নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আমার মায়ের য্যাকন মিত্যু হলো আমার বয়েস ত্যাকন আট-ল' বছর হবে। ভাইটোর বয়েস দেড়-দু বছর। এই দুই ভাই-বুনকে অকূলে ভাসিয়ে মা আমার চোখ বুজল। ত্যাকনকার দিনে কে যি কিসে মরত ধরবার বাগ ছিল না। এত রোগের নামও ত্যাকন জানত না লোকে। ডাক্তার-বদ্যিও ছিল না তেমন। মরবার আগে মুখে যেদি ওষুধ পড়ত, তাই কতো!.."
রাঢ়বঙ্গের আঞ্চলিক ভাষায় লেখা কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের একমাত্র উপন্যাস "আগুনপাখি"। বিশ শতকের এক সাধারণ, গ্রাম্য, সংসারী নারীর বয়ানে লেখা হয়েছে দুইশত চব্বিশ পৃষ্ঠার সম্পূর্ণ উপন্যাসটি।
'আগুনপাখি' উপন্যাসে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক অতি নিপুণতার সাথে আঞ্চলিক ভাষায় বর্ণনা করেছেন সেই সময়ের জন-জীবনের গল্প। এক রক্ষণশীল, সম্ভ্রান্ত পরিবারের দায়িত্বশীলা বধূর দৃষ্টিতে সেই সময় কেমন ছিল- তার সাথে পাঠক পরিচিত হতে পারেন এই বইটির মাধ্যমে। নিতান্তই ঘরোয়া গল্পের সাথে এখানে পাওয়া যায় বিশ শতকের মহামারিকালিন সময়ের চিত্র; সাধারণ মানুষের জীবনে বিশ্বযুদ্ধের প্রভাব, গ্রামীণ জীবনে খরা-বন্যার চিরকালের হস্তক্ষেপ, সবশেষে দেশভাগ ও দেশ ভাগের পরবর্তী সময়ের কথা "আগুনপাখি" উপন্যাসে চিত্রের ন্যায় অঙ্কিত হয়েছে।
প্রায় পাঁচ দশকের লেখক জীবন শেষে গল্পকার হাসান আজিজুল হক আমাদেরকে যে উপন্যাস উপহার দিয়েছেন, তা নিঃসন্দেহে বাংলা সাহিত্যের জন্য অমূল্য সম্পদ। প্রমিত ভাষা ব্যবহার না করে আঞ্চলিক ভাষায়ও যে মনোমুগ্ধকর এক উপন্যাস লেখা যায়, তা "আগুনপাখি" না পড়লে জানা হতো না কখনো।
বইয়ের নাম: আগুনপাখি
লেখক: হাসান আজিজুল হক
প্রকাশনী: ইত্যাদি গ্রন্থ প্রকাশ
প্রচ্ছদ: সমর মজুমদার
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০০৬
অর্জন: প্রথম আলো বর্ষসেরা বই (১৪১২), আনন্দ পুরস্কার (২০০৮)
প্রচ্ছদ মূল্য: ২৭০৳
১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩৭
মৌরি হক দোলা বলেছেন: আমি উনার লেখা এই প্রথম পড়লাম। কোনো গল্পও পড়া হয়নি এর আগে।
শুভেচ্ছা...
২| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫২
সাড়ে চুয়াত্তর বলেছেন: এইটার বাংলা অনুবাদ পাওয়া যাবে যখন তখন পড়ার ইচ্ছা আছে।
নমুনার লেখা কিছুই বুঝতে পারি নাই। আপনি বরং এটার অনুবাদের দায়িত্ব নেন।
১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪২
মৌরি হক দোলা বলেছেন: “আমার মায়ের যখন মৃত্যু হলো আমার বয়স তখন আট-ন' বছর হবে। ভাইটার বয়স দেড়-দু বছর। এই দুই ভাই-বোনকে অকূলে ভাসিয়ে মা আমার চোখ বুজল। তখনকার দিনে কে যে কিসে মারা যেত ধরার উপায় ছিল না। এত রোগের নামও তখন জানত না লোকে। ডাক্তার-বদ্যিও ছিল না তেমন। মৃত্যুর আগে মুখে যদি ওষুধ পড়ত, তাই কতো!.."
কেমন হলো?
৩| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:০১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালো বই। পড়া হয়নি। দেখি কেনার চেষ্টা করবো।
১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪৩
মৌরি হক দোলা বলেছেন: আচ্ছা
৪| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:১৫
হাবিব বলেছেন: পড়লেও বুঝতে বেশ বেগ পেতে হবে
১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪৩
মৌরি হক দোলা বলেছেন: জি। সময় নিয়ে পড়তে হবে।
৫| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫৫
খায়রুল আহসান বলেছেন: হাসান আজিজুল হক আধুনিক বাংলা সাহিত্যের একজন শক্তিমান লেখক/গল্পকার/ঔপন্যাসিক। আগুনপাখি তার এক অনন্য সৃষ্টি। লেখকের এই ব্যতিক্রমী বইটির সাথে ব্লগের পাঠকদের পরিচয় করিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
১৯ শে আগস্ট, ২০২১ দুপুর ১:১৭
মৌরি হক দোলা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
৬| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি জ্যাকন অনুবাদ করেসেন ত্যাকন খারাপ হয় কিভাবে। যেদি পুরো বই অনুবাদ করেন তবে পড়তাম।
আপনার অনুবাদ খুব ভালো হয়েছে। মনে হয়েছে যে রাঢ়বঙ্গের ভাষা আপনার মাতৃভাষা। চাইলে আপনিও এই ভাষায় কবিতা লিখতে পারবেন।
১৯ শে আগস্ট, ২০২১ দুপুর ১:১৮
মৌরি হক দোলা বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:০৯
স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: অনেক বছর হতে চললো আমি হাসান আজিজুল হকের একটি গল্পসমগ্র কিনেছিলাম। সেটা পড়া শেষ হয়নি তাই আর এই লেখকের কোনো বই কেনা হয়নি। যেকোনো গল্পসমগ্র আমি আসলে শেষ করতে পারিনা। উপন্যাস হলে পড়ে ফেলা যায় অনায়াসে।
আগুনপাখি লিস্টে আছে। কোনো এক সময় কেনার ইচ্ছা আছে।