নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য ভালোবাসি, সাহিত্য নিয়েই আছি, সাহিত্য নিয়েই থাকতে চাই।

মৌরি হক দোলা

আগুনপাখি

মৌরি হক দোলা › বিস্তারিত পোস্টঃ

আমার মৃত্যু

১৫ ই মে, ২০২১ সকাল ১১:০০



আমার মৃত্যু কিছু মানুষকে সুখী করবে,
বাকি সকলে থাকবে অনুভূতিশূন্য-
তাদের মনের দরজায় দুঃখ-সুখ
কোনো অনুভূতিই কড়া নাড়বে না।

আমার মৃত্যুতে আমার জন্য কেউ
দুঃখ পাবে না।
দুঃখ পাবে-
আমি যাদের সন্তান ছিলাম,
ছিলাম দীর্ঘদিনের বন্ধু
কিংবা শুধুই পরিচিত।
এই সম্পর্কের মায়াজালেই
হয়তো দুঃখ তাদেরকে ছুঁয়ে যাবে
একবার, দুইবার
কিংবা ততোধিক বার।
যেমনভাবে দখিনা বাতাস মাঝে মাঝে
শরীর আর মনকে ছুঁয়ে যায় ক্ষণিকের জন্য,
ঠিক তেমনভাবে
তারা দুঃখের স্পর্শ পাবে।

কিন্তু শুধু আমার জন্য কেউ চোখের জল ফেলবে না।

চোখের জলের বড় দাম গো!
যার তার জন্য সকলে খরচ করতে পারে না!

ছবি: অন্তর্জাল

মন্তব্য ১৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২১ সকাল ১১:৪৯

অক্পটে বলেছেন: খুব ভালো লিখেছেন।

২| ১৫ ই মে, ২০২১ দুপুর ১২:২৫

নতুন নকিব বলেছেন:

সুন্দর অভিব্যক্তি ফুটে উঠেছে কবিতায়। +

৩| ১৫ ই মে, ২০২১ দুপুর ১২:৩৭

মাসউদুর রহমান রাজন বলেছেন: বাস্তবতা। এটাই হয়।

৪| ১৫ ই মে, ২০২১ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: আপনি বাচ্চা মানুষ। এই সব মৃত্যু নিয়ে লিখার দরকার কি।

১৫ ই মে, ২০২১ বিকাল ৫:০৭

মৌরি হক দোলা বলেছেন: রাজীব ভাই, আমাকে আর কতদিন বাচ্চা থাকতে বলেন? সময় তো থেমে নেই। অনার্সে ভর্তি হবে এমন কাউকে অন্তত আর বাচ্চা ব‌ইলেন না। আমি জানি, আপনারা আমাকে অনেক স্নেহ করেন। কিন্তু এখন একটু বড় হতে দেন ভাই!

৫| ১৫ ই মে, ২০২১ বিকাল ৩:৪৪

নেওয়াজ আলি বলেছেন: বাহ্ সুন্দর লিখনী

৬| ১৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০৮

নীল আকাশ বলেছেন: লেখা ভালো হইয়েছে। তবে পড়ার পর মন বিষাদে ভরে গেল।

৭| ১৫ ই মে, ২০২১ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

৮| ১৬ ই মে, ২০২১ রাত ১:৪১

জটিল ভাই বলেছেন: দোয়া করি, বড় হোন।

৯| ১৬ ই মে, ২০২১ রাত ২:৫২

রাজীব নুর বলেছেন: ছোট বোন, বড় হয়ে যাওয়া আনন্দের কিছু না।

১৬ ই মে, ২০২১ সকাল ৭:২৯

মৌরি হক দোলা বলেছেন: কথা সত্য :P

১০| ১৬ ই মে, ২০২১ সকাল ৯:৫৯

খায়রুল আহসান বলেছেন: কথা হয়তো সত্য, অভিব্যক্তিটাও সুন্দর হয়েছে, কিন্তু থাক, এই বয়সে আর এসব নিয়ে ভাববেন না!

১১| ১৬ ই মে, ২০২১ দুপুর ১২:২৯

তারেক ফাহিম বলেছেন: অভিব্যক্তির দারুন প্রকাশ।

সুস্থ্য থাকুন, ভালো থাকুন।

১২| ২২ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা খুব ভালো লেগেছে। তবে মৃত্যুর কবিতা শুনলে কেমন যেন লাগে।

কেউ মারা গেলে তার জন্য কান্নাকাটি করার জন্য লোক ভাড়া পাওয়া যায়। এদেরকে রুদালি বলে। তাই কোন চিন্তা করবেন না। :)
রুদালি । কান্নার লোকের অভাব হবে না।

রুদালি নামে একটা হিন্দি সিনেমা আছে। ভুপেন হাজারিকার একটা বিখ্যাত গানের সুরে তার গলায় একটা গান আছে এই সিনেমায়।

২৫ শে আগস্ট, ২০২১ রাত ১০:৫৫

মৌরি হক দোলা বলেছেন: মোশাররফ করিমের একটা নাটক দেখেছিলাম। ওই নাটকে মোশাররফ করিম শুধু কান্না করতো। তাকে এমন ভাড়া করে নেওয়া হতো মানুষ মারা গেলে কান্না করার জন‌্য। কিন্তু, নাটকের টুইস্টে- শেষে তার মায়ের মৃতু‌্যতে সে আর কাঁদতে পারেনি। চোখের সব পানি শুকিয়ে গিয়েছিল। ;) নাটকটার নাম মনে নেই।

আচ্ছা, কেউ মারা গেলে তার জন‌্য কান্নাকাটি করার লোক ভাড়া আনা হয় কেন? কান্না করার লোক থাকতেই হবে কেন?

লিঙ্কে ক্লিক করলে আমার আইডিই শো করছে। কী ছিল ওটা? :(

১৩| ২৫ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: রুদালি: মরা বাড়িতে চোখের পানি ঝরানোই যাদের পেশা
Professional Mourners

ধর্মীয় ও সামাজিক কারণে প্রাচীনকাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে মৃত ব্যক্তির উদ্দেশ্যে কান্নার জন্য মানুষ ভাড়া পাওয়া যায়। বর্তমানে চীন, ভারতের রাজস্থানে এবং আরও কিছু দেশে এই ধরণের পেশাদার ক্রন্দনকারী পাওয়া যায়। প্রথম লিংকটা ভারতের রাজস্থান সংক্রান্ত আর দ্বিতীয়টা এই বিষয়ের উপর উইকিপিডিয়াতে দেয়া তথ্য।

আশা করি লিংক দুটি দেখতে পাবেন এবার। সমস্যা হলে জানাবেন।:)

০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:০৮

মৌরি হক দোলা বলেছেন: দেখতে পেরেছি। খুবই মর্মান্তক এবং আকর্ষণীয় একটা বিষয় মনে হলো। অনেক ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.