![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার পৌষ এল...
বসন্ত পেরিয়ে,
উত্তপ্ত গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে
ডুব সাঁতার কেটে,
আর মুষলধারায় বৃষ্টির
প্রতিটি ফোঁটায় ফোঁটায়
স্নিগ্ধ স্নান সেরে।
আবার সূর্যটা
ঐ ঘন কুয়াশার ফাঁকে উঁকি দিল....
এক চিমটে ক্ষীণ সরু আলো
এসে পৌঁছল আমার দুয়ারে!
সে আলোয় কত স্মৃতি!
কত মায়া!
ঐ ক্ষীণ সরু আলোয় হাতড়ে বেড়াই
আমার পরাণটারে!
একবার যদি শুনতে পাই
তার সুরেলা কন্ঠের ডাক, "মা!!!"
তখনই সে আলোটুকু লুকিয়ে নেব
আমার আঁচল তলে!
নয়তো, এভাবেই আজন্মকাল
আমি খুঁজে যাব তারে...
আবার পৌষ এলে....!
২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৮
মৌরি হক দোলা বলেছেন: @স্বপ্নের শঙ্খচিল ভাইয়া, কার্ডটা কিন্তু চমৎকার।
কবিতা পাঠে কৃতজ্ঞতা। ধন্যবাদ।
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আবারও মনের দখিনা বাতাস বহিল ।
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৩
চিত্রাভ বলেছেন: সুন্দর কবিতা, আরও চাই এমন কবিতা চাই ।
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৪
মৌরি হক দোলা বলেছেন: @স্বপ্নের শঙ্খচিল ভাইয়া, বাহ!
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৬
মৌরি হক দোলা বলেছেন: @চিত্রাভ ভাইয়া, অনেক অনুপ্রেরণা পেলাম। আপনাদের এমন মন্তব্যের কথা স্মরণ করেই তো আমার কলমখানি চলে!
অনেক ধন্যবাদ।
৭| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩২
রাজীব নুর বলেছেন: পৌষ হলো পিঠার মাস।
আহা নতুন গুঁড়ের পিঠা!!!
৮| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
মৌরি হক দোলা বলেছেন: @রাজীব নূর ভাই,জ্বী
৯| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
পৌষ মানেই পিঠা ।
আহা গ্রামে কবে যাবো ।
কবিতা সুন্দর হয়েছে ।
১০| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩২
মৌরি হক দোলা বলেছেন: @অপু ভাইয়া, এ বছর আলাদা আমেজের পৌষ উদযাপনের জন্য আমিও আপনারি মতো অপেক্ষা করছি।
কবিতা সুন্দর হয়েছে জেনে উৎসাহ পেলাম। দোয়া রাখবেন যেন আরো সুন্দর গল্প-কবিতা লিখতে পারি আপনাদের জন্য
ধন্যবাদ।
১১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ
কমেন্টের উপরের দিকের সবুজ তীরে ক্লিক করে উত্তর দাও...
মোবাইলে সামু চালাও নাকি?
১২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
মৌরি হক দোলা বলেছেন: @আর্কিওপটেরিক্স ভাইয়া, জ্বী। তাই প্রত্তুত্যরের অপশনটা পাচ্ছি না যার ফলে এভাবেই কাজ সারতে হচ্ছে।
যাই হোক, ধন্যবাদ।
১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৩
সুমন কর বলেছেন: খারাপ হয়নি।
১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৭
মৌরি হক দোলা বলেছেন: @সুমন ভাই, ধন্যবাদ
১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৬
আর্কিওপটেরিক্স বলেছেন: মোবাইল দিয়ে চালালে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে চালাও....
মোবাইল ভার্সনের নিচে Full version এ ক্লিক করো....
১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১০
মৌরি হক দোলা বলেছেন: এবার ঠিক আছে
অনেক অনেক ধন্যবাদ, ভাইয়া!
১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৫
আর্কিওপটেরিক্স বলেছেন: Welcome
১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৮
আর্কিওপটেরিক্স বলেছেন: সামু নিয়ে সমস্যা থাকলে বলতে পারো....
সাহায্য করার চেষ্টা করবো
১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯
মৌরি হক দোলা বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাইয়া
সামু পরিবারের সকলের এমন মনোভাবই তো ভালো লাগে!
১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর। মায়া ছড়ানো...
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নয়তো, এভাবেই আজন্মকাল

আমি খুঁজে যাব তারে...
আবার পৌষ এলে....!
...........................................................
আমি খুঁজে ফিরি তারে
প্রতি বসন্তে !
...........................................................