![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা পাশাপাশি বসেছিলাম
বহু বছর!
কখনোই কেউ কারো সাথে
কোনো কথা বলিনি!
এও জিজ্ঞেস করিনি যে-
কেমন আছো?
অথচ আমাদের মাঝেই-
অনেক কথা হয়েছিল!
সবচেয়ে বেশি কথা বলেছিলাম আমরাই,
সবার থেকে বেশি!
আমরা পাশাপাশি হেঁটে গিয়েছি
পথের এ প্রান্ত থেকে ও প্রান্তে।
দূরত্ব বলতে কেবল একটি চওড়া রাস্তা!
রাস্তার এক পাশে তুমি,
অন্যপাশে আমি;
মাথায় সাদা স্কার্ফ জড়ানো এক কিশোরী-
প্রবল বৃষ্টিতে যার চোখ পড়ে যেত
ওই শান্ত দু'চোখে!
সে চোখে কী ছিল?
মায়া?
প্রেম?
নাকি শুধুই শূন্যতা?
আমরা চুপচাপ দিনের পর দিন
সেই পথ পেরিয়েছি,
তবুও কথা বলিনি!
আমরা কথা বলিনি কখনোই!
তবুও আমাদের নিয়ে অনেক কথা তৈরি হয়েছিল।
সেইসব কথা এখন কেবলই স্মৃতি!
আমাদের গল্পের উপকরণ!
আমরা এখন সেইসব ফেলে আসা দিন নিয়ে
অনেক কথা বলি।
অথচ কেউ কাউকে দেখতে পাই না!
এখন আর আমরা কেউ কাউকে দেখতে পাই না ঠিকই,
তবু নিয়তির জালে
সবচেয়ে কাছাকাছি আমাদেরই বসবাস!
ছবি: সংগৃহীত
১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:২৭
মৌরি হক দোলা বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৩৬
স্প্যানকড বলেছেন: আহ ! ফাইটা যায় বুকটা ফাইটা যায় ! খুব ভালো হইছে । এগিয়ে যান বহুদূর ।
১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:২৮
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ
৩| ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১৫
বিজন রয় বলেছেন: মানুষ সবসময় কাছকাছি থাকে।
গোচরে কিংবা অগোচরে।
+++++!
১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:২৮
মৌরি হক দোলা বলেছেন: ৫ টা +! ভীষণ প্রীত হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: কখনোই কেউ কারো সাথে কোনো কথা বলিনি!
অথচ আমাদের মাঝেই- অনেক কথা হয়েছিল!
হুম!!!
১৫ ই আগস্ট, ২০২১ রাত ৮:০৫
মৌরি হক দোলা বলেছেন:
৫| ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৫ ই আগস্ট, ২০২১ রাত ৮:০৫
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:২৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: এতো কাছাকাছি থেকেও কিছু হোল না। দুরের মানুষ সব দখল করে নিল মনে হয়।
কবিতা ভালো লাগলো।