৭৬-৮৪ সে.মি.। শঙ্খের মত সাদা এদের মাথা, ঘাঢ়, বুক, পেটের তলা'র পালক আর তাই বুঝি এদের নাম হয়েছে শঙ্খচিল। কিন্তু ডানা দু'টি ও শরীরের অন্যান্য অংশ খয়েরী। শংখ চিলের গড় দৈর্ঘ্য ৪৮ সে.মি.। নদী-নালা, জলাশয়ের আশপাশে এদের দেখা যায় বেশী কারন মাছই এদের প্রধান খাবার। শঙ্খচিলের ইংরেজি নাম Brahminy Kite, বৈজ্ঞানিক নাম Haliastur indus। এরা অ্যাক্সিপিট্রিডি পরিবারের সদস্য। বাংলাদেশে দেখতে পাওয়া প্রায় নদী-নালা, জলাশয়ের আশপাশে এদের দেখা যায় বেশী। শঙ্খের মত সাদা এদের মাথা, ঘাড়, বুক, পেটের তলা'র পালক যার উপর মরিচা ধরা খাড়া ছোট রেখা থাকে এবং কেবল প্রাথমিক পালক কাল; ঠোঁট ছোট, লেজ সবসময় গোলাকার ডগাযুক্ত; ডানায় থাকে লাল, সর-রং, বাদামি এবং কাল আর দেহের নিচের দিক বহু রেখা সম্বলিত; সবসময় লেজ ও ডানা একই দৈর্ঘ্যের। তাই বুঝি এদের নাম হয়েছে শঙ্খচিল! কিন্তু ডানা দু'টি ও শরীরের অন্যান্য অংশ খয়েরী। শংখ চিলের গড় দৈর্ঘ্য ৪৮ সে.মি.।[২]
খাদ্য
এঁরা জীবিত বা মাছ এবং জলজ প্রাণী খেয়ে জীবন ধারন করে। ছোট সাপ, হাঁস মুরগীর বাচ্চা এদের প্রিয় খাদ্য।[৩]
প্রধান খাবার। শঙ্খচিলের ি এরা অ্যাক্সিপিট্রিডি পরিবারের সদস্য। বাংলাদেশে দেখতে পাওয়া প্রায় ৪৩ প্রজাতির চিল, বাজ, ঈগল ও শকুন একই পরিবারের সদস্য।জলাশয়, নদীর পাড়ের দিকে এবং বর্ষায় ডুবে যাওয়া ধানক্ষেতের আশপাশে এদের সন্ধান পাওয়া যায়। মাছ, ব্যাঙ, ছোটখাটো সরীসৃপ, পোকামাকড় তেকে আরম্ভ করে মানুষের ফেলে দেওয়া বা পরিত্যক্ত খাবারের টুকরা পর্যন্ত এদের খাদ্য।
বাংলাদেশে এই চিল স্থায়ী বাসিন্দা তবে নদী-নালা ও জলাশয় দূষণের ফলে বিপন্ন হয়ে পড়ছে রূপসী বাংলার প্রিয় কবি জীবনানন্দের এই শঙ্খচিল।
©somewhere in net ltd.